ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম দায়িত্ব পালন করছে না সরকার। তাই মহামারি আকার ধারণ করেছে ধর্ষণ। এই শব্দ অবশ্যই ব্যবহার করা যায়।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান, আবদুস সালাম, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, মোমিনুল ইসলাম, শহীদুল্লাহ কায়সার, জেএসডির সানোয়ার হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। কামাল হোসেন বলেন, প্রায় প্রতিদিন সকালেই পত্রিকার পাতায় ঢাকা-চট্টগ্রামের মতো শহরগুলো ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের খবর আসছে। সরকারকে আমরা বিশেষ করে বলতে চাই, তাদের যে একটা ন্যূনতম দায়িত্ববোধ আছে, এক নম্বর দায়িত্ব একটা রাষ্ট্রে সরকারের থাকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা। নারী ধর্ষণ মহামারি আকার ধারণ করবে- এটা কল্পনা করা যায় না।

তিনি বলেন, প্রতিদিন ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। কেন এই বৃদ্ধি? কেন যে, আমাদের আইনশৃঙ্খলার যে ব্যবস্থা এটাতে যে ঘাটতি দেখা যাচ্ছে- এটা সত্যি আমাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবিধানে স্বীকৃত- দেশে আইনের শাসন থাকবে, দেশে জানমালের নিরাপত্তা থাকবে। আপনি যদি জনমত যাচাই করেন দেখবেন সবার এক নম্বর দাবি থাকবে- জানমালের নিরাপত্তা। এটা কেন হবে না? সরকার পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের প্রধান দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা দেয়া। সেখানে তারা যেভাবে ব্যর্থ হচ্ছেন তা পত্রিকা খুললে প্রত্যেক পাতায় পাওয়া যায়। কেন, কেন, কেন? এর উত্তর আমরা দিতে চাই না।

গণফোরাম সভাপতি বলেন, আমরা চাই- এটা বন্ধ হোক, এটা দ্রুত বন্ধ হোক, এটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হোক। নইলে সরকার বলবে যে, পারি না, পারলাম না। জনগণের কাছে আপনারা সুযোগ দেন যে, যোগ্য সরকার গঠন করতে পারে, তাদের দিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজকে সন্ত্রাস থেকে মুক্ত করুক।

রবিবার, ১২ জানুয়ারী ২০২০ , ২৮ পৌষ ১৪২৬, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪১

ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে ড. কামাল

নিজস্ব বার্তা পরিবেশক |

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম দায়িত্ব পালন করছে না সরকার। তাই মহামারি আকার ধারণ করেছে ধর্ষণ। এই শব্দ অবশ্যই ব্যবহার করা যায়।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান, আবদুস সালাম, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, মোমিনুল ইসলাম, শহীদুল্লাহ কায়সার, জেএসডির সানোয়ার হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। কামাল হোসেন বলেন, প্রায় প্রতিদিন সকালেই পত্রিকার পাতায় ঢাকা-চট্টগ্রামের মতো শহরগুলো ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের খবর আসছে। সরকারকে আমরা বিশেষ করে বলতে চাই, তাদের যে একটা ন্যূনতম দায়িত্ববোধ আছে, এক নম্বর দায়িত্ব একটা রাষ্ট্রে সরকারের থাকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা। নারী ধর্ষণ মহামারি আকার ধারণ করবে- এটা কল্পনা করা যায় না।

তিনি বলেন, প্রতিদিন ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। কেন এই বৃদ্ধি? কেন যে, আমাদের আইনশৃঙ্খলার যে ব্যবস্থা এটাতে যে ঘাটতি দেখা যাচ্ছে- এটা সত্যি আমাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবিধানে স্বীকৃত- দেশে আইনের শাসন থাকবে, দেশে জানমালের নিরাপত্তা থাকবে। আপনি যদি জনমত যাচাই করেন দেখবেন সবার এক নম্বর দাবি থাকবে- জানমালের নিরাপত্তা। এটা কেন হবে না? সরকার পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের প্রধান দায়িত্ব জনগণের জান-মালের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা দেয়া। সেখানে তারা যেভাবে ব্যর্থ হচ্ছেন তা পত্রিকা খুললে প্রত্যেক পাতায় পাওয়া যায়। কেন, কেন, কেন? এর উত্তর আমরা দিতে চাই না।

গণফোরাম সভাপতি বলেন, আমরা চাই- এটা বন্ধ হোক, এটা দ্রুত বন্ধ হোক, এটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হোক। নইলে সরকার বলবে যে, পারি না, পারলাম না। জনগণের কাছে আপনারা সুযোগ দেন যে, যোগ্য সরকার গঠন করতে পারে, তাদের দিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজকে সন্ত্রাস থেকে মুক্ত করুক।