পণ্য উৎপাদন পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখার নির্দেশ

নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্য দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর উৎপাদন, পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখতে সহযোগিতা দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এই নির্দেশনাটি পরিপালনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সেনা সদর দফতরের আর্মড ফোর্সেস ডিভিশন, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক, সব পলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাবিকো বাংলাদেশ লিমিটেড দেশের অন্যতম ভোজ্যতেল এডিবল অয়েল, হ্যান্ড স্যানিটাইজার, শিশুদের পণ্য, বিভিন্ন প্রসাধন সামগ্রী উৎপাদন, আমদানিকারক, ও সরবরাহকারী প্রতিষ্ঠান। করোনা প্রার্দুভাবের প্রেক্ষাপটে বর্ণিত পণ্য সমূহের মূল্য স্থিতিশীল রাখতে এর উৎপাদন, পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখা একান্ত আবশ্যক।

সোমবার, ২০ এপ্রিল ২০২০ , ৭ বৈশাখ ১৪২৭, ২৫ শাবান ১৪৪১

পণ্য উৎপাদন পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখার নির্দেশ

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্য দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর উৎপাদন, পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখতে সহযোগিতা দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এই নির্দেশনাটি পরিপালনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সেনা সদর দফতরের আর্মড ফোর্সেস ডিভিশন, নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক, সব পলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাবিকো বাংলাদেশ লিমিটেড দেশের অন্যতম ভোজ্যতেল এডিবল অয়েল, হ্যান্ড স্যানিটাইজার, শিশুদের পণ্য, বিভিন্ন প্রসাধন সামগ্রী উৎপাদন, আমদানিকারক, ও সরবরাহকারী প্রতিষ্ঠান। করোনা প্রার্দুভাবের প্রেক্ষাপটে বর্ণিত পণ্য সমূহের মূল্য স্থিতিশীল রাখতে এর উৎপাদন, পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখা একান্ত আবশ্যক।