অ্যান্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানিয়ে আহমেদ রব্বানীর গান

বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তরুণ গীতিকার আহমেদ রব্বানী তার বিদেহী আত্মার শান্তি কামনা করে একটি গান লিখেছেন। গানটি হলো ‘তুমি অম্লান’। গানটির সুর সঙ্গীত করেছেন মহিদুল হাসান মন। গানের কথা হলো ‘তুমি অম্লান তুমি অক্ষয় তুমি যে চির অমর, সুরের জাদুতে ভরিয়েছো মন ওগো কন্ঠের জাদুকর’। এরইমধ্যে গানটি মুন মিউজিক স্টুডিও’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন এই প্রজন্মের কন্ঠশিল্পী শাহীন খান। গানটি প্রসঙ্গে গীতিকার আহমেদ রব্বানী বলেন, ‘ শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোর দাদা আমার ভীষণ প্রিয় একজন কন্ঠশিল্পী। আমি অতি ক্ষুদ্র একজন গীতিকার। কিন্তু আমার মনের গহীন কোণে অ্যা-্রু দাদার জন্য রয়েছে অসীম শ্রদ্ধা ভালোবাসা। তার চলে যাওয়ায় অন্য অনেক মানুষের মতো আমিও অনেক কষ্ট পেয়েছি। তবে যেহেতু দাদার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর সুযোগ রয়েছে আমার তাই দাদাকে নিয়ে একটি গান রচনা করার চেষ্টা করেছি আমি। জানিনা শ্রোতা দর্শকের গানটি কেমন লাগবে। তবে গানটি অনেক দরদ দিয়ে গেয়েছেন শাহীন খান। আর যিনি সুর করেছেন সঙ্গীতায়োজন করেছেন তিনিও অনেক আবেগ দিয়েই কাজটি করেছেন। আমি গানটি নিয়ে খুব আশাবাদী। অ্যান্ড্রু কিশোরকে নিয়ে অনেকেই হয়তো গান লিখেছেন। কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। গীতিকার আহমেদ রব্বানী তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অ্যান্ড্রু কিশোরকে নিয়ে লেখা যেকোন গান আহমেদ রব্বানীর ইমেইলে ধযসবফৎড়ননধহর৮০@মসধরষ.পড়স পাঠাতে পারেন। আহমেদ রব্বানী প্রতিশ্রুতি দিয়েছেন যদি ভালোলাগে গীতিকবিতা হয় তাহলে সেই গীতিকবিতা দিয়ে গান করার চেষ্টা করা হবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২০ , ২৬ জিলহজ ১৪৪১, ০২ ভাদ্র ১৪২৭

অ্যান্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানিয়ে আহমেদ রব্বানীর গান

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তরুণ গীতিকার আহমেদ রব্বানী তার বিদেহী আত্মার শান্তি কামনা করে একটি গান লিখেছেন। গানটি হলো ‘তুমি অম্লান’। গানটির সুর সঙ্গীত করেছেন মহিদুল হাসান মন। গানের কথা হলো ‘তুমি অম্লান তুমি অক্ষয় তুমি যে চির অমর, সুরের জাদুতে ভরিয়েছো মন ওগো কন্ঠের জাদুকর’। এরইমধ্যে গানটি মুন মিউজিক স্টুডিও’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন এই প্রজন্মের কন্ঠশিল্পী শাহীন খান। গানটি প্রসঙ্গে গীতিকার আহমেদ রব্বানী বলেন, ‘ শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোর দাদা আমার ভীষণ প্রিয় একজন কন্ঠশিল্পী। আমি অতি ক্ষুদ্র একজন গীতিকার। কিন্তু আমার মনের গহীন কোণে অ্যা-্রু দাদার জন্য রয়েছে অসীম শ্রদ্ধা ভালোবাসা। তার চলে যাওয়ায় অন্য অনেক মানুষের মতো আমিও অনেক কষ্ট পেয়েছি। তবে যেহেতু দাদার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর সুযোগ রয়েছে আমার তাই দাদাকে নিয়ে একটি গান রচনা করার চেষ্টা করেছি আমি। জানিনা শ্রোতা দর্শকের গানটি কেমন লাগবে। তবে গানটি অনেক দরদ দিয়ে গেয়েছেন শাহীন খান। আর যিনি সুর করেছেন সঙ্গীতায়োজন করেছেন তিনিও অনেক আবেগ দিয়েই কাজটি করেছেন। আমি গানটি নিয়ে খুব আশাবাদী। অ্যান্ড্রু কিশোরকে নিয়ে অনেকেই হয়তো গান লিখেছেন। কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। গীতিকার আহমেদ রব্বানী তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অ্যান্ড্রু কিশোরকে নিয়ে লেখা যেকোন গান আহমেদ রব্বানীর ইমেইলে ধযসবফৎড়ননধহর৮০@মসধরষ.পড়স পাঠাতে পারেন। আহমেদ রব্বানী প্রতিশ্রুতি দিয়েছেন যদি ভালোলাগে গীতিকবিতা হয় তাহলে সেই গীতিকবিতা দিয়ে গান করার চেষ্টা করা হবে।