মুজিব শতবর্ষ : মুজিব শাসন আমল : ১৯৭২

১৪ জানুয়ারি

১৯টি জুট মিলের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ

জুট বোর্ডের তরফ হতে নিম্নলিখিত ব্যক্তিদের তাদের নামের পার্শ্বে বর্ণিত মিলসমূহের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করা হয়েছে এবং এই নিয়োগ অবিলম্বে কার্যকরী হবে : ১। মোহাম্মদ হাফেজ, আদমজী জুট মিলস লিমিটেড, আদমজী নগর, নারায়ণগঞ্জ, ২। শহীদুর রহমান, ফৌজি চটকল, পলাশ, ঢাকা, ৩। সুলতান মাহমুদ, নিশাত জুট মিলস লিমিটেড, টঙ্গি, ঢাকা, ৪। শামসুদ্দিন দেওয়ান, ভিক্টোরী জুট প্রোডাক্টস, কাটালা, চট্রগ্রাম; ৫। শামসুদ্দিন আহমদ, জব্বার জুট মিলস লিমিটেড, ভৈরব বাজার, ময়মনসিংহ, ৬। সিদ্দিকুর রহমান, পাকিস্তান জুট মিলস লিমিটেড, ঘোড়াশাল, ঢাকা, ৭। সৈয়দ নূরুন্নবী কবীর, পূর্ব পাকিস্তান জুট মিলস লিমিটেড, আমীনাবাদ, কালিগঞ্জ, ঢাকা। ৮। সিরাজুল ইসলাম, মনোয়ার জুট মিলস, সিদ্ধিরগঞ্জ, ঢাকা, ৯। কাজী জহুরুল ইসলাম, নওয়াব আবদুল মালেক, জুট মিলস লিমিটেড, নওয়াব নগর, কাঞ্চন, ঢাকা, ১০। মঞ্জুরুল ইসলাম, অ্যালায়েড জুট মিলস লিমিটেড, কাঞ্চন, ঢাকা, ১১। মি. ডব্লিউ, আর, ম্যাথেসন, কার্পোরেটিং জুট মিলস লিমিটেড, নওয়াবপাড়া, যশোর, ১২। ডব্লিউ, আর, ম্যাথেসন, পূর্বাঞ্চল জুট মিলস, মহাকল, নওয়াবপাড়া, যশোর, ১৩। মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, আমীন জুট মিলস, ষোল শহর, চট্টগ্রাম, ১৪। মনসুর আহমদ, হাফেজ জুট মিলস লিমিটেড, সোনাইচরী, চট্টগ্রাম, ১৫। এ, কে, জে, ইসলাম, এস, এম, এম, জুট মিলস লিমিটেড, বনসবাড়ি, চট্টগ্রাম, ১৬। এ, ইসলাম, আর, আর, জুট মিলস লিমিটেড, বনসবাড়ি, চট্টগ্রাম, ১৭। হারুন-উর-রশীদ, দাউদ জুট মিলস লিমিটেড, কালুরঘাট, চট্টগ্রাম, ১৮। মোহাম্মদ নূরুল হক ভূঁইয়া , ইউনাইটেড জুট মিলস, মেঘনা জুট মিলস অ্যান্ড চাঁদপুর জুট মিলস, নরসিংদী, ঢাকা, ১৯। মোহাম্মদ আবদুল মান্নান, চিটাগং জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কালুরঘাট, চট্টগ্রাম।

টঙ্গী : বৃহস্পতিবার টঙ্গী শিল্পাঞ্চলের কোহিনুর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ও ঢাকা ডাইং এর দুটি পৃথক পৃথক শ্রমিক সভায় বক্তৃতা প্রসঙ্গে ঢাকা সদর উত্তর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মােজাম্মেল হক শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শ “মুজিববাদ” কায়েমের জন্য জাতীয় শ্রমিক লীগের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। তিনি অবিলম্বে টঙ্গী এলাকার সমস্ত কারখানা চালু করে শ্রমিক সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাসান উদ্দিন সরকার।

দালালীর অভিযোগে বরিশালে ৬৫৩ জন গ্রেফতার

বরিশাল। সম্প্রতি বরিশাল জেলায় পাকিস্তান বর্বরবাহিনীর সঙ্গে সক্রিয় সহযোগিতার অভিযোগে সর্বমোট ৬৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তথাকথিত শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুর রব অ্যাডভোকেট, সাবেক মুসলিম লীগের স্থানীয় প্রেসিডেন্ট শমসের আলী অ্যাডভোকেট, স্থানীয় মসজিদের ইমাম সালেহ আহমদ রয়েছেন। লুটতরাজ, অগ্নিসংযোগ ও সাধারণ মানুষের ওপর পাকিস্তান বর্বরবাহিনী অমানুষিক নির্যাতনের সময় উপরোক্ত ব্যক্তিগণ সহযোগিতা করে বলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে অচিরেই উক্ত অভিযোগে তাদের বিচার করা হবে।”

সূত্র : দিনলিপি, বঙ্গবন্ধুর শাসন সময়, ১৯৭২

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ , ৩ মাঘ ১৪২৬, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪১

