নববর্ষে বাংলাভিশনের দুই নাটক

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভিশনে আজ থাকছে বিশেষ দুই নাটক। নাটক ‘ছোট পরিবার আবশ্যক’ প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। জুলফিকার ইসলাম শিশিরের রচনায় এটি যৌথভাবে পরিচালনা করেছেন নাট্যকার ও আতিফ আসলাম বাবলু। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। নাটকের গল্পে দেখা যাবে, তৌসিফ ও সাফা দম্পতি বড় ফ্ল্যাটে থাকে। ভাড়া বেশি হওয়াতে তারা এক রুম সাবলেট দেওয়ার পরিকল্পনা করে। এক দম্পতি ভাড়া নিতে এলে তারা শর্ত দেয়, শুধু স্বামী-স্ত্রী থাকতে পারবেন। কিন্তু তারা তা করে না। সঙ্গে ছোট এক বাচ্চাকে নিয়ে হাজির হয়। শুরু হয় নানা সংঘাত আর মজার ঘটনা। ঢাকা শহরের নিত্য ঘটনার একটি এই সাবলেট। নাটকটিতে আরও অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী, সমাপ্তি মাশুক, সিমান্তী প্রমুখ। বিশেষ নাটক ‘এক বৈশাখী ভোরে’ প্রচার রাত ৯টা ১০ মিনিটে। সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শিল্পী সরকার অপু, মাসুদ হারুণ প্রমুখ।

নাটকের গল্পে, মোশাররফ করিম পহেলা বৈশাখে তার এক বন্ধুর বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে বন্ধুর বোনকে পছন্দ করে। আজ তাকে ভালোবাসার কথা জানাবে। ইজি বাইক বিজার্ভ করে বন্ধুর বাসায় যাওয়ার পথে মম গাড়ি থামিয়ে সেই ইজি বাইকে ওঠে। ড্রাইভার বলে এই গাড়ি রিজার্ভ করা, আপনি নেমে যান। তখন মোশাররফ করিম বলে, উনি মনে হয় বিপদে পড়েছেন। ঠিক আছে চলেন। কিছুদূর যাওয়ার পর এক ব্রিজে কাছে ইজি বাইক থামিয়ে মম নেমে যায়। মম মোশাররফ করিমকে বলে, আমার আজ বিয়ে কিন্তু আমি বাসা থেকে পালিয়েছি। আমি একটি ছেলেকে পছন্দ করি। ছেলেটি এখানে আসবে বলেছে। আমি একা, আপনি কিছুক্ষণ এখানে থাকেন। এগিয়ে চলে নাটকের গল্প।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ , ১ বৈশাখ ১৪২৭, ১৯ শাবান ১৪৪১

নববর্ষে বাংলাভিশনের দুই নাটক

বিনোদন প্রতিবেদক |

image

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভিশনে আজ থাকছে বিশেষ দুই নাটক। নাটক ‘ছোট পরিবার আবশ্যক’ প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। জুলফিকার ইসলাম শিশিরের রচনায় এটি যৌথভাবে পরিচালনা করেছেন নাট্যকার ও আতিফ আসলাম বাবলু। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। নাটকের গল্পে দেখা যাবে, তৌসিফ ও সাফা দম্পতি বড় ফ্ল্যাটে থাকে। ভাড়া বেশি হওয়াতে তারা এক রুম সাবলেট দেওয়ার পরিকল্পনা করে। এক দম্পতি ভাড়া নিতে এলে তারা শর্ত দেয়, শুধু স্বামী-স্ত্রী থাকতে পারবেন। কিন্তু তারা তা করে না। সঙ্গে ছোট এক বাচ্চাকে নিয়ে হাজির হয়। শুরু হয় নানা সংঘাত আর মজার ঘটনা। ঢাকা শহরের নিত্য ঘটনার একটি এই সাবলেট। নাটকটিতে আরও অভিনয় করেছেন নুসরাত জান্নাত রুহী, সমাপ্তি মাশুক, সিমান্তী প্রমুখ। বিশেষ নাটক ‘এক বৈশাখী ভোরে’ প্রচার রাত ৯টা ১০ মিনিটে। সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শিল্পী সরকার অপু, মাসুদ হারুণ প্রমুখ।

নাটকের গল্পে, মোশাররফ করিম পহেলা বৈশাখে তার এক বন্ধুর বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে বন্ধুর বোনকে পছন্দ করে। আজ তাকে ভালোবাসার কথা জানাবে। ইজি বাইক বিজার্ভ করে বন্ধুর বাসায় যাওয়ার পথে মম গাড়ি থামিয়ে সেই ইজি বাইকে ওঠে। ড্রাইভার বলে এই গাড়ি রিজার্ভ করা, আপনি নেমে যান। তখন মোশাররফ করিম বলে, উনি মনে হয় বিপদে পড়েছেন। ঠিক আছে চলেন। কিছুদূর যাওয়ার পর এক ব্রিজে কাছে ইজি বাইক থামিয়ে মম নেমে যায়। মম মোশাররফ করিমকে বলে, আমার আজ বিয়ে কিন্তু আমি বাসা থেকে পালিয়েছি। আমি একটি ছেলেকে পছন্দ করি। ছেলেটি এখানে আসবে বলেছে। আমি একা, আপনি কিছুক্ষণ এখানে থাকেন। এগিয়ে চলে নাটকের গল্প।