৪ জেলায় নতুন শনাক্ত ৫৩

চুয়াডাঙ্গায় ১৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের হাতে গত বৃহস্পতিবার রাতে ৪৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১৪ জন। নতুন ১৪ জন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৬ জন, জীবননগর উপজেলায় ৩ জন এবং দামুড়হুদা উপজেলায় ৫ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৩৭ জন এবং বৃহস্পতিবার সুস্থ হয়েছেন আরও ২১ জন। এ নিয়ে জেলায় সুস্থ হলেন ৯৭৯ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

মির্জাপুরে চিকিৎসকসহ ৮

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় পৌরসভার এক কাউন্সিলর ও এক চিকিৎসকসহ নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৪৫১ জন করোনা সংক্রমিত হলেন। গতকাল এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। নতুন শনাক্তকৃতরা হলেন, মির্জাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সলর (৪৩), মির্জাপুর বাজারের এক চিকিৎসক (৪৬), উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের এক পুরুষ (৩৭), জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের এক পুরুষ (৫০), বানাইল ইউনিয়নেরস ভররা গ্রামের এক বৃদ্ধ (৫৮), পৌর এলাকার কুমারজানী গ্রামের এক পুরুষ (৪৬), বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক পুরুষ (৫০) এবং তার স্ত্রী (৪৫)। মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৩৮৫ জন এবং বাকি ৬০ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

বাগেরহাটে ২৪

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন করোনা পজেটিভ হয়েছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন জানান, খুলনা পিসিআর ল্যাব থেকে শুক্রবার সকালে আসা তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলা মোট সংক্রমিত হলেন ৯৫০ জন। আর সুস্থ হয়েছেন ৮৮৬ জন। মৃত্যুর সংখ্যায় ২২ জনই আছে।

কিশোরগঞ্জে ৭

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৫ জন, আর পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগীর নমুনাও আবার পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৬টি নমুনা। সুস্থ হয়েছেন বাজিতপুরে ১১ জন, সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ৫ জন আর তাড়াইলে একজন। বৃহস্পতিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৪৯ জন।

ঝালকাঠিতে ৫

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে বৃহস্পতিবার পর্যন্ত আরও ৫ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৭৪ জন আক্রান্ত হল। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৪৬ জন, নলছিটি উপজেলায় ১৩৭ জন, রাজাপুর উপজেলায় ২১৩ জন, ও কাঠালিয়া উপজেলায় ৭৮ জন। ঝালকাঠি জেলায় এ পর্যর৩৩৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয় এর মধ্যে ৩৩১১ জনের রিপোর্ট পাওয়া গেছে প্রাপ্ত রিপোর্টে ৬৭৪ জনের পজেটিভ ও ২৫৫৭ জনের নেগেটিভ পাওয়া যায়। বাতিল হয়েছে ৮০। সুস্থ হয়েছেন ৪৪০ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২১৭ জন, হাসপাতাল আইসোলেয়শনে রয়েছে ৫ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

৪ জেলায় নতুন শনাক্ত ৫৩

চুয়াডাঙ্গায় ১৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের হাতে গত বৃহস্পতিবার রাতে ৪৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১৪ জন। নতুন ১৪ জন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৬ জন, জীবননগর উপজেলায় ৩ জন এবং দামুড়হুদা উপজেলায় ৫ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৩৭ জন এবং বৃহস্পতিবার সুস্থ হয়েছেন আরও ২১ জন। এ নিয়ে জেলায় সুস্থ হলেন ৯৭৯ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

মির্জাপুরে চিকিৎসকসহ ৮

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় পৌরসভার এক কাউন্সিলর ও এক চিকিৎসকসহ নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৪৫১ জন করোনা সংক্রমিত হলেন। গতকাল এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। নতুন শনাক্তকৃতরা হলেন, মির্জাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সলর (৪৩), মির্জাপুর বাজারের এক চিকিৎসক (৪৬), উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের এক পুরুষ (৩৭), জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের এক পুরুষ (৫০), বানাইল ইউনিয়নেরস ভররা গ্রামের এক বৃদ্ধ (৫৮), পৌর এলাকার কুমারজানী গ্রামের এক পুরুষ (৪৬), বাশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক পুরুষ (৫০) এবং তার স্ত্রী (৪৫)। মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৩৮৫ জন এবং বাকি ৬০ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

বাগেরহাটে ২৪

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন করোনা পজেটিভ হয়েছেন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন জানান, খুলনা পিসিআর ল্যাব থেকে শুক্রবার সকালে আসা তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলা মোট সংক্রমিত হলেন ৯৫০ জন। আর সুস্থ হয়েছেন ৮৮৬ জন। মৃত্যুর সংখ্যায় ২২ জনই আছে।

কিশোরগঞ্জে ৭

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৫ জন, আর পাকুন্দিয়া ও ভৈরবে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগীর নমুনাও আবার পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৬টি নমুনা। সুস্থ হয়েছেন বাজিতপুরে ১১ জন, সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ৫ জন আর তাড়াইলে একজন। বৃহস্পতিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৪৯ জন।

ঝালকাঠিতে ৫

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে বৃহস্পতিবার পর্যন্ত আরও ৫ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৭৪ জন আক্রান্ত হল। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৪৬ জন, নলছিটি উপজেলায় ১৩৭ জন, রাজাপুর উপজেলায় ২১৩ জন, ও কাঠালিয়া উপজেলায় ৭৮ জন। ঝালকাঠি জেলায় এ পর্যর৩৩৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয় এর মধ্যে ৩৩১১ জনের রিপোর্ট পাওয়া গেছে প্রাপ্ত রিপোর্টে ৬৭৪ জনের পজেটিভ ও ২৫৫৭ জনের নেগেটিভ পাওয়া যায়। বাতিল হয়েছে ৮০। সুস্থ হয়েছেন ৪৪০ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২১৭ জন, হাসপাতাল আইসোলেয়শনে রয়েছে ৫ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।