মনিপুর কলেজের সঙ্গে ইউসিবির চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সঙ্গে এক চুক্তি সম্পাদন করেছে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। গত বৃহস্পতিবার ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, ইউসিবি স্কুলের ছাত্রদের জন্য রিয়েল টাইম অনলাইন ফি কালেকশন ব্যবস্থা, ওভার দ্য কাউন্টার সেবার মাধ্যমে স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য অটোমেটেড পেরোল ব্যবস্থা, ইন্টারনেট ব্যাংকিং, ইউপে, ইউক্যাশ প্রভৃতি ডিজিটাল সেবাসহ বহুমুখী ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়া, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে দুটি ইউসিবি উপশাখার কর্যক্রমও শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উপদেষ্টা কামাল আহমেদ মজুমদার। আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের চেয়ারম্যান রাশাদা আখতার এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, ইউসিবি’র এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি’র এসইভিপি মো. শাহ আলম ভূঁইয়া, ইউসিবি’র এসইভিপি মো. সেকেন্দার-ই-আজম, স্কুলের গভর্নিং বডির সদস্য একেএম দেলোয়ার হোসেন এবং মো. তৌহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ , ০৭ মহররম ১৪৪২, ০৮ আশ্বিন ১৪২৭

মনিপুর কলেজের সঙ্গে ইউসিবির চুক্তি

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সঙ্গে এক চুক্তি সম্পাদন করেছে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। গত বৃহস্পতিবার ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, ইউসিবি স্কুলের ছাত্রদের জন্য রিয়েল টাইম অনলাইন ফি কালেকশন ব্যবস্থা, ওভার দ্য কাউন্টার সেবার মাধ্যমে স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য অটোমেটেড পেরোল ব্যবস্থা, ইন্টারনেট ব্যাংকিং, ইউপে, ইউক্যাশ প্রভৃতি ডিজিটাল সেবাসহ বহুমুখী ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়া, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে দুটি ইউসিবি উপশাখার কর্যক্রমও শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উপদেষ্টা কামাল আহমেদ মজুমদার। আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল। ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের চেয়ারম্যান রাশাদা আখতার এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, ইউসিবি’র এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি’র এসইভিপি মো. শাহ আলম ভূঁইয়া, ইউসিবি’র এসইভিপি মো. সেকেন্দার-ই-আজম, স্কুলের গভর্নিং বডির সদস্য একেএম দেলোয়ার হোসেন এবং মো. তৌহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।