২৭২ গান নিয়ে চালু হলো আইয়ুব বাচ্চুর ওয়েবসাইট

সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে গিটার ও ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ডিজিটাল আর্কাইভ ওয়েবসাইট। ১৮ অক্টোবর এই প্রয়াতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এর উদ্বোধন করা হয়। এতে রয়েছে আইয়ুব বাচ্চুর ২৭২টি নিবন্ধিত গানসহ অনেক কিছু। ওইদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কপিরাইট অফিসে এক আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে এই আর্কাইভের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘আইয়ুব বাচ্চু অসংখ্য গান তৈরি করে গেছেন। যা আজ আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। এটা সংরক্ষণে কপিরাইট অফিসের এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। একইসঙ্গে দেশের অন্য যেসব শিল্পীরা আছেন, তাদের বলবো কপিরাইট নিবন্ধন নিশ্চিত করার জন্য। কারণ তাদের সমস্ত সৃষ্টি বাংলাদেশের সম্পদ। পাশাপাশি আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই। আয়োজনে যুক্ত হন আইয়ুব বাচ্চুর কন্যা ফাইরুয সাফরা আইয়ুব। তিনি কপিরাইপ অফিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার বাবা কপিরাইট আন্দোলনে অনেক আগে থেকেই যুক্ত ছিলেন। সেটা ২০২০ সালে এসে সফল হলো। এটা আমাদের ও দেশের সকল শিল্পীদের জন্য বড় প্রাপ্তি।

আইয়ুব বাচ্চুর ওয়েবসাইট রেজিস্ট্রার জাফর গণমাধ্যমক জানান, ওয়েবসাইটটিতে শুধু গান নয়, থাকছে আইয়ুব বাচ্চুর লাইফ প্রোফাইল, তার দল এলআরবির ছবিসহ বর্ণনা, আইয়ুব বাচ্চু ও এলআরবি সংক্রান্ত যাবতীয় তথ্য, জীবনের উল্লেখযোগ্য ঘটনা, বিভিন্ন কনসার্ট-ট্যুরের বর্ণনা, গানসমূহের অডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা। এছাড়া আইয়ুব বাচ্চুর রূপালী গিটারসহ তার ব্যবহৃত ৫০টিরও বেশি গিটারের একটি থ্রিডি ডিজিটাল মিউজিয়ামও এখানে যুক্ত শিগগিরই হবে বলে তিনি জানান। সাইটটির ঠিকানা- https://abkitchen.org

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ , ৪ কার্তিক ১৪২৭, ২ রবিউল ‍আউয়াল ১৪৪২

২৭২ গান নিয়ে চালু হলো আইয়ুব বাচ্চুর ওয়েবসাইট

বিনোদন প্রতিবেদক |

image

সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে গিটার ও ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ডিজিটাল আর্কাইভ ওয়েবসাইট। ১৮ অক্টোবর এই প্রয়াতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এর উদ্বোধন করা হয়। এতে রয়েছে আইয়ুব বাচ্চুর ২৭২টি নিবন্ধিত গানসহ অনেক কিছু। ওইদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কপিরাইট অফিসে এক আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে এই আর্কাইভের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

প্রতিমন্ত্রী বলেন, ‘আইয়ুব বাচ্চু অসংখ্য গান তৈরি করে গেছেন। যা আজ আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। এটা সংরক্ষণে কপিরাইট অফিসের এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। একইসঙ্গে দেশের অন্য যেসব শিল্পীরা আছেন, তাদের বলবো কপিরাইট নিবন্ধন নিশ্চিত করার জন্য। কারণ তাদের সমস্ত সৃষ্টি বাংলাদেশের সম্পদ। পাশাপাশি আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরই। আয়োজনে যুক্ত হন আইয়ুব বাচ্চুর কন্যা ফাইরুয সাফরা আইয়ুব। তিনি কপিরাইপ অফিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার বাবা কপিরাইট আন্দোলনে অনেক আগে থেকেই যুক্ত ছিলেন। সেটা ২০২০ সালে এসে সফল হলো। এটা আমাদের ও দেশের সকল শিল্পীদের জন্য বড় প্রাপ্তি।

আইয়ুব বাচ্চুর ওয়েবসাইট রেজিস্ট্রার জাফর গণমাধ্যমক জানান, ওয়েবসাইটটিতে শুধু গান নয়, থাকছে আইয়ুব বাচ্চুর লাইফ প্রোফাইল, তার দল এলআরবির ছবিসহ বর্ণনা, আইয়ুব বাচ্চু ও এলআরবি সংক্রান্ত যাবতীয় তথ্য, জীবনের উল্লেখযোগ্য ঘটনা, বিভিন্ন কনসার্ট-ট্যুরের বর্ণনা, গানসমূহের অডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা। এছাড়া আইয়ুব বাচ্চুর রূপালী গিটারসহ তার ব্যবহৃত ৫০টিরও বেশি গিটারের একটি থ্রিডি ডিজিটাল মিউজিয়ামও এখানে যুক্ত শিগগিরই হবে বলে তিনি জানান। সাইটটির ঠিকানা- https://abkitchen.org