১০ জেলায় নতুন শনাক্ত ১৬২

কিশোরগঞ্জে ১০

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন আরও ১০ জনের কোভিড-১৯ ধরা পড়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮ জন, হোসেনপুরে একজন, আর পাকুন্দিয়ায় একজন। তবে সুস্থ হয়েছেন ১৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত বুধবার রাতে পাওয়া ১৪০টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ১০টির পাশাপাশি পুরনো ৪টি নমুনা আবারো পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ১২৬টি নমুনা। আর এদিন সুস্থ হয়েছে তাড়াইলের ১৩ জন। বুধবার আইসোলেশনে ছিলেন ৭২০ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১০৫ জন।

কক্সবাজারে ৮৯

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারে নতুন করে এক রোহিঙ্গাসহ ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জন রোহিঙ্গাসহ ২ হাজার ২৮৭ জনে। ২৪ জুন রাতে কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়–য়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেলায় নতুন আক্রান্ত ৮৯ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৬৩ জন, রামু উপজেলার ৫ জন, উখিয়া উপজেলার ৪ জন, টেকনাফ উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ৫ জন, পেকুয়া উপজেলার ২ জন, মহেশখালী উপজেলার ১ জন, ও কুতুবদিয়া উপজেলার ৭ জন বাসিন্দা রয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের ১ জন বাসিন্দাও রয়েছে। কক্সবাজার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৪৭ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৮৭ জনে।

নবাবগঞ্জে ৫

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন রিইনফেকশন-সহ ১ জন কলাকোপা, ১ জন আগলা, ১ জন মরিচা ও ১ জন গালিমপুরের বাসিন্দা। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৫৮ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

কোটালীপাড়ায় ১

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার শরীরে বুধবার রাতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারপর থেকে তিনি নিজের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

জীবননগর ৭

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর ইসলামী ব্যাংকের আরো ৬ কর্মকর্তাসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দু’দিন আগেও ওই শাখার আরও ৫ কর্মকর্তা আক্রান্ত হন। এর পর থেকে ওই শাখার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৩ জনে।

বাগেরহাটে ৯

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে ব্যাংক ম্যানেজার, সংবাদকর্মী ও স্বাস্থ্য সহকারীসহ নতুন করে আরও ৯ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বাগেরহাট জেলায় মোট ১৫৮ জন ব্যক্তি করোনা পজেটিভ হয়েছেন। জেলার শরণখোলা উপজেলায় জনতা ব্যাংক ম্যানেজার ও একজন স্বাস্থ্য সহকারী, আর চিতলমারী উপজেলায় একজন সংবাদ কর্মী রয়েছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির বৃহস্পতিবার দুপুরে জানান, খুলনা ল্যাব থেকে ২ জন ও যশোর থেকে ৭ জন মোট ৯ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। সব মিলিয়ে জেলায় মোট ১৫৮ জন করোনা পজেটিভ হয়েছেন।

সোনারগাঁয়ে ১১

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। গত বুধবার পর্যন্ত নতুন ১১ জনসহ এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮১ জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবশেষ (বুধবার) পাওয়া তথ্যমতে সোনারগাঁয়ে নতুন ১১ জনের মধ্যে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। পিরোজপুর, নোয়াগাঁও, শম্ভুপুরা ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকার মিলিয়ে যে ১১ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন।

ছাতকে ৮

প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। এ নিয়ে এখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জনে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে বুধবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ১ জন মহিলা ডাক্তার, ১ জন মেডিকেল রিপ্রেজেনটেটিভ রয়েছেন। অন্যদের মধ্যে শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার ৪ জন, ম-লীভোগ এলাকার ভাড়াটে বাসিন্দা ১ জন ও লাফার্জ হোলসিম কারখানার ১ জন রয়েছেন। এ উপজেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৪২ জন।

কলারোয়ায় ২

প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়া সরকারী হাসপাতালের আরএমও এবং একজন ওষুধ কোম্পানি রিপ্রেজেনটেটিভের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গত বুধবার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাক্তার শফিকুল ইসলাম (৩৫) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা শনাক্ত অপর ব্যক্তি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ স্কয়ার ফার্মাসিউটিক্যালের সাইদুর রহমান শাহেদ (৩৫)।

বুধবার তাদের এই রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার জিয়াউর রহমান। তিনি জানান, এ পর্যন্ত উপজেলায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে চন্দনপুর ইউনিয়নের ৬ জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১০ জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে ৪, দেয়াড়া ইউনিয়নে ৩, জালালাবাদে ১, লাঙ্গলঝাড়ায় ১ পৌরসভাধীন এলাকায় ভাড়া বাসা থাকতেন ও কেঁড়াগাছি ইউনিয়নে ১ জনসহ মোট ১০ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত রয়েছেন। তবে এদের মধ্যে পুলিশের একজন এএসআই সহ পৌরসদরের দুই ব্যক্তিকে সাতক্ষীরায় আইসোলেশনে আছেন।

মির্জাপুরে ২০

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় স্বামী-স্ত্রী ও ভাই বোনসহ নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ১৪৫ জন করোনায় সংক্রমিত হলেন।

গতকাল সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। উল্লেখ্য, মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে গত ১৬ জুন থেকে পৌরসভার তিন নং ওয়ার্ডে (বাজার এলাকা) লকডাউন চলছে। আগামী ২ জুলাই পর্যন্ত তা চলবে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

