কণার স্বপ্ন

আয়েশা বিনতে আজাদ কণা। গান নিয়ে যার অনেক স্বপ্ন। ছোটবেলা থেকেই গানের সঙ্গেই তার উঠা বসা। তার খালা মমতাজ বেগম দেশের বাউল সম্র্রাজ্ঞী ও সংসদ সদস্য। গানে কণার মূলত অনুপ্রেরণা মতাজের বাবা এবং তার নানা প্রয়াত মধু বয়াতী। মধু বয়াতী হলেন দেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজের বাবা। পড়ছেন রাজধানীর সরকারি সঙ্গীত কলেজে-এ নজরুল সঙ্গীতে তৃতীয় বর্ষে। তবে এরইমধ্যে কণা’র প্রথম মৌলিক গান ‘অভিনয়’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন কারমিন রিমিশা টুম্পা এবং সুর সঙ্গীত করেছেন তারই কলেজের বড় ভাই উত্তম। কলকাতার প্রাক্তন’ সিনেমার জনপ্রিয় গান ‘আমি কী তোমায় খুব বিরক্ত করছি-লক্ষ্মীটি’ গানটি কাভার করে অনেকে প্রশংসা পেয়েছেন বলে জানান। এরইমধ্যে গানটি ইউটিউবে ৪১ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

কনা জানান, অনেক বড় শিল্পী হতে চান তিনি, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করতে চান। তাই ছোটবেলায় কনা তার বাবার চাকরির সুবাদে নোয়াখালীর রামগতিতে থাকার সময় ওস্তাদ অঞ্জন দাসের কাছে গানে তালিম নেন। পরবর্তীতে লতিফ স্যারসহ আরও অনেকের কাছে তালিম নেন কণা। বর্তমানে নজরুল সঙ্গীতে তালিম নিচ্ছেন মফিজুর রহমানের কাছে। শফি ম-ল ও শোয়েবের কাছে তালিম নিয়েছেন। নানার পরে তার গানের অনুপ্রেরণা তার মা রেহানা ও তার খালামনি সংগীতশিল্পী মমতাজ বেগম। কনা এই মুুহূর্তে আরও দু’তিনটি মৌলিক গান ও কয়েকটি কাভার সংয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কণার গ্রামের বাড়ি পটুয়াখালী। এদিকে আজ কণার জন্মদিন। জন্মদিনের পুরোটা সময়ই পরিবারের সঙ্গে কাটবে তার।

বুধবার, ২১ অক্টোবর ২০২০ , ৫ কার্তিক ১৪২৭, ৩ রবিউল ‍আউয়াল ১৪৪২

কণার স্বপ্ন

বিনোদন প্রতিবেদক |

image

আয়েশা বিনতে আজাদ কণা। গান নিয়ে যার অনেক স্বপ্ন। ছোটবেলা থেকেই গানের সঙ্গেই তার উঠা বসা। তার খালা মমতাজ বেগম দেশের বাউল সম্র্রাজ্ঞী ও সংসদ সদস্য। গানে কণার মূলত অনুপ্রেরণা মতাজের বাবা এবং তার নানা প্রয়াত মধু বয়াতী। মধু বয়াতী হলেন দেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজের বাবা। পড়ছেন রাজধানীর সরকারি সঙ্গীত কলেজে-এ নজরুল সঙ্গীতে তৃতীয় বর্ষে। তবে এরইমধ্যে কণা’র প্রথম মৌলিক গান ‘অভিনয়’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন কারমিন রিমিশা টুম্পা এবং সুর সঙ্গীত করেছেন তারই কলেজের বড় ভাই উত্তম। কলকাতার প্রাক্তন’ সিনেমার জনপ্রিয় গান ‘আমি কী তোমায় খুব বিরক্ত করছি-লক্ষ্মীটি’ গানটি কাভার করে অনেকে প্রশংসা পেয়েছেন বলে জানান। এরইমধ্যে গানটি ইউটিউবে ৪১ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

কনা জানান, অনেক বড় শিল্পী হতে চান তিনি, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করতে চান। তাই ছোটবেলায় কনা তার বাবার চাকরির সুবাদে নোয়াখালীর রামগতিতে থাকার সময় ওস্তাদ অঞ্জন দাসের কাছে গানে তালিম নেন। পরবর্তীতে লতিফ স্যারসহ আরও অনেকের কাছে তালিম নেন কণা। বর্তমানে নজরুল সঙ্গীতে তালিম নিচ্ছেন মফিজুর রহমানের কাছে। শফি ম-ল ও শোয়েবের কাছে তালিম নিয়েছেন। নানার পরে তার গানের অনুপ্রেরণা তার মা রেহানা ও তার খালামনি সংগীতশিল্পী মমতাজ বেগম। কনা এই মুুহূর্তে আরও দু’তিনটি মৌলিক গান ও কয়েকটি কাভার সংয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। কণার গ্রামের বাড়ি পটুয়াখালী। এদিকে আজ কণার জন্মদিন। জন্মদিনের পুরোটা সময়ই পরিবারের সঙ্গে কাটবে তার।