শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ-এর চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। ৩৮তম বার্ষিক সাধারণ সভায় শনিবার তিনি নির্বাচিত হন। এজিএম রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ড. আরএম দেবনাথ ২০২০ এবং ২০২১ মেয়াদের নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকরা হলেন (১) চেয়ারম্যান- মো. রেজাউল করিম, স্বত্বাধিকারী, এসএন জুট ইন্টারন্যাশনাল (২) সিনিয়র ভাইস চেয়ারম্যান- মো. আরিফুল আহ্সান, চেয়ারম্যান, সিল্ক কন্টেইনার লাইন্স লি. (৩) ভাইস চেয়ারম্যান- মো. মুনির হোসেন, পরিচালক, ড্রেস ওয়ার্ল্ড লি. এবং পরিচালকরা হলেন-(১) আরজু রহমান ভূঁইয়া, স্বত্বাধিকারী, আরজু জুট ট্রেডার্স (২) কামরান উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল জুট ট্রেডিং লি. (৩) একেএম আমিনুল মান্নান (খোকন), স্বত্বাধিকারী, ইস্ট ওয়েস্ট জুট ট্রেডিং কো. (৫) সৈয়দ মো. বখতিয়ার, চেয়ারম্যান, অ্যাকটিভ লজিস্টিক্স (৬) মো. নুরুসছাফা বাবু, পরিচালক, ইলেক্ট্রো মার্ট লি. (৭) জিয়াউল ইসলাম, পার্টনার, এমএস ফ্যাশন্স (৮) গণেশ চন্দ্র সাহা, ম্যানেজিং পার্টনার, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স ও (৯) আতাউর রহমান খান, স্বত্বাধিকারী, এআর খান অ্যান্ড কো.।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ , ১৬ মাঘ ১৪২৬, ৪ জমাদিউস সানি ১৪৪১

শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ-এর চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। ৩৮তম বার্ষিক সাধারণ সভায় শনিবার তিনি নির্বাচিত হন। এজিএম রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ড. আরএম দেবনাথ ২০২০ এবং ২০২১ মেয়াদের নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকরা হলেন (১) চেয়ারম্যান- মো. রেজাউল করিম, স্বত্বাধিকারী, এসএন জুট ইন্টারন্যাশনাল (২) সিনিয়র ভাইস চেয়ারম্যান- মো. আরিফুল আহ্সান, চেয়ারম্যান, সিল্ক কন্টেইনার লাইন্স লি. (৩) ভাইস চেয়ারম্যান- মো. মুনির হোসেন, পরিচালক, ড্রেস ওয়ার্ল্ড লি. এবং পরিচালকরা হলেন-(১) আরজু রহমান ভূঁইয়া, স্বত্বাধিকারী, আরজু জুট ট্রেডার্স (২) কামরান উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল জুট ট্রেডিং লি. (৩) একেএম আমিনুল মান্নান (খোকন), স্বত্বাধিকারী, ইস্ট ওয়েস্ট জুট ট্রেডিং কো. (৫) সৈয়দ মো. বখতিয়ার, চেয়ারম্যান, অ্যাকটিভ লজিস্টিক্স (৬) মো. নুরুসছাফা বাবু, পরিচালক, ইলেক্ট্রো মার্ট লি. (৭) জিয়াউল ইসলাম, পার্টনার, এমএস ফ্যাশন্স (৮) গণেশ চন্দ্র সাহা, ম্যানেজিং পার্টনার, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স ও (৯) আতাউর রহমান খান, স্বত্বাধিকারী, এআর খান অ্যান্ড কো.।