রাজনীতিতে আ’লীগ দেউলিয়া হয়ে গেছে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে। তাই তারা ঢাকা সিটির নির্বাচনের মাঠ থেকে বিএনপিকে সরাতে দলীয় প্রার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।

গতকাল বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে গিয়ে জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন, বিএনপির নেতা সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আমিনুল হক, জিএম সিরাজ, নাজিমউদ্দিন আলম, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার, সাইফুল ইসলাম নিরব, ২০ দলীয় জোট নেতা লেবার পাটির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচন থেকে সরে যেতে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। শারীরিক আক্রমণ পর্যন্ত করা হয়েছে তাবিথ আউয়ালের ওপর, ইশরাকের মিছিলে আক্রমণ করা হয়েছে। আওয়ামী লীগ এতই দেউলিয়া হয়ে গেছে, যে বিএনপির প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে তাদের এখন মামলা-মোকদ্দমার আশ্রয় নেয়ার চেষ্টা করতে হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন। যে কারণে একটার পর একটা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে তাদের বিজয়কে আপনারা বন্ধ করতে চাচ্ছেন বা প্রতিরোধ করতে চাচ্ছেন। কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গ্রেফতার হন। পরে তার বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যান। সেখানে অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে তিনি মারা যান।

শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ , ১১ মাঘ ১৪২৬, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

রাজনীতিতে আ’লীগ দেউলিয়া হয়ে গেছে ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক |

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে। তাই তারা ঢাকা সিটির নির্বাচনের মাঠ থেকে বিএনপিকে সরাতে দলীয় প্রার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।

গতকাল বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে গিয়ে জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন, বিএনপির নেতা সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আমিনুল হক, জিএম সিরাজ, নাজিমউদ্দিন আলম, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার, সাইফুল ইসলাম নিরব, ২০ দলীয় জোট নেতা লেবার পাটির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচন থেকে সরে যেতে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। শারীরিক আক্রমণ পর্যন্ত করা হয়েছে তাবিথ আউয়ালের ওপর, ইশরাকের মিছিলে আক্রমণ করা হয়েছে। আওয়ামী লীগ এতই দেউলিয়া হয়ে গেছে, যে বিএনপির প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে তাদের এখন মামলা-মোকদ্দমার আশ্রয় নেয়ার চেষ্টা করতে হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন। যে কারণে একটার পর একটা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে তাদের বিজয়কে আপনারা বন্ধ করতে চাচ্ছেন বা প্রতিরোধ করতে চাচ্ছেন। কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গ্রেফতার হন। পরে তার বিরুদ্ধে মামলা দেয়া হয় এবং তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যান। সেখানে অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে তিনি মারা যান।