বখাটের হাতে যুবক হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর বাঘায় যৌন হয়রানির প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মামা নাজমুল হককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং শিক্ষক পিতা ও ভাইকে মারপিটের ঘটনায় বখাটে সুমনকে প্রধান আসামি করে ২৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন নাজমুল হকের পিতা আজিজুর রহমান। এছাড়া অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। এদিকে এ ঘটনার বিচার চেয়ে গত বুধবার সকালে ক্লাস বর্জনসহ মানববন্ধন করেছে খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের ও চারঘাট সার্কেলের সিনিয়ার (এ.এস.পি) নুরে আলম। স্কুল ছাত্রী বৈশাখী’র শিক্ষক পিতা সাজাহান আলী ও ভাই তুষার’কে মারপিট করা-সহ মামা নাজমুল হককে নির্মমভাবে কুপিয়ে হত্যার বিচার চেয়ে গত বুধবার সকালে ক্লাস বর্জনসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা অবিলম্বে এই হত্যার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারের দাবি জানান। বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর মঙ্গলবার রাতেই নিহতের বাবা অজিজুর রহমান থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সুলতানপুর গ্রামের আরজেদ আলীর ছেলে সুমনকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ ৬ জনকে রাতেই গ্রেফতার করেছে।

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ , ৩ মাঘ ১৪২৬, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১

বখাটের হাতে যুবক হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীর বাঘায় যৌন হয়রানির প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর মামা নাজমুল হককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং শিক্ষক পিতা ও ভাইকে মারপিটের ঘটনায় বখাটে সুমনকে প্রধান আসামি করে ২৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন নাজমুল হকের পিতা আজিজুর রহমান। এছাড়া অজ্ঞাত ৫ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। এদিকে এ ঘটনার বিচার চেয়ে গত বুধবার সকালে ক্লাস বর্জনসহ মানববন্ধন করেছে খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের ও চারঘাট সার্কেলের সিনিয়ার (এ.এস.পি) নুরে আলম। স্কুল ছাত্রী বৈশাখী’র শিক্ষক পিতা সাজাহান আলী ও ভাই তুষার’কে মারপিট করা-সহ মামা নাজমুল হককে নির্মমভাবে কুপিয়ে হত্যার বিচার চেয়ে গত বুধবার সকালে ক্লাস বর্জনসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা অবিলম্বে এই হত্যার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারের দাবি জানান। বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর মঙ্গলবার রাতেই নিহতের বাবা অজিজুর রহমান থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সুলতানপুর গ্রামের আরজেদ আলীর ছেলে সুমনকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ ৬ জনকে রাতেই গ্রেফতার করেছে।