ক্ষণগণনা

আর ৬৪ দিন

নানা কর্মসূচিতে থাকছে ক্রিকেট টুর্নামেন্টও

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। আর ৬৪ দিন বাকি। জাতির পিতার এই জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ‘মুজিববর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে থাকছে দেশের ক্রীড়া সংগঠনগুলোও। ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিপুল সংখ্যক জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন।

শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে জমকালো আনুষ্ঠানিকতায় শুরু হয়ে গেছে মুজিববর্ষের ক্ষণগণনা (কাউন্টডাউন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনার উদ্বোধন করেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে শুরু হয়েছে ক্ষণগণনার। সরকারের পাশাপাশি আন্তর্জাতিকভাবে মুজিববর্ষ উদযাপন করবে জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংগঠন ইউনিস্কো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিবিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু করেছে। ডিসেম্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে ক্রিকেটের অন্য টুর্নামেন্টের মধ্যে রয়েছে জেলা ও বিভাগীয় পর্যায়ে অনূর্র্ধ্ব-২৩ যুব টি-২০ টুর্নামেন্ট এবং অনূর্ধ্ব-১২ বালক ও বালিকাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে ক্রিকেট কার্নিভালের আয়োজন। এছাড়া জাতীয় মহিলা সংস্থা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৫ নারী ক্রিকেট’ টুর্নামেন্ট আয়োজন করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফুটবলে ‘মুজিববর্ষ’ উপলক্ষে একটি জাতীয় ও তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে। টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জাতির পিতা ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ড কাপ ২০২০’। আগামী ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-ফিলিস্তিনের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ছয় জাতির ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ড কাপ। আন্তর্জাতিক অন্য দুটি হচ্ছে- বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপ, বঙ্গবন্ধু সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। পাশাপাশি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এপ্রিলে ৩১টি ইভেন্ট নিয়ে আয়োজন করবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’।

আর ১২টি দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের আয়োজন করবে হকি ফেডারেশন। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, শ্রীলঙ্কা, চীন, মিসর ও আয়ারল্যান্ড। এ ছাড়া জাতীয়ভাবে আয়োজন করছে বঙ্গবন্ধু বিভাগীয় হকি টুর্নামেন্ট। এই টুর্র্নামেন্ট অনুষ্ঠিত হবে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে।

এছাড়া ‘মুজিববর্ষ’ উপলক্ষে বছরব্যাপী নানা প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, কাবাডি ফেডারেশন, ভলিবল ফেডারেশন, রোলার স্কেটিং ফেডারেশন, ব্যাডমিন্টন ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, শুটিং ফেডারেশন, আরচ্যারি ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, দাবা ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, জিমন্যাস্টিকস ফেডারেশন, রোইং ফেডারেশন, ঘুড়ি অ্যাসোসিয়েশন, আ্যামেচার বক্সিং ফেডারেশন, ইয়োগা অ্যাসোসিয়েশন, কান্ট্রি গেমস এসোসিয়েশন, তায়কোয়ানডো ফেডারেশন, খো খো ফেডারেশন, কারাতে ফেডারেশন, জুডো ফেডারেশন, উশু ফেডারেশন, ভারোত্তোলন ফেডারেশন, মার্শাল আর্ট কনফেডারেশন, কিক বক্সিং অ্যাসোসিয়েশন, প্যারালিম্পিক কমিটি, জুজুৎসু অ্যাসোসিয়েশন, শরীর গঠন ফেডারেশন, রেসলিং ফেডারেশন, রাগবি ফেডারেশন, স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন, সেপাক টাকরো অ্যাসোসিয়েশন।

রবিবার, ১২ জানুয়ারী ২০২০ , ২৮ পৌষ ১৪২৬, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪১

ক্ষণগণনা

আর ৬৪ দিন

নানা কর্মসূচিতে থাকছে ক্রিকেট টুর্নামেন্টও

নিজস্ব বার্তা পরিবেশক |

image

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। আর ৬৪ দিন বাকি। জাতির পিতার এই জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ‘মুজিববর্ষ’ উদযাপনের ঘোষণা দিয়েছে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে থাকছে দেশের ক্রীড়া সংগঠনগুলোও। ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিপুল সংখ্যক জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন।

শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে জমকালো আনুষ্ঠানিকতায় শুরু হয়ে গেছে মুজিববর্ষের ক্ষণগণনা (কাউন্টডাউন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনার উদ্বোধন করেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে শুরু হয়েছে ক্ষণগণনার। সরকারের পাশাপাশি আন্তর্জাতিকভাবে মুজিববর্ষ উদযাপন করবে জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংগঠন ইউনিস্কো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিবিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু করেছে। ডিসেম্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে ক্রিকেটের অন্য টুর্নামেন্টের মধ্যে রয়েছে জেলা ও বিভাগীয় পর্যায়ে অনূর্র্ধ্ব-২৩ যুব টি-২০ টুর্নামেন্ট এবং অনূর্ধ্ব-১২ বালক ও বালিকাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে ক্রিকেট কার্নিভালের আয়োজন। এছাড়া জাতীয় মহিলা সংস্থা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৫ নারী ক্রিকেট’ টুর্নামেন্ট আয়োজন করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফুটবলে ‘মুজিববর্ষ’ উপলক্ষে একটি জাতীয় ও তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে। টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জাতির পিতা ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ড কাপ ২০২০’। আগামী ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-ফিলিস্তিনের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ছয় জাতির ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ড কাপ। আন্তর্জাতিক অন্য দুটি হচ্ছে- বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপ, বঙ্গবন্ধু সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। পাশাপাশি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এপ্রিলে ৩১টি ইভেন্ট নিয়ে আয়োজন করবে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’।

আর ১২টি দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক হকি টুর্নামেন্টের আয়োজন করবে হকি ফেডারেশন। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, শ্রীলঙ্কা, চীন, মিসর ও আয়ারল্যান্ড। এ ছাড়া জাতীয়ভাবে আয়োজন করছে বঙ্গবন্ধু বিভাগীয় হকি টুর্নামেন্ট। এই টুর্র্নামেন্ট অনুষ্ঠিত হবে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে।

এছাড়া ‘মুজিববর্ষ’ উপলক্ষে বছরব্যাপী নানা প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, কাবাডি ফেডারেশন, ভলিবল ফেডারেশন, রোলার স্কেটিং ফেডারেশন, ব্যাডমিন্টন ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, শুটিং ফেডারেশন, আরচ্যারি ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, দাবা ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, জিমন্যাস্টিকস ফেডারেশন, রোইং ফেডারেশন, ঘুড়ি অ্যাসোসিয়েশন, আ্যামেচার বক্সিং ফেডারেশন, ইয়োগা অ্যাসোসিয়েশন, কান্ট্রি গেমস এসোসিয়েশন, তায়কোয়ানডো ফেডারেশন, খো খো ফেডারেশন, কারাতে ফেডারেশন, জুডো ফেডারেশন, উশু ফেডারেশন, ভারোত্তোলন ফেডারেশন, মার্শাল আর্ট কনফেডারেশন, কিক বক্সিং অ্যাসোসিয়েশন, প্যারালিম্পিক কমিটি, জুজুৎসু অ্যাসোসিয়েশন, শরীর গঠন ফেডারেশন, রেসলিং ফেডারেশন, রাগবি ফেডারেশন, স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশন, সেপাক টাকরো অ্যাসোসিয়েশন।