মুজিব শতবর্ষ : মুজিব শাসন আমল : ১৯৭২

১৪ জানুয়ারি

১৯টি জুট মিলের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ

জুট বোর্ডের তরফ হতে নিম্নলিখিত ব্যক্তিদের তাদের নামের পার্শ্বে বর্ণিত মিলসমূহের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করা হয়েছে এবং এই নিয়োগ অবিলম্বে কার্যকরী হবে : ১। মোহাম্মদ হাফেজ, আদমজী জুট মিলস লিমিটেড, আদমজী নগর, নারায়ণগঞ্জ, ২। শহীদুর রহমান, ফৌজি চটকল, পলাশ, ঢাকা, ৩। সুলতান মাহমুদ, নিশাত জুট মিলস লিমিটেড, টঙ্গি, ঢাকা, ৪। শামসুদ্দিন দেওয়ান, ভিক্টোরী জুট প্রোডাক্টস, কাটালা, চট্রগ্রাম; ৫। শামসুদ্দিন আহমদ, জব্বার জুট মিলস লিমিটেড, ভৈরব বাজার, ময়মনসিংহ, ৬। সিদ্দিকুর রহমান, পাকিস্তান জুট মিলস লিমিটেড, ঘোড়াশাল, ঢাকা, ৭। সৈয়দ নূরুন্নবী কবীর, পূর্ব পাকিস্তান জুট মিলস লিমিটেড, আমীনাবাদ, কালিগঞ্জ, ঢাকা। ৮। সিরাজুল ইসলাম, মনোয়ার জুট মিলস, সিদ্ধিরগঞ্জ, ঢাকা, ৯। কাজী জহুরুল ইসলাম, নওয়াব আবদুল মালেক, জুট মিলস লিমিটেড, নওয়াব নগর, কাঞ্চন, ঢাকা, ১০। মঞ্জুরুল ইসলাম, অ্যালায়েড জুট মিলস লিমিটেড, কাঞ্চন, ঢাকা, ১১। মি. ডব্লিউ, আর, ম্যাথেসন, কার্পোরেটিং জুট মিলস লিমিটেড, নওয়াবপাড়া, যশোর, ১২। ডব্লিউ, আর, ম্যাথেসন, পূর্বাঞ্চল জুট মিলস, মহাকল, নওয়াবপাড়া, যশোর, ১৩। মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, আমীন জুট মিলস, ষোল শহর, চট্টগ্রাম, ১৪। মনসুর আহমদ, হাফেজ জুট মিলস লিমিটেড, সোনাইচরী, চট্টগ্রাম, ১৫। এ, কে, জে, ইসলাম, এস, এম, এম, জুট মিলস লিমিটেড, বনসবাড়ি, চট্টগ্রাম, ১৬। এ, ইসলাম, আর, আর, জুট মিলস লিমিটেড, বনসবাড়ি, চট্টগ্রাম, ১৭। হারুন-উর-রশীদ, দাউদ জুট মিলস লিমিটেড, কালুরঘাট, চট্টগ্রাম, ১৮। মোহাম্মদ নূরুল হক ভূঁইয়া , ইউনাইটেড জুট মিলস, মেঘনা জুট মিলস অ্যান্ড চাঁদপুর জুট মিলস, নরসিংদী, ঢাকা, ১৯। মোহাম্মদ আবদুল মান্নান, চিটাগং জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কালুরঘাট, চট্টগ্রাম।

টঙ্গী : বৃহস্পতিবার টঙ্গী শিল্পাঞ্চলের কোহিনুর ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ও ঢাকা ডাইং এর দুটি পৃথক পৃথক শ্রমিক সভায় বক্তৃতা প্রসঙ্গে ঢাকা সদর উত্তর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মােজাম্মেল হক শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শ “মুজিববাদ” কায়েমের জন্য জাতীয় শ্রমিক লীগের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান। তিনি অবিলম্বে টঙ্গী এলাকার সমস্ত কারখানা চালু করে শ্রমিক সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাসান উদ্দিন সরকার।

দালালীর অভিযোগে বরিশালে ৬৫৩ জন গ্রেফতার

বরিশাল। সম্প্রতি বরিশাল জেলায় পাকিস্তান বর্বরবাহিনীর সঙ্গে সক্রিয় সহযোগিতার অভিযোগে সর্বমোট ৬৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তথাকথিত শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুর রব অ্যাডভোকেট, সাবেক মুসলিম লীগের স্থানীয় প্রেসিডেন্ট শমসের আলী অ্যাডভোকেট, স্থানীয় মসজিদের ইমাম সালেহ আহমদ রয়েছেন। লুটতরাজ, অগ্নিসংযোগ ও সাধারণ মানুষের ওপর পাকিস্তান বর্বরবাহিনী অমানুষিক নির্যাতনের সময় উপরোক্ত ব্যক্তিগণ সহযোগিতা করে বলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে অচিরেই উক্ত অভিযোগে তাদের বিচার করা হবে।”

সূত্র : দিনলিপি, বঙ্গবন্ধুর শাসন সময়, ১৯৭২