মংলা বন্দরে চীনা প্রকৌশলীর মৃত্যু

বাগেরহাটের মংলা বন্দরে জাহাজের প্রধান প্রকৌশলী ফ্যান হংজি (৪৩) নামে এক চীনা নাগরিক অসুস্থ হয়ে মারা গেছেন। গত বুধবার দিনগত রাত ২টা ২০ মিনিটে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে সিংঙ্গাপুরের পতাকাবাহি ইপিক সেন্ট কিটস্ নামের একটি বাণিজ্যিক জাহাজে তার মৃত্যু হয়। তিনি এই জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে বিদেশী নাগরিক ফ্যান হংজির লাশের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফ্যান হংজির মৃত্যু হয়েছে বলে বন্দরের মেডিকেল টিম প্রাথমিকভাবে ধারনা করছে। তবে ময়না তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন এ প্রতিবেদককে বলেন, জাহাজটির প্রধান প্রকৌশলী অসুস্থ হয়ে পড়ার সংবাদে আমরা আমাদের একটি চিকিৎসক দল জাহাজে পাঠাই। চিকিৎসক দল সেখানে পৌঁছে নানা পরীক্ষা নিরীক্ষার পর রাত ২টা ২০ মিনিটে জাহাজের প্রধান প্রকৌশলী ফ্যান হংজিকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার, ১২ জুন ২০২০ , ২৯ জৈষ্ঠ ১৪২৭, ১৯ শাওয়াল ১৪৪১

মংলা বন্দরে চীনা প্রকৌশলীর মৃত্যু

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মংলা বন্দরে জাহাজের প্রধান প্রকৌশলী ফ্যান হংজি (৪৩) নামে এক চীনা নাগরিক অসুস্থ হয়ে মারা গেছেন। গত বুধবার দিনগত রাত ২টা ২০ মিনিটে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে সিংঙ্গাপুরের পতাকাবাহি ইপিক সেন্ট কিটস্ নামের একটি বাণিজ্যিক জাহাজে তার মৃত্যু হয়। তিনি এই জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে বিদেশী নাগরিক ফ্যান হংজির লাশের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফ্যান হংজির মৃত্যু হয়েছে বলে বন্দরের মেডিকেল টিম প্রাথমিকভাবে ধারনা করছে। তবে ময়না তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন এ প্রতিবেদককে বলেন, জাহাজটির প্রধান প্রকৌশলী অসুস্থ হয়ে পড়ার সংবাদে আমরা আমাদের একটি চিকিৎসক দল জাহাজে পাঠাই। চিকিৎসক দল সেখানে পৌঁছে নানা পরীক্ষা নিরীক্ষার পর রাত ২টা ২০ মিনিটে জাহাজের প্রধান প্রকৌশলী ফ্যান হংজিকে মৃত ঘোষণা করেন।