উইকিলিকস প্রতিষ্ঠাতার আইনি লড়াই শুরু

অপরাধের অভিযোগে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে হস্তান্তর এড়াতে লন্ডন আদালতে আইনি লড়াইয়ে নামা উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মামলার শুনানি কয়েকমাস দেরীর পর শুরু হয়েছে। অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন ১৭টি অভিযোগ রয়েছে। দূতাবাসে লুকিয়ে থেকেই ২ সন্তানের বাবা হলেন অ্যাসাঞ্জ।

গত ফেব্রুয়ারিতে এ মামলার শুনানি শুরুর কথা থাকলেও মহামারীর কারণে পিছিয়ে গিয়েছিল। গত সোমবার থেকে তা শুরু হল। অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০’এ পেন্টাগণ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। সেসব নথির মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধ সম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরও ৪০ হাজার নথি ছিল, যা যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগনকে চরম বেকায়দায় ফেলে দেয়। সিএনএন।

গত ৭ আগস্ট সংবাদমাধ্যমের এক প্রতিবেদন জানায় যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর আইন লঙ্ঘন ও সরকারি কম্পিউটারে হ্যাকিংসহ ১৮টি অভিযোগ এনেছে। দোষ প্রমাণিত হলে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ১৯ মহররম ১৪৪২, ২১ ভাদ্র ১৪২৭

যুক্তরাষ্ট্রে হস্তান্তর এড়াতে

উইকিলিকস প্রতিষ্ঠাতার আইনি লড়াই শুরু

অপরাধের অভিযোগে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে হস্তান্তর এড়াতে লন্ডন আদালতে আইনি লড়াইয়ে নামা উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মামলার শুনানি কয়েকমাস দেরীর পর শুরু হয়েছে। অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন ১৭টি অভিযোগ রয়েছে। দূতাবাসে লুকিয়ে থেকেই ২ সন্তানের বাবা হলেন অ্যাসাঞ্জ।

গত ফেব্রুয়ারিতে এ মামলার শুনানি শুরুর কথা থাকলেও মহামারীর কারণে পিছিয়ে গিয়েছিল। গত সোমবার থেকে তা শুরু হল। অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০’এ পেন্টাগণ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। সেসব নথির মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধ সম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরও ৪০ হাজার নথি ছিল, যা যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগনকে চরম বেকায়দায় ফেলে দেয়। সিএনএন।

গত ৭ আগস্ট সংবাদমাধ্যমের এক প্রতিবেদন জানায় যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর আইন লঙ্ঘন ও সরকারি কম্পিউটারে হ্যাকিংসহ ১৮টি অভিযোগ এনেছে। দোষ প্রমাণিত হলে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে।