‘হোম ডেলিভারি’তে শাওন-স্বর্ণলতা

এই সময়ের তরুণ অভিনেতাদের মধ্যে খুব অল্প সময়ে আলোচনায় এসেছেন সৈয়দ জামান শাওন। বর্তমানে অনেক একক নাটকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে নতুনদের মধ্যে স্বর্ণলতা এখনও একক নাটকের গল্পে কেন্দ্রীয় চরিত্রে একা কাজ করার সুযোগ পাননি। এবারই প্রথম তিনি নাটকে কোন অভিনেতার বিপরীতে একা মূল অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। আরিফুর রহমান নিয়াজের রচনায় ও অভিনেতা তমাল মাহবুবের পরিচালনায় শাওন ও স্বর্ণলতা প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ‘হোম ডেলিভারি’ নাটকে। এরই মধ্যে রাজধানীর উত্তরায় এনআর মিডিয়ার হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে শাওন অভিনয় করেছেন রাহাত চরিত্রে এবং স্বর্ণলতা অভিনয় করেছেন চুমকি চরিত্রে। নাটকটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন পীরজাদা হারুন, রেশমী প্রমুখ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাওন বলেন, ‘আমাদের বর্তমান চলমান জীবনের গল্পকে আবর্তিত করেই নাটকটির গল্প। একটু ভিন্ন ধরনের গল্প। মূলকথা শুটিং সময়টা আমি, আমরা সবাই ভীষণ উপভোগ করেছি। আর তমাল ভাই যেহেতু একজন অভিনেতা তাই কাজটি করতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। তিনি অভিনেতা হিসেবেও চমৎকার, নির্মাতা হিসেবেও একজন দুরদর্শী নির্মাতা।’

স্বর্ণলতা বলেন, ‘শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই এনআর মিডিয়ার কর্ণধার নাজমুল রনি ভাইকে, কারণ তিনি আমাকে একক নায়িকা হিসেবে এই নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ নির্মাতা তমাল ভাইকে। তিনি অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আর আমাকে অনেক সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই শাওন ভাইকে। হোম ডেলিভারি নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ স্বর্ণলতা সর্বশেষ গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ , ০২ মহররম ১৪৪২, ০৪ আশ্বিন ১৪২৭

‘হোম ডেলিভারি’তে শাওন-স্বর্ণলতা

নিজস্ব বার্তা পরিবেশক |

image

এই সময়ের তরুণ অভিনেতাদের মধ্যে খুব অল্প সময়ে আলোচনায় এসেছেন সৈয়দ জামান শাওন। বর্তমানে অনেক একক নাটকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে নতুনদের মধ্যে স্বর্ণলতা এখনও একক নাটকের গল্পে কেন্দ্রীয় চরিত্রে একা কাজ করার সুযোগ পাননি। এবারই প্রথম তিনি নাটকে কোন অভিনেতার বিপরীতে একা মূল অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। আরিফুর রহমান নিয়াজের রচনায় ও অভিনেতা তমাল মাহবুবের পরিচালনায় শাওন ও স্বর্ণলতা প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ‘হোম ডেলিভারি’ নাটকে। এরই মধ্যে রাজধানীর উত্তরায় এনআর মিডিয়ার হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে শাওন অভিনয় করেছেন রাহাত চরিত্রে এবং স্বর্ণলতা অভিনয় করেছেন চুমকি চরিত্রে। নাটকটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন পীরজাদা হারুন, রেশমী প্রমুখ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাওন বলেন, ‘আমাদের বর্তমান চলমান জীবনের গল্পকে আবর্তিত করেই নাটকটির গল্প। একটু ভিন্ন ধরনের গল্প। মূলকথা শুটিং সময়টা আমি, আমরা সবাই ভীষণ উপভোগ করেছি। আর তমাল ভাই যেহেতু একজন অভিনেতা তাই কাজটি করতেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। তিনি অভিনেতা হিসেবেও চমৎকার, নির্মাতা হিসেবেও একজন দুরদর্শী নির্মাতা।’

স্বর্ণলতা বলেন, ‘শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই এনআর মিডিয়ার কর্ণধার নাজমুল রনি ভাইকে, কারণ তিনি আমাকে একক নায়িকা হিসেবে এই নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ নির্মাতা তমাল ভাইকে। তিনি অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আর আমাকে অনেক সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই শাওন ভাইকে। হোম ডেলিভারি নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ স্বর্ণলতা সর্বশেষ গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।