বানিয়াচংয়ে সাংবাদিককে হুমকি গ্রেফতার ১

হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়ার ঘটনায় নজিম উদ্দিন (৩০) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার পুকড়া গ্রামের হাফেজ মস্তোফা মিয়ার ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ১টায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের নিমরাজ মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নিমরাজ মিয়া তার শ্বশুর।

জানা যায়, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল ইসলাম সেলিম গত ৩০ জুলাই ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি হচ্ছে, ‘বানিয়াচং সাব-রেজিস্ট্রি অফিস কি চলছে দুর্নীতি মুক্ত? সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের একটু দৃষ্টি আকর্ষণ করছি।’ এই পোস্টের সূত্র ধরে সাংবাদিক ইমদাদ অনুসন্ধান চালান। অনুসন্ধানকালে তিনি তথ্য-প্রমাণ পান, স্বাধীনতার পূর্বে ভারত চলে যাওয়া হরিচরণ রায়ের পুকড়া মৌজার ২৩৯ খতিয়ানের ৬৪১ দাগের ফেলে যাওয়া ৪৫ শতক ভূমি ভুলবশত অর্পিত সম্পত্তি বা খাস খতিয়ানভুক্ত হয়নি। এ সুবাদে এলাকার একটি প্রভাবশালী চক্র সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধরের যোগসাজসে ভুয়া দাতা সাজিয়ে জাল জাতীয় পরিচয়পত্র ও জাল ওয়ারিশান সনদ তৈরি করে জালিয়াতির মাধ্যমে ওই ভূমি আত্মসাত করেছে। এই অনুসন্ধানী সংবাদের তথ্য-প্রমাণ সংগ্রহকালে গত ৯ ডিসেম্বর মনির নামে জনৈক সিএনজি চালকের মাধ্যমে দুর্বৃত্তরা একটি ব্যাগের ভেতর কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে সাংবাদিক ইমদাদকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

বানিয়াচংয়ে সাংবাদিককে হুমকি গ্রেফতার ১

প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ)

হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়ার ঘটনায় নজিম উদ্দিন (৩০) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার পুকড়া গ্রামের হাফেজ মস্তোফা মিয়ার ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ১টায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের নিমরাজ মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নিমরাজ মিয়া তার শ্বশুর।

জানা যায়, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এস.এম সাইফুল ইসলাম সেলিম গত ৩০ জুলাই ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি হচ্ছে, ‘বানিয়াচং সাব-রেজিস্ট্রি অফিস কি চলছে দুর্নীতি মুক্ত? সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের একটু দৃষ্টি আকর্ষণ করছি।’ এই পোস্টের সূত্র ধরে সাংবাদিক ইমদাদ অনুসন্ধান চালান। অনুসন্ধানকালে তিনি তথ্য-প্রমাণ পান, স্বাধীনতার পূর্বে ভারত চলে যাওয়া হরিচরণ রায়ের পুকড়া মৌজার ২৩৯ খতিয়ানের ৬৪১ দাগের ফেলে যাওয়া ৪৫ শতক ভূমি ভুলবশত অর্পিত সম্পত্তি বা খাস খতিয়ানভুক্ত হয়নি। এ সুবাদে এলাকার একটি প্রভাবশালী চক্র সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধরের যোগসাজসে ভুয়া দাতা সাজিয়ে জাল জাতীয় পরিচয়পত্র ও জাল ওয়ারিশান সনদ তৈরি করে জালিয়াতির মাধ্যমে ওই ভূমি আত্মসাত করেছে। এই অনুসন্ধানী সংবাদের তথ্য-প্রমাণ সংগ্রহকালে গত ৯ ডিসেম্বর মনির নামে জনৈক সিএনজি চালকের মাধ্যমে দুর্বৃত্তরা একটি ব্যাগের ভেতর কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে সাংবাদিক ইমদাদকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়।