‘পার্টনার’ নাটকে মেহজাবিন

অভিনয়ে আবারও পুরোদস্তুর ব্যস্ত হয়ে উঠেছেন নাট মেহজাবিন চৌধুরী। একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন। মেহেদী হাসান জনির পরিচালনায় মেহজাবিন চৌধুরী গেলো দু’দিনে নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘পার্টনার’। নাটকটি রচনা করেছেন আরিফুল ইসলাম পাঠক। পার্টনার নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘তরুণ নির্মাতাদের মধ্যে জনি ভাই বেশ ভালো ভালো গল্প নিয়ে কাজ করার চেষ্টা করেন। গল্প নির্বাচন করা থেকে নির্মাণ করার সময়টাতে তিনি বেশ সচেতনভাবেই ভালোভাবে নির্মাণ করার চেষ্টা করেন। আর এটাও সত্যি এখন নাটক নির্মাণও বেশ চ্যালেঞ্জিং। জনি ভাইকেও সেই চ্যালেঞ্জটা নিয়েই কাজ করতে হয়েছে প্রতিযোগিতার বাজারে। পার্টনার নাটকটির গল্পও চমৎকার। যে কারণে নাটকটিতে কাজ করছি। আর এই নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব ভাইয়া, যিনি সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ।’ জনি বলেন, ‘মেহজাবিন আপুকে নিয়ে কাজ করতে সবসময়ই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ গল্প’র ভেতরে প্রবেশ করে তিনি ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করেন। মূলকথা একজন পরিচালককে একজন শিল্পীর যে সর্বোচ্চ সহযোগিতা করতে হয় তিনি সবসময়ই তা করেন। এটা একজন পরিচালকের নাটক নির্মাণের ক্ষেত্রে ভীষণ পজিটিভ। পার্টনার নাটকের ক্ষেত্রেও তিনি ভীষণ সহযোগিতা করেছেন। আশাকরি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ জনি জানান শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে মেহজাবিন ও অপূর্ব সম্প্রতি একসঙ্গে আরও দু’টি নাটকের কাজ শেষ করেছেন। নাটক দুটি হচ্ছে মহিদুল মহিমের ‘মধুসিং’ ও ‘ক্যা-িক্রাস’। শিগগিরই মেহজাবিন মিজানুর রহমান আরিয়ান, রুবেল হাসান ও ভিকি জায়েদের তিনটি নাটকের কাজ করবেন।

রবিবার, ১১ অক্টোবর ২০২০ , ২৩ সফর ১৪৪২, ২৬ আশ্বিন ১৪২৭

‘পার্টনার’ নাটকে মেহজাবিন

বিনোদন প্রতিবেদক |

image

অভিনয়ে আবারও পুরোদস্তুর ব্যস্ত হয়ে উঠেছেন নাট মেহজাবিন চৌধুরী। একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন। মেহেদী হাসান জনির পরিচালনায় মেহজাবিন চৌধুরী গেলো দু’দিনে নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘পার্টনার’। নাটকটি রচনা করেছেন আরিফুল ইসলাম পাঠক। পার্টনার নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘তরুণ নির্মাতাদের মধ্যে জনি ভাই বেশ ভালো ভালো গল্প নিয়ে কাজ করার চেষ্টা করেন। গল্প নির্বাচন করা থেকে নির্মাণ করার সময়টাতে তিনি বেশ সচেতনভাবেই ভালোভাবে নির্মাণ করার চেষ্টা করেন। আর এটাও সত্যি এখন নাটক নির্মাণও বেশ চ্যালেঞ্জিং। জনি ভাইকেও সেই চ্যালেঞ্জটা নিয়েই কাজ করতে হয়েছে প্রতিযোগিতার বাজারে। পার্টনার নাটকটির গল্পও চমৎকার। যে কারণে নাটকটিতে কাজ করছি। আর এই নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব ভাইয়া, যিনি সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ণ।’ জনি বলেন, ‘মেহজাবিন আপুকে নিয়ে কাজ করতে সবসময়ই আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ গল্প’র ভেতরে প্রবেশ করে তিনি ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করেন। মূলকথা একজন পরিচালককে একজন শিল্পীর যে সর্বোচ্চ সহযোগিতা করতে হয় তিনি সবসময়ই তা করেন। এটা একজন পরিচালকের নাটক নির্মাণের ক্ষেত্রে ভীষণ পজিটিভ। পার্টনার নাটকের ক্ষেত্রেও তিনি ভীষণ সহযোগিতা করেছেন। আশাকরি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ জনি জানান শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে মেহজাবিন ও অপূর্ব সম্প্রতি একসঙ্গে আরও দু’টি নাটকের কাজ শেষ করেছেন। নাটক দুটি হচ্ছে মহিদুল মহিমের ‘মধুসিং’ ও ‘ক্যা-িক্রাস’। শিগগিরই মেহজাবিন মিজানুর রহমান আরিয়ান, রুবেল হাসান ও ভিকি জায়েদের তিনটি নাটকের কাজ করবেন।