লকডাউনে দুটি মঞ্চনাটক লিখেছেন আবুল হায়াত

লকডাউনের দিনগুলোতে অন্য অনেকর মতো বরেণ্য অভিনেতা আবুল হায়াতও স্বেচ্চায় ঘরবন্দি জীবন বেছে নিয়েছিলেন। তবে ওই সময়টাতে তিনি ঘরে শুধু বসে বসে সময় কাটাননি; যুক্ত ছিলেন লেখালেখির সঙ্গে। এই সময়টাতে তিনি দুটি মঞ্চ নাটক রচনা করেছেন। নাটক দুটো হচ্ছে ‘মধ্যাহ্ন ভোজ হবে কী’ এবং ‘শোধ’। এছাড়াও ‘স্বপ্নের বৃষ্টি’, ‘দ্বিতীয় বাসর’সহ আরও একটি ছোট উপন্যাস রচনা করেছেন। আবুল হায়াত জানান এরই মধ্যে তিনি নতুন একটি ধারাবাহিক নাটকও লিখছেন। এরইমধ্যে তিনি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি পূজা’র নাটকের কাজও শেষ করেছেন। যার শুটিং শেষ করেছেন তিনি গেল শুক্রবার। আবুল হায়াতের ৭৫তম জন্মদিনে প্রকাশিত হয়েছিলো দেশের নানান অঙ্গনের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে ‘সার্থক জনম হে তোমার শিল্পী সুনিপুণ’। গতকাল একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতা ৭৬ বছর পেরিয়ে ৭৭-এ পা দিয়েছেন। তবে এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন করতে পরেননি ইচ্ছে থাকলেও। এর দুটো কারণ। একটি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত (আবুল হায়াতের বড় মেয়ে) সন্তানদের নিয়ে এই মুহূর্তে দেশের বাইরে আছেন। আর দ্বিতীয়টি হলো করোনা’র কারণে কোন বিশেষ আয়োজন করা যাচ্ছেনা। তবে আবুল হায়াত জানান যেহেতু তার ছোট মেয়ের মেয়ে অর্থাৎ আবুল হায়াতের নাতনী শ্রীষার জন্মদিন একই দিনে। তাই তাকে নিয়ে বিশেষভাবে কাটবে এবারের জন্মদিন। আবুল হায়াতের প্রবল ইচ্ছে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিনয়ের উপর ক্লাস নেয়া। কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে তিনি তা ভেবে দেখবেন বলে জানান। তিনি বর্তমান প্রজন্মের সঙ্গে তার অভিনয়ে অভিজ্ঞতা শেয়ার করতে চান। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় আবুল হায়াত মঞ্চে প্রথম ‘টিপু সুলতান’ নাটকে অভিনয় করেন। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে তার প্রথম নাটক আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘারে রোঁ’। টিভিতে তার প্রথম নাটক ছিল জিয়া হায়দারের প্রযোজনায় ‘ইডিপাস’। মঞ্চে তার নির্দেশিত প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্ত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’। ১৯৭৪ সালে আলী যাকেরের নির্দেশনায় মঞ্চে ‘বাকি ইতিহাস’ নাটকে অভিনয় করে তিনি ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড ফর ইনট্রিডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। এটি বাংলাদেশে দর্শনীর বিনিময়ে প্রথম মঞ্চ নাটক। আবুল হায়াত জানান সর্বশেষ তিনি গেলো বছর ডিসেম্বরে তার নিজের রচনায় ‘টাইম ব্যাংক’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন। এতে তার নাতনী শ্রীষাও অভিনয় করেছিলেন। অভিনয় করছেন চ্যানেল আইতে প্রচার চলতি ধারাবাহিক নাটক তৌকীর আহমেদ পরিচালিত ‘রূপালী জ্যোৎস্নায়’। এরইমধ্যে ডাবিং শেষ করেছেন সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’র।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ১৮ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

লকডাউনে দুটি মঞ্চনাটক লিখেছেন আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক |

image

লকডাউনের দিনগুলোতে অন্য অনেকর মতো বরেণ্য অভিনেতা আবুল হায়াতও স্বেচ্চায় ঘরবন্দি জীবন বেছে নিয়েছিলেন। তবে ওই সময়টাতে তিনি ঘরে শুধু বসে বসে সময় কাটাননি; যুক্ত ছিলেন লেখালেখির সঙ্গে। এই সময়টাতে তিনি দুটি মঞ্চ নাটক রচনা করেছেন। নাটক দুটো হচ্ছে ‘মধ্যাহ্ন ভোজ হবে কী’ এবং ‘শোধ’। এছাড়াও ‘স্বপ্নের বৃষ্টি’, ‘দ্বিতীয় বাসর’সহ আরও একটি ছোট উপন্যাস রচনা করেছেন। আবুল হায়াত জানান এরই মধ্যে তিনি নতুন একটি ধারাবাহিক নাটকও লিখছেন। এরইমধ্যে তিনি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি পূজা’র নাটকের কাজও শেষ করেছেন। যার শুটিং শেষ করেছেন তিনি গেল শুক্রবার। আবুল হায়াতের ৭৫তম জন্মদিনে প্রকাশিত হয়েছিলো দেশের নানান অঙ্গনের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে ‘সার্থক জনম হে তোমার শিল্পী সুনিপুণ’। গতকাল একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতা ৭৬ বছর পেরিয়ে ৭৭-এ পা দিয়েছেন। তবে এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন করতে পরেননি ইচ্ছে থাকলেও। এর দুটো কারণ। একটি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত (আবুল হায়াতের বড় মেয়ে) সন্তানদের নিয়ে এই মুহূর্তে দেশের বাইরে আছেন। আর দ্বিতীয়টি হলো করোনা’র কারণে কোন বিশেষ আয়োজন করা যাচ্ছেনা। তবে আবুল হায়াত জানান যেহেতু তার ছোট মেয়ের মেয়ে অর্থাৎ আবুল হায়াতের নাতনী শ্রীষার জন্মদিন একই দিনে। তাই তাকে নিয়ে বিশেষভাবে কাটবে এবারের জন্মদিন। আবুল হায়াতের প্রবল ইচ্ছে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিনয়ের উপর ক্লাস নেয়া। কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে তিনি তা ভেবে দেখবেন বলে জানান। তিনি বর্তমান প্রজন্মের সঙ্গে তার অভিনয়ে অভিজ্ঞতা শেয়ার করতে চান। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় আবুল হায়াত মঞ্চে প্রথম ‘টিপু সুলতান’ নাটকে অভিনয় করেন। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে তার প্রথম নাটক আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘারে রোঁ’। টিভিতে তার প্রথম নাটক ছিল জিয়া হায়দারের প্রযোজনায় ‘ইডিপাস’। মঞ্চে তার নির্দেশিত প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্ত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’। ১৯৭৪ সালে আলী যাকেরের নির্দেশনায় মঞ্চে ‘বাকি ইতিহাস’ নাটকে অভিনয় করে তিনি ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড ফর ইনট্রিডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। এটি বাংলাদেশে দর্শনীর বিনিময়ে প্রথম মঞ্চ নাটক। আবুল হায়াত জানান সর্বশেষ তিনি গেলো বছর ডিসেম্বরে তার নিজের রচনায় ‘টাইম ব্যাংক’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন। এতে তার নাতনী শ্রীষাও অভিনয় করেছিলেন। অভিনয় করছেন চ্যানেল আইতে প্রচার চলতি ধারাবাহিক নাটক তৌকীর আহমেদ পরিচালিত ‘রূপালী জ্যোৎস্নায়’। এরইমধ্যে ডাবিং শেষ করেছেন সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’র।