টেলিফিল্ম ‘জল কাদায়’

নির্মিত হলো টেলিফিল্ম ‘জল কাদায়’। নাজিম হামিদ এর রচনায় এটি পরিচালনা করেছেন এস এম রুবেল। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন আতৈচি ভিশন ইন্টার্নেশনাল। এতে অভিনয় করেছেন শিশির আহমেদ, ইমু শিকদার, চাষি আরিফুল ইসলাম, তমাল মাহবুব, নিলা ইসলামসহ আরো অনেকে।

পরিচালক রুবেল বলেন, ‘আসলে ‘জল কাদায়’ টেলিফিল্মের গল্প যেভাবে আমি বলতে চেয়েছি সেটির সঠিক রুপ দিতে বরিশালের লোকেশনটিই আমার প্রয়োজন ছিল। গল্পের প্রয়োজনেই বরিশালে চিত্র ধারণ করা। বর্তমানে টেলিফিল্মটির সম্পাদনার কাজ চলছে। আগামী মাসে একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।’

বরিশালের মনোরম লোকেশনে গ্রামীন পটভূমিতে চিত্র ধারণ শেষ হয়েছে টেলিফিল্ম ‘জল কাদায়’। নাটকে গল্পে দেখা যাবে একটা সময় প্রেমকে সমাজ বড় অপরাধ হিসেবে দেখতো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনের পরিবর্তন হয়ে পরিবর্তন হয়েছে সমাজেরও। এখন প্রেম ভালোবাসাকে স্বাভাবিক ভাবেই মেনে নেওয়া হয়, তারপরও সমাজ থেকে এখনও বৈষম্য দূর হয়নি। ক্ষমতাশালীদের এক সময় ক্ষমতার অপব্যবহারের একটা সময় কঠিন পরিণতির মুখোমুখি দাঁড়াতে হয়। জয় হয় প্রেম ভালোবাসার। ঠিক যেমন জলের সঙ্গে কাদায় যেমন মিলন হয়।

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ , ৩০ মহররম ১৪৪২, ০২ আশ্বিন ১৪২৭

টেলিফিল্ম ‘জল কাদায়’

বিনোদন প্রতিবেদক |

image

নির্মিত হলো টেলিফিল্ম ‘জল কাদায়’। নাজিম হামিদ এর রচনায় এটি পরিচালনা করেছেন এস এম রুবেল। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন আতৈচি ভিশন ইন্টার্নেশনাল। এতে অভিনয় করেছেন শিশির আহমেদ, ইমু শিকদার, চাষি আরিফুল ইসলাম, তমাল মাহবুব, নিলা ইসলামসহ আরো অনেকে।

পরিচালক রুবেল বলেন, ‘আসলে ‘জল কাদায়’ টেলিফিল্মের গল্প যেভাবে আমি বলতে চেয়েছি সেটির সঠিক রুপ দিতে বরিশালের লোকেশনটিই আমার প্রয়োজন ছিল। গল্পের প্রয়োজনেই বরিশালে চিত্র ধারণ করা। বর্তমানে টেলিফিল্মটির সম্পাদনার কাজ চলছে। আগামী মাসে একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।’

বরিশালের মনোরম লোকেশনে গ্রামীন পটভূমিতে চিত্র ধারণ শেষ হয়েছে টেলিফিল্ম ‘জল কাদায়’। নাটকে গল্পে দেখা যাবে একটা সময় প্রেমকে সমাজ বড় অপরাধ হিসেবে দেখতো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনের পরিবর্তন হয়ে পরিবর্তন হয়েছে সমাজেরও। এখন প্রেম ভালোবাসাকে স্বাভাবিক ভাবেই মেনে নেওয়া হয়, তারপরও সমাজ থেকে এখনও বৈষম্য দূর হয়নি। ক্ষমতাশালীদের এক সময় ক্ষমতার অপব্যবহারের একটা সময় কঠিন পরিণতির মুখোমুখি দাঁড়াতে হয়। জয় হয় প্রেম ভালোবাসার। ঠিক যেমন জলের সঙ্গে কাদায় যেমন মিলন হয়।