সীতাকুণ্ড ইপসার কর্মশালায় বক্তারা

উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখছেন সাংবাদিকরা

উগ্রবাদ কিংবা সহিংসতা দুটোই সমাজের জন্য অভিশাপ। কারো ভেতর উগ্রবাদের জন্ম হলে তিনি এক পর্যায়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার দ্বারা সমাজের কোন কল্যাণ হয় না বরং ক্ষতিগ্রস্ত হয়। গত বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌরসদর রেল স্টেশান সংলগ্ন ইপসা কোর প্রোগ্রাম অফিসের বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিন মিলনায়তনে আয়োজিত ‘উগ্রবাদ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে ইপসার ওরিয়েন্টেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী এসব কথা বলেন। ইপসা সিভিক-কনসোর্টিয়ামের আয়োজনে ও গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট অ্যান্ড রিজিলিয়েন্স ফান্ডের (জিসিইআরএফ) সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন। প্রকল্পের ফিল্ড ফেসিলেটটর মো. শওকত এর সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প আওতায় অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে ধারণা দেন ইপসার প্রোগ্রাম অফিসার সাহ্ সুলতান শামীম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. দিদারুল ইসলাম হিরো।

image
আরও খবর
তাড়াশে ৬শ’ হেক্টর রোপা আমন পানির নিচে : দিশেহারা কৃষক
তুলসীগঙ্গার ৬ কিমি. খননে দুই ইউপির কৃষকের ভাগ্য বদল
পাইকগাছা উপ-নির্বাচন আ’লীগ-বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা
সুন্দরগঞ্জে মুজিব শতবর্ষে ৭৪ প্রা. স্কুলে শহীদ মিনার
প্রতারণা করে ১২ বিয়ে মাইক্রো চালকের
বাঁশখালীতে কাউন্সিলরসহ ৯ জনের বাদীকে মামলা মামলা তুলতে বাদিকে হত্যার হুমকি
উচ্ছেদ আতঙ্কে আরও ৭০ দরিদ্র হিন্দু পরিবার
শত্রুতার জেরে দোকানে তালা : ২০ লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হওয়ার উপক্রম
বালিয়াকান্দিতে এক কিশোরের আত্মহত্যা
শিকদারবাজার মডেল উচ্চ বিদ্যালয় মেঘনার ভাঙনে বিলীনের আশঙ্কা
মোরেলগঞ্জে কৃষকের খড়ের গাদায় অগ্নিসংযোগ
তাড়াশে সড়কে ঝরল মাদ্রাসাছাত্র

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ , ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

সীতাকুণ্ড ইপসার কর্মশালায় বক্তারা

উগ্রবাদ সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখছেন সাংবাদিকরা

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

image

উগ্রবাদ কিংবা সহিংসতা দুটোই সমাজের জন্য অভিশাপ। কারো ভেতর উগ্রবাদের জন্ম হলে তিনি এক পর্যায়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার দ্বারা সমাজের কোন কল্যাণ হয় না বরং ক্ষতিগ্রস্ত হয়। গত বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌরসদর রেল স্টেশান সংলগ্ন ইপসা কোর প্রোগ্রাম অফিসের বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিন মিলনায়তনে আয়োজিত ‘উগ্রবাদ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে ইপসার ওরিয়েন্টেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী এসব কথা বলেন। ইপসা সিভিক-কনসোর্টিয়ামের আয়োজনে ও গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট অ্যান্ড রিজিলিয়েন্স ফান্ডের (জিসিইআরএফ) সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন। প্রকল্পের ফিল্ড ফেসিলেটটর মো. শওকত এর সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প আওতায় অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে ধারণা দেন ইপসার প্রোগ্রাম অফিসার সাহ্ সুলতান শামীম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. দিদারুল ইসলাম হিরো।