৮ জেলায় আক্রান্ত ৪৪৯

বাগেরহাটে ৮

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে নতুন করে আরও আটজন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চিতলমারী উপজেলায় করোনার নমুনা সংগ্রহকারীসহ নতুন ৬ জন রয়েছেন। এখানে একটি ক্লিনিকের স্টাফের মাধ্যমে তার স্ত্রী ও মেয়ে করোনা পজিটিভ বলে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন জানান।

এছাড়া ওই ক্লিনিকের অপর স্টাফের পিতা-মাতা ও ভাই পজেটিভ হয়েছেন। চিতলমারী উপজেলায় এখন মোট ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত বাগেরহাট জেলায় মোট ১৬৬ জন ব্যাক্তি করোনা পজেটিভ হয়েছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির বৃহস্পতিবার দুপুরে জানান, খুলনা ল্যাব থেকে ৩ জন ও যশোর থেকে ৫ জন মোট ৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। সব মিলিয়ে জেলায় মোট ১৬৬ জন করোনা পজেটিভ হয়েছেন।

নওগাঁয় ৩২৫

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় নতুন করে আরও ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রানীনগর উপজেলায় ২জনের শরীরে ২য় বারের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত বৃহস্পতিবার নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য জানান।

নতুন আক্রান্ত ৮৭ জন নিয়ে নওগাঁ জেলায় কোভিড-১৯- এ আক্রান্ত রোগীর সংখ্যা এখন তিনশো ছাড়লো। নতুন ৮৭ জনসহ নওগাঁয় মোট ৩২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। শুধু নওগাঁ সদর উপজেলাতেই ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ল্যাবে পরীক্ষা হওয়া ২৮৯ জনের নমুনার ফলাফল ই-মেইলে আসে। এর মধ্যে ৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। নতুন আক্রান্ত ৮৭ জনসহ মোট ৩২৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৪৪জন, রানীনগরে আগের দুজনসহ ২৯ জন, মান্দায় ১৭জন, মহাদেবপুরে ২৭, বদলগাছিতে ২৫, ধামুইরহাটে ৮, সাপাহারে ২২, পোরশায় ৯, নিয়ামতপুরে ১২, পতœীতলায় ১৯ এবং আত্রাইয়ে ১১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন এবং মৃত্যু বরণ করেছেন চারজন।

সোনারগাঁয়ে ১৮

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার পর্যন্ত) নতুন করে আরও ১৮ জন শনাক্ত হয়েছেন মহামারী এ ভাইরাসে। নতুন ১৮ জনসহ এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবশেষ (বৃহস্পতিবার দুপুরের পর) পাওয়া তথ্যমতে সোনারগাঁয়ে নতুন আরো ১৮ জনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। পিরোজপুর, কাঁচপুর, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকার মিলিয়ে যে ১৮ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন। এই পর্যন্ত ১৮৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হয়। যার মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৪ জনে। এরমধ্যে মারা গেছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ২৩২ জন।

মির্জাপুরে ১০

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় দুই পুলিশ সদস্যসহ নতুন করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ১৫৫ জন করোনায় সংক্রমিত হলেন।

গতকাল শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ জুন ১৫টি সংগৃহীত নমুনা ঢাকার আই পি এইচ ল্যাবে পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। শুক্রবার ১০ জনের করোনায় আক্রান্তের খবর স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।

শুক্রবারের আক্রন্তদের মধ্যে রয়েছে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্য (৩৪ )ও (৩৪), মির্জাপুর বাজারের দুই ভাই (৪৪ ) ও (৩২) আরেক ব্যক্তি (২৯), ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের এক নারী (৫৮), গোড়াই খামারপাড়ার এক পুরুষ (৫০), গোড়াই ইউনিয়নের দেওহাটা গ্রামের এক নারী (৪০), লতীফপুর ইউনিয়নের বান্ধাচালা গ্রামের এক নারী (৩৮) এবং গোড়াই এলাকার এক পুরুষ (৩২) মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ঝালকাঠিতে ২১

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় গত বৃহস্পতিবার রাত পর্যন্ত করোনাভাইরাসে আরও ২১ জন আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৮৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নতুন ১০ জনসহ মোট ৭০ জন সুস্থ হয়েছেন এবং মৃতের সংখ্যা নতুন দুজনসহ মোট ৯ জন মৃত্যু বরণ করেছেন।

ঝালকাঠি জেলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৫৩০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৩৪৪ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পজেটিভ ও ১১৭৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

