আসছে ঢাকা থিয়েটারের নতুন নাটক

আসছে ঢাকা থিয়েটার’র নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অতিলৌকিক স্টিমারের’। আনন জামান রচিত এই নাটকটির নর্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনে নাটকটির দুটি প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা ৭টায়। নির্দেশক শহীদুজ্জামান সেলিম বলেন, ‘করোনা অতিমারির কালে ভয়কে জয় করে ঢাকা থিয়েটার’র কর্মীদের এ নাট্যযুদ্ধে আপনারা সামিল হোন। মৃত্যু জরা ব্যধি অতিক্রম করে সহস্র বৎসরের মানুষের নির্ভীক যাত্রায় আমাদের এ ক্ষুদ্র প্রয়াস জীবনেরই জয়গাণ।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ , ৬ কার্তিক ১৪২৭, ৪ রবিউল ‍আউয়াল ১৪৪২

আসছে ঢাকা থিয়েটারের নতুন নাটক

বিনোদন প্রতিবেদক |

image

আসছে ঢাকা থিয়েটার’র নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অতিলৌকিক স্টিমারের’। আনন জামান রচিত এই নাটকটির নর্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনে নাটকটির দুটি প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা ৭টায়। নির্দেশক শহীদুজ্জামান সেলিম বলেন, ‘করোনা অতিমারির কালে ভয়কে জয় করে ঢাকা থিয়েটার’র কর্মীদের এ নাট্যযুদ্ধে আপনারা সামিল হোন। মৃত্যু জরা ব্যধি অতিক্রম করে সহস্র বৎসরের মানুষের নির্ভীক যাত্রায় আমাদের এ ক্ষুদ্র প্রয়াস জীবনেরই জয়গাণ।