টাঙ্গাইলে তিন ছাত্রী ধর্ষণ : ৩ জনের স্বীকারোক্তি

টাঙ্গাইলের ঘাটাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আরেক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গত বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত জবানবন্দী লিপিবদ্ধ করেন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জবানবন্দী দেয়া ওই আসামির নাম রাসেল (২২)। তিনি ঘাটাইল উপজেলার সন্ধ্যানপুর গ্রামের শুকুর মাহমুদের ছেলে। এর আগে দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে আনা হয়।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এ মামলায় মোট ৪ জনের মধ্যে ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতাকৃত ২ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এছাড়া অপর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই দিন সন্ধ্যার দিকে ধর্ষণের শিকার ওই ৩ স্কুল ছাত্রী এবং তাদের অপর বান্ধবী স্বাক্ষী হিসেবে আদালতে ২২ ধারায় জবানবন্দী দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন মাহবুব এবং ফারজানা হাসানাত তাদের জবানবন্দী লিপিবব্ধ করেন।

শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ , ১৭ মাঘ ১৪২৬, ৫ জমাদিউল সানি ১৪৪১

টাঙ্গাইলে তিন ছাত্রী ধর্ষণ : ৩ জনের স্বীকারোক্তি

জেলা বার্তা পরিবেশক, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আরেক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গত বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত জবানবন্দী লিপিবদ্ধ করেন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জবানবন্দী দেয়া ওই আসামির নাম রাসেল (২২)। তিনি ঘাটাইল উপজেলার সন্ধ্যানপুর গ্রামের শুকুর মাহমুদের ছেলে। এর আগে দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে আনা হয়।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এ মামলায় মোট ৪ জনের মধ্যে ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতাকৃত ২ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এছাড়া অপর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই দিন সন্ধ্যার দিকে ধর্ষণের শিকার ওই ৩ স্কুল ছাত্রী এবং তাদের অপর বান্ধবী স্বাক্ষী হিসেবে আদালতে ২২ ধারায় জবানবন্দী দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন মাহবুব এবং ফারজানা হাসানাত তাদের জবানবন্দী লিপিবব্ধ করেন।