কিশোরগঞ্জে ৫২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন আরো ৫২ জনের করোনা ধরা পড়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেলে রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাওয়া ৩৫৭টি নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় ২০টি, ভৈরবে ১৬টি, করিমগঞ্জে ৬টি, কটিয়াদীতে ৩টি, কুলিয়ারচরে ৩টি, নিকলীতে ২টি, আর হোসেপুর ও তাড়াইলে একটি করে পজিটিভ হয়েছে। পুরনো ৮ জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৯৭টি নমুনা। এসব নমুনার মধ্যে মহাখালীর আইপিএই ল্যাবে পরীক্ষা করানো ১৮৮টি নমুনার মধ্যে নতুন পজিটিভ হয়েছে ২৬টি, আর পুরনো পজিটিভ ৪টি। অন্যদিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে পরীক্ষা করানো ১৬৯টি নমুনার মধ্যে নতুন পজিটিভ হয়েছে ২৬টি, আর পুরনো পজিটিভ ৪টি। বৃহস্পতিবার সুস্থ হয়েছেন সদর উপজেলার ৭ জন, আর ভৈরবের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ৩১৭ জন, সুস্থ হয়েছেন ৫৪২ জন, আর মারা গেছেন ২২ জন। বৃহস্পতিবার আইসোলেশনে ছিলেন ৭৬৪ জন, কোয়ারেন্টিনে ছিলেন ১০৪ জন।

গোয়ালন্দে ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন করে আরো ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত এক ব্যক্তির তৃতীয় বারের মতো পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০। গত ১৬ থেকে ২১ জুন নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে ২২ জনের রিপোর্ট আজ বৃহস্পতিবার হাতে এসে পৌঁছে। আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বরেন, নতুন করোন পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া ৩ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

দোহারে ৫

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ২২৫ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একনারী-সহ মৃত্যুবরণ করেছে ৩ জন। সুস্থ হয়েছে ১৫৯ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ১৭ জুন ঢাকায় পাঠানো ৩৮ জনের নমুনা থেকে ৫ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ৫ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

নবাবগঞ্জে ৭

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার, ২৭ জুন ২০২০ , ১৩ আষাঢ় ১৪২৭, ৫ জিলকদ ১৪৪১

৮ জেলায় আক্রান্ত ৪৪৯

বাগেরহাটে ৮

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে নতুন করে আরও আটজন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চিতলমারী উপজেলায় করোনার নমুনা সংগ্রহকারীসহ নতুন ৬ জন রয়েছেন। এখানে একটি ক্লিনিকের স্টাফের মাধ্যমে তার স্ত্রী ও মেয়ে করোনা পজিটিভ বলে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন জানান।

এছাড়া ওই ক্লিনিকের অপর স্টাফের পিতা-মাতা ও ভাই পজেটিভ হয়েছেন। চিতলমারী উপজেলায় এখন মোট ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত বাগেরহাট জেলায় মোট ১৬৬ জন ব্যাক্তি করোনা পজেটিভ হয়েছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির বৃহস্পতিবার দুপুরে জানান, খুলনা ল্যাব থেকে ৩ জন ও যশোর থেকে ৫ জন মোট ৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। সব মিলিয়ে জেলায় মোট ১৬৬ জন করোনা পজেটিভ হয়েছেন।

নওগাঁয় ৩২৫

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় নতুন করে আরও ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রানীনগর উপজেলায় ২জনের শরীরে ২য় বারের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত বৃহস্পতিবার নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য জানান।

নতুন আক্রান্ত ৮৭ জন নিয়ে নওগাঁ জেলায় কোভিড-১৯- এ আক্রান্ত রোগীর সংখ্যা এখন তিনশো ছাড়লো। নতুন ৮৭ জনসহ নওগাঁয় মোট ৩২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। শুধু নওগাঁ সদর উপজেলাতেই ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ল্যাবে পরীক্ষা হওয়া ২৮৯ জনের নমুনার ফলাফল ই-মেইলে আসে। এর মধ্যে ৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। নতুন আক্রান্ত ৮৭ জনসহ মোট ৩২৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৪৪জন, রানীনগরে আগের দুজনসহ ২৯ জন, মান্দায় ১৭জন, মহাদেবপুরে ২৭, বদলগাছিতে ২৫, ধামুইরহাটে ৮, সাপাহারে ২২, পোরশায় ৯, নিয়ামতপুরে ১২, পতœীতলায় ১৯ এবং আত্রাইয়ে ১১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন এবং মৃত্যু বরণ করেছেন চারজন।

