গাজায় ইসরায়েলের রকেট হামলা আমিরাত-বাহরাইনের চুক্তির মুহূর্তে

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মুহূর্তে প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি শুরুতে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার পর জবাবে তারা এ হামলা চালিয়েছে। রয়টার্স।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে দশটি বিমান হামলা চালানো হয়েছে। এর আগে গাজা থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় ১৫টি রকেট হামলা চালানো হয়। মঙ্গলবার রাতে গাজা থেকে ইসরায়েলের উপকূলীয় শহর আশদোদে একটি রকেট হামলা চালানো হয়। এতে দু’জন আহত হন। এটি এমন সময় ঘটে যখন ইসরায়েল-আমিরাত ও বাহরাইন চুক্তি করছে সে সময়টিতে। চুক্তির জন্য আমিরাত ও বাহরাইনকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেছে প্যালেস্টাইন। প্যালেস্টাইনিরা বলছে, আমিরাত বাহরাইন বন্ধু সেজে তাদের পিঠে ছুরি মেরেছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ , ২৭ মহররম ১৪৪২, ২৯ ভাদ্র ১৪২৭

গাজায় ইসরায়েলের রকেট হামলা আমিরাত-বাহরাইনের চুক্তির মুহূর্তে

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মুহূর্তে প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি শুরুতে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার পর জবাবে তারা এ হামলা চালিয়েছে। রয়টার্স।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে দশটি বিমান হামলা চালানো হয়েছে। এর আগে গাজা থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় ১৫টি রকেট হামলা চালানো হয়। মঙ্গলবার রাতে গাজা থেকে ইসরায়েলের উপকূলীয় শহর আশদোদে একটি রকেট হামলা চালানো হয়। এতে দু’জন আহত হন। এটি এমন সময় ঘটে যখন ইসরায়েল-আমিরাত ও বাহরাইন চুক্তি করছে সে সময়টিতে। চুক্তির জন্য আমিরাত ও বাহরাইনকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেছে প্যালেস্টাইন। প্যালেস্টাইনিরা বলছে, আমিরাত বাহরাইন বন্ধু সেজে তাদের পিঠে ছুরি মেরেছে।