চাটখিলের ২টি পৌর সড়কে দুই বছর ধরে হাঁটাও দুষ্কর

চাটখিল পৌরসভার প্রাণকেন্দ্র থানা থেকে মধ্য সুন্দরপুর শাহাজী বাড়ির পুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এবং থানা থেকে বড় বাড়ি হয়ে বদলকোট রোড পর্যন্ত প্রায় পৌনে ১ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। গত ২ বছর ধরে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসীর পক্ষ থেকে সড়কগুলো মেরামত করার জন্য পৌরসভার মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর কাছে বারবার আবেদন-নিবেদন করার পর কাজ শুরু হচ্ছে বলে আশ্বাস দিয়েও অদ্যাবধি কাজ শুরু হয়নি।

পৌরসভা সূত্রে জানা যায়, গত বছরের শেষের দিকে সড়ক ২টি সংস্কারের দরপত্র আহ্বান করা হয় এবং জানুয়ারি মাসে সড়ক ২টির সংস্কার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৮-৯ মাসেও সড়ক ২টির সংস্কার কাজ শুরু করা হয়নি। পৌর কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী সড়ক ২টির সংস্কার কাজ শুরু হচ্ছে না কেন জানতে চাইলে তারা কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবে তা এখনো শুরু হয়নি। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সুন্দরপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও চাটখিল পৌর শহরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শাহাজী জানান, ঈদুল আযহার কয়েকদিন আগে এলাকার শতাধিক লোকজন রাস্তা ২টির দ্রুত সংস্কারের জন্য পৌর মেয়র এর বাড়িতে যান। মেয়র তাদের ঈদুল আযহার পরে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন। কিন্তু ঈদের পর প্রায় দেড় মাস সময় অতিবাহিত হলেও কাজ শুরু করার আলামত এখনও দেখা যায়নি। সড়ক ২টি দিয়ে প্রতিদিন শতশত লোকজন, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

দরপত্র আহ্বানের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সড়ক ২টির নির্মাণ কাজ কেন শুরু হচ্ছে না এ ব্যাপারে স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরওয়ার বাদশার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মেয়র সাহেব বলেছেন ৩-৪ দিনের মধ্যেই কাজ শুরু হবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

চাটখিলের ২টি পৌর সড়কে দুই বছর ধরে হাঁটাও দুষ্কর

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

image

চাটখিল পৌরসভার প্রাণকেন্দ্র থানা থেকে মধ্য সুন্দরপুর শাহাজী বাড়ির পুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এবং থানা থেকে বড় বাড়ি হয়ে বদলকোট রোড পর্যন্ত প্রায় পৌনে ১ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। গত ২ বছর ধরে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসীর পক্ষ থেকে সড়কগুলো মেরামত করার জন্য পৌরসভার মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর কাছে বারবার আবেদন-নিবেদন করার পর কাজ শুরু হচ্ছে বলে আশ্বাস দিয়েও অদ্যাবধি কাজ শুরু হয়নি।

পৌরসভা সূত্রে জানা যায়, গত বছরের শেষের দিকে সড়ক ২টি সংস্কারের দরপত্র আহ্বান করা হয় এবং জানুয়ারি মাসে সড়ক ২টির সংস্কার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৮-৯ মাসেও সড়ক ২টির সংস্কার কাজ শুরু করা হয়নি। পৌর কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী সড়ক ২টির সংস্কার কাজ শুরু হচ্ছে না কেন জানতে চাইলে তারা কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবে তা এখনো শুরু হয়নি। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সুন্দরপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও চাটখিল পৌর শহরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শাহাজী জানান, ঈদুল আযহার কয়েকদিন আগে এলাকার শতাধিক লোকজন রাস্তা ২টির দ্রুত সংস্কারের জন্য পৌর মেয়র এর বাড়িতে যান। মেয়র তাদের ঈদুল আযহার পরে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন। কিন্তু ঈদের পর প্রায় দেড় মাস সময় অতিবাহিত হলেও কাজ শুরু করার আলামত এখনও দেখা যায়নি। সড়ক ২টি দিয়ে প্রতিদিন শতশত লোকজন, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

দরপত্র আহ্বানের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সড়ক ২টির নির্মাণ কাজ কেন শুরু হচ্ছে না এ ব্যাপারে স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরওয়ার বাদশার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মেয়র সাহেব বলেছেন ৩-৪ দিনের মধ্যেই কাজ শুরু হবে।