সোনারগাঁয়ে ১৮

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার পর্যন্ত) নতুন করে আরও ১৮ জন শনাক্ত হয়েছেন মহামারী এ ভাইরাসে। নতুন ১৮ জনসহ এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার সাহা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবশেষ (বৃহস্পতিবার দুপুরের পর) পাওয়া তথ্যমতে সোনারগাঁয়ে নতুন আরো ১৮ জনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। পিরোজপুর, কাঁচপুর, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকার মিলিয়ে যে ১৮ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন মহিলা রয়েছেন। এই পর্যন্ত ১৮৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হয়। যার মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৪ জনে। এরমধ্যে মারা গেছেন ১৫ জন, সুস্থ হয়েছেন ২৩২ জন।

মির্জাপুরে ১০

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় দুই পুলিশ সদস্যসহ নতুন করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় ১৫৫ জন করোনায় সংক্রমিত হলেন।

গতকাল শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ জুন ১৫টি সংগৃহীত নমুনা ঢাকার আই পি এইচ ল্যাবে পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। শুক্রবার ১০ জনের করোনায় আক্রান্তের খবর স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।

শুক্রবারের আক্রন্তদের মধ্যে রয়েছে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্য (৩৪ )ও (৩৪), মির্জাপুর বাজারের দুই ভাই (৪৪ ) ও (৩২) আরেক ব্যক্তি (২৯), ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের এক নারী (৫৮), গোড়াই খামারপাড়ার এক পুরুষ (৫০), গোড়াই ইউনিয়নের দেওহাটা গ্রামের এক নারী (৪০), লতীফপুর ইউনিয়নের বান্ধাচালা গ্রামের এক নারী (৩৮) এবং গোড়াই এলাকার এক পুরুষ (৩২) মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ঝালকাঠিতে ২১

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় গত বৃহস্পতিবার রাত পর্যন্ত করোনাভাইরাসে আরও ২১ জন আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৮৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নতুন ১০ জনসহ মোট ৭০ জন সুস্থ হয়েছেন এবং মৃতের সংখ্যা নতুন দুজনসহ মোট ৯ জন মৃত্যু বরণ করেছেন।

ঝালকাঠি জেলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৫৩০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৩৪৪ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পজেটিভ ও ১১৭৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

কিশোরগঞ্জে ৫২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন আরো ৫২ জনের করোনা ধরা পড়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেলে রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাওয়া ৩৫৭টি নমুনা পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় ২০টি, ভৈরবে ১৬টি, করিমগঞ্জে ৬টি, কটিয়াদীতে ৩টি, কুলিয়ারচরে ৩টি, নিকলীতে ২টি, আর হোসেপুর ও তাড়াইলে একটি করে পজিটিভ হয়েছে। পুরনো ৮ জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৯৭টি নমুনা। এসব নমুনার মধ্যে মহাখালীর আইপিএই ল্যাবে পরীক্ষা করানো ১৮৮টি নমুনার মধ্যে নতুন পজিটিভ হয়েছে ২৬টি, আর পুরনো পজিটিভ ৪টি। অন্যদিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে পরীক্ষা করানো ১৬৯টি নমুনার মধ্যে নতুন পজিটিভ হয়েছে ২৬টি, আর পুরনো পজিটিভ ৪টি। বৃহস্পতিবার সুস্থ হয়েছেন সদর উপজেলার ৭ জন, আর ভৈরবের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন এক হাজার ৩১৭ জন, সুস্থ হয়েছেন ৫৪২ জন, আর মারা গেছেন ২২ জন। বৃহস্পতিবার আইসোলেশনে ছিলেন ৭৬৪ জন, কোয়ারেন্টিনে ছিলেন ১০৪ জন।

গোয়ালন্দে ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন করে আরো ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত এক ব্যক্তির তৃতীয় বারের মতো পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০। গত ১৬ থেকে ২১ জুন নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে ২২ জনের রিপোর্ট আজ বৃহস্পতিবার হাতে এসে পৌঁছে। আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বরেন, নতুন করোন পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া ৩ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

দোহারে ৫

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ২২৫ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একনারী-সহ মৃত্যুবরণ করেছে ৩ জন। সুস্থ হয়েছে ১৫৯ জন। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ১৭ জুন ঢাকায় পাঠানো ৩৮ জনের নমুনা থেকে ৫ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ৫ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

নবাবগঞ্জে ৭

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।