বাণিজ্যমেলার সময় বাড়তে পারে তিন দিন

ব্যবসায়ীরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) সময় সাত দিন বৃদ্ধির আবেদন করলেও সর্বোচ্চ তিন দিন বৃদ্ধি হতে পারে বলে আভাস দিয়েছে ইপিবি। ইপিবি বলছে, ইতিমধ্যে এক দিন বন্ধ রাখা হয়েছে, নির্বাচন উপলক্ষে বন্ধ থাকতে পারে আরও এক দিন। সে হিসেবে দুই দিন স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা সুযোগ পাবেন। এর সঙ্গে এক দিন বৃদ্ধি করে সর্বোচ্চ তিন দিন হতে পারে।

ইপিবি সূত্র জানায়, বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হওয়া বাণিজ্যমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে এরই মধ্যে গত ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেলা বন্ধ রাখা হয়।

একইভাবে মেলার শেষ দিন আগামী শুক্রবারও (৩১ জানুয়ারি) বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধ রাখা হতে পারে। কারণ, ১ ফেরুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ভোট নেয়া হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোটের আগের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি নির্বাচনী এলাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সে ক্ষেত্রে ওই দিন মেলা চালু থাকার সম্ভাবনা কম।

সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ , ১৩ মাঘ ১৪২৬, ১ জমাদিউস সানি ১৪৪১

বাণিজ্যমেলার সময় বাড়তে পারে তিন দিন

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

ব্যবসায়ীরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) সময় সাত দিন বৃদ্ধির আবেদন করলেও সর্বোচ্চ তিন দিন বৃদ্ধি হতে পারে বলে আভাস দিয়েছে ইপিবি। ইপিবি বলছে, ইতিমধ্যে এক দিন বন্ধ রাখা হয়েছে, নির্বাচন উপলক্ষে বন্ধ থাকতে পারে আরও এক দিন। সে হিসেবে দুই দিন স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা সুযোগ পাবেন। এর সঙ্গে এক দিন বৃদ্ধি করে সর্বোচ্চ তিন দিন হতে পারে।

ইপিবি সূত্র জানায়, বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হওয়া বাণিজ্যমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে এরই মধ্যে গত ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেলা বন্ধ রাখা হয়।

একইভাবে মেলার শেষ দিন আগামী শুক্রবারও (৩১ জানুয়ারি) বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধ রাখা হতে পারে। কারণ, ১ ফেরুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ভোট নেয়া হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোটের আগের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি নির্বাচনী এলাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সে ক্ষেত্রে ওই দিন মেলা চালু থাকার সম্ভাবনা কম।