বান্দরবানে লকডাউন কঠোর প্রশাসন

করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা ও পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। গত বুধবার দুপুর থেকে রেড জোন কার্যকর করতে চলছে লকডাউন। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বান্দরবান জেলা শহরে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। জেলা সদরের সঙ্গে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন।

রুমা উপজেলাতে লকডাউনে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। হঠাৎ করে করোনা বান্দরবানে করোনা রোগী সংখ্যা বেড়ে যাওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। লকডাউনে জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। ‘রেড জোন’ হিসেবে ঘোষণার কারণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামীম হোসেন বলেন, জেলার ঝুঁকি এড়াতে রেড জোন ঘোষণা দিয়ে লকডাউন করেছে প্রশাসন। লকডাউনের আওতায় থাকা এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত বন্ধ থাকার পাশাপাশি কাঁচা বাজার, মুদি দোকান, মার্কেটগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। বন্ধ থাকবে ব্যক্তিগত ও যেকোনও ধরনের গণপরিবহন।

শুক্রবার, ১২ জুন ২০২০ , ২৯ জৈষ্ঠ ১৪২৭, ১৯ শাওয়াল ১৪৪১

বান্দরবানে লকডাউন কঠোর প্রশাসন

প্রতিনিধি, বান্দরবান

করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা ও পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। গত বুধবার দুপুর থেকে রেড জোন কার্যকর করতে চলছে লকডাউন। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বান্দরবান জেলা শহরে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। জেলা সদরের সঙ্গে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন।

রুমা উপজেলাতে লকডাউনে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। হঠাৎ করে করোনা বান্দরবানে করোনা রোগী সংখ্যা বেড়ে যাওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। লকডাউনে জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। ‘রেড জোন’ হিসেবে ঘোষণার কারণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামীম হোসেন বলেন, জেলার ঝুঁকি এড়াতে রেড জোন ঘোষণা দিয়ে লকডাউন করেছে প্রশাসন। লকডাউনের আওতায় থাকা এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত বন্ধ থাকার পাশাপাশি কাঁচা বাজার, মুদি দোকান, মার্কেটগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। বন্ধ থাকবে ব্যক্তিগত ও যেকোনও ধরনের গণপরিবহন।