শীর্ষ সন্ত্রাসী কালা পলাশ ভাগিনাসহ গ্রেফতার

রাজধানীর রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী কালা পলাশকে ভাগিনা তুষারসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ। গত মঙ্গলবার তারা বিকেলে রামপুরা বনশ্রী এলাকায় মো. তুহিন ইসলামের নির্মাণাধীন বিল্ডিংয়ে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। গ্রেফতারকৃতরা হলো- ইব্রাহিম খান তুষার ওরফে ভাগিনা তুষার (৩৪) ও মো. আনোয়ার হোসেন (৩০)। এ সময় তাদের হেফাজত হতে একটি খেলনা রিভলবার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত মঙ্গলবার রামপুরা থানার বনশ্রী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

রামপুরা থানার ওসি মো. আবদুল কুদ্দুছ ফকির জানান, দাবিকৃত চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ রাখতে বলে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গ্রেফতারকৃত তুষার তার কোমড় হতে উদ্ধারকৃত পিস্তল বের করে প্রাণনাশের হুমকি প্রদান করে। তিনি আরও জানান, বিষয়টি তুহিন কৌশলে থানায় অবগত করলে, থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা ১৫ ডিসেম্বর-২০১৯ তারিখেও নির্মাণাধীন ভবনের মালিক তুহিনের কাছে টাকা দাবি করেছিল। দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় উক্ত ভবনের সিকিউরিটিকে মারধর করেছিল বলেও ওসি জানান।

রাজধানীর রামপুরা, বাড্ডা, হাতিরঝিলসহ বেশকিছু এলাকায় একচ্ছত্র আধিপত্য ছিল। সে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করত। তুষারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় ১৪টি মামলার তথ্য পাওয়া যায় মর্মে এই কর্মকর্তা জানান।

গ্রেফতারকৃতদের রামপুরা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর
দেশের প্রবৃদ্ধি বাড়াতে গৃহস্থালির সেবামূলক শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে
ব্যথা সারানোর কার্যকর যন্ত্র উদ্ভাবন করল ঢাবি গবেষকরা
ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি
রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত
বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় গ্রাহকদের দুর্ভোগ
রংপুর ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে ধর্ষণ মামলা করে জীবন বিপন্ন স্কুলশিক্ষিকার
বালিশ কাণ্ডের ঠিকাদার শাহাদাতের জামিন বাতিলের আবেদন
এক দশকে তিস্তা নদী গিলে খেল দেড়শ’ গ্রাম
টিপু সুলতানের ঋণ জালিয়াতি মামলার চার্জশিট শীঘ্রই
নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মাসহ ৬ জনের

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ , ২০ মহররম ১৪৪২, ২২ ভাদ্র ১৪২৭

শীর্ষ সন্ত্রাসী কালা পলাশ ভাগিনাসহ গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর রামপুরা, বাড্ডা ও হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী কালা পলাশকে ভাগিনা তুষারসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ। গত মঙ্গলবার তারা বিকেলে রামপুরা বনশ্রী এলাকায় মো. তুহিন ইসলামের নির্মাণাধীন বিল্ডিংয়ে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। গ্রেফতারকৃতরা হলো- ইব্রাহিম খান তুষার ওরফে ভাগিনা তুষার (৩৪) ও মো. আনোয়ার হোসেন (৩০)। এ সময় তাদের হেফাজত হতে একটি খেলনা রিভলবার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত মঙ্গলবার রামপুরা থানার বনশ্রী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

রামপুরা থানার ওসি মো. আবদুল কুদ্দুছ ফকির জানান, দাবিকৃত চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ রাখতে বলে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গ্রেফতারকৃত তুষার তার কোমড় হতে উদ্ধারকৃত পিস্তল বের করে প্রাণনাশের হুমকি প্রদান করে। তিনি আরও জানান, বিষয়টি তুহিন কৌশলে থানায় অবগত করলে, থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা ১৫ ডিসেম্বর-২০১৯ তারিখেও নির্মাণাধীন ভবনের মালিক তুহিনের কাছে টাকা দাবি করেছিল। দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় উক্ত ভবনের সিকিউরিটিকে মারধর করেছিল বলেও ওসি জানান।

রাজধানীর রামপুরা, বাড্ডা, হাতিরঝিলসহ বেশকিছু এলাকায় একচ্ছত্র আধিপত্য ছিল। সে ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করত। তুষারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় ১৪টি মামলার তথ্য পাওয়া যায় মর্মে এই কর্মকর্তা জানান।

গ্রেফতারকৃতদের রামপুরা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।