শুক্রবার, ২৬ জুন ২০২০ , ১২ আষাঢ় ১৪২৭, ৪ জিলকদ ১৪৪১

১০ জেলায় নতুন শনাক্ত ১৬২

কিশোরগঞ্জে ১০

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন আরও ১০ জনের কোভিড-১৯ ধরা পড়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮ জন, হোসেনপুরে একজন, আর পাকুন্দিয়ায় একজন। তবে সুস্থ হয়েছেন ১৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত বুধবার রাতে পাওয়া ১৪০টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ১০টির পাশাপাশি পুরনো ৪টি নমুনা আবারো পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ১২৬টি নমুনা। আর এদিন সুস্থ হয়েছে তাড়াইলের ১৩ জন। বুধবার আইসোলেশনে ছিলেন ৭২০ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১০৫ জন।

কক্সবাজারে ৮৯

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারে নতুন করে এক রোহিঙ্গাসহ ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জন রোহিঙ্গাসহ ২ হাজার ২৮৭ জনে। ২৪ জুন রাতে কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়–য়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেলায় নতুন আক্রান্ত ৮৯ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৬৩ জন, রামু উপজেলার ৫ জন, উখিয়া উপজেলার ৪ জন, টেকনাফ উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ৫ জন, পেকুয়া উপজেলার ২ জন, মহেশখালী উপজেলার ১ জন, ও কুতুবদিয়া উপজেলার ৭ জন বাসিন্দা রয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের ১ জন বাসিন্দাও রয়েছে। কক্সবাজার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৪৭ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৮৭ জনে।

নবাবগঞ্জে ৫

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন রিইনফেকশন-সহ ১ জন কলাকোপা, ১ জন আগলা, ১ জন মরিচা ও ১ জন গালিমপুরের বাসিন্দা। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২৫৮ জন।

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

কোটালীপাড়ায় ১

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার শরীরে বুধবার রাতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারপর থেকে তিনি নিজের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

জীবননগর ৭

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর ইসলামী ব্যাংকের আরো ৬ কর্মকর্তাসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দু’দিন আগেও ওই শাখার আরও ৫ কর্মকর্তা আক্রান্ত হন। এর পর থেকে ওই শাখার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৩ জনে।

বাগেরহাটে ৯

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে ব্যাংক ম্যানেজার, সংবাদকর্মী ও স্বাস্থ্য সহকারীসহ নতুন করে আরও ৯ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বাগেরহাট জেলায় মোট ১৫৮ জন ব্যক্তি করোনা পজেটিভ হয়েছেন। জেলার শরণখোলা উপজেলায় জনতা ব্যাংক ম্যানেজার ও একজন স্বাস্থ্য সহকারী, আর চিতলমারী উপজেলায় একজন সংবাদ কর্মী রয়েছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির বৃহস্পতিবার দুপুরে জানান, খুলনা ল্যাব থেকে ২ জন ও যশোর থেকে ৭ জন মোট ৯ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। সব মিলিয়ে জেলায় মোট ১৫৮ জন করোনা পজেটিভ হয়েছেন।

সোনারগাঁয়ে ১১

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। গত বুধবার পর্যন্ত নতুন ১১ জনসহ এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮১ জনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবশেষ (বুধবার) পাওয়া তথ্যমতে সোনারগাঁয়ে নতুন ১১ জনের মধ্যে করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। পিরোজপুর, নোয়াগাঁও, শম্ভুপুরা ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকার মিলিয়ে যে ১১ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন।

ছাতকে ৮

প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। এ নিয়ে এখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জনে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে বুধবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ১ জন মহিলা ডাক্তার, ১ জন মেডিকেল রিপ্রেজেনটেটিভ রয়েছেন। অন্যদের মধ্যে শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার ৪ জন, ম-লীভোগ এলাকার ভাড়াটে বাসিন্দা ১ জন ও লাফার্জ হোলসিম কারখানার ১ জন রয়েছেন। এ উপজেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৪২ জন।

কলারোয়ায় ২

প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়া সরকারী হাসপাতালের আরএমও এবং একজন ওষুধ কোম্পানি রিপ্রেজেনটেটিভের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গত বুধবার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাক্তার শফিকুল ইসলাম (৩৫) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা শনাক্ত অপর ব্যক্তি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ স্কয়ার ফার্মাসিউটিক্যালের সাইদুর রহমান শাহেদ (৩৫)।

বুধবার তাদের এই রিপোর্ট আসার বিষয়টি নিশ্চিত করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার জিয়াউর রহমান। তিনি জানান, এ পর্যন্ত উপজেলায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে চন্দনপুর ইউনিয়নের ৬ জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১০ জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে ৪, দেয়াড়া ইউনিয়নে ৩, জালালাবাদে ১, লাঙ্গলঝাড়ায় ১ পৌরসভাধীন এলাকায় ভাড়া বাসা থাকতেন ও কেঁড়াগাছি ইউনিয়নে ১ জনসহ মোট ১০ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত রয়েছেন। তবে এদের মধ্যে পুলিশের একজন এএসআই সহ পৌরসদরের দুই ব্যক্তিকে সাতক্ষীরায় আইসোলেশনে আছেন।

মির্জাপুরে ২০

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় স্বামী-স্ত্রী ও ভাই বোনসহ নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ১৪৫ জন করোনায় সংক্রমিত হলেন।

গতকাল সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। উল্লেখ্য, মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে গত ১৬ জুন থেকে পৌরসভার তিন নং ওয়ার্ডে (বাজার এলাকা) লকডাউন চলছে। আগামী ২ জুলাই পর্যন্ত তা চলবে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।