বসুরহাট পৌরসভা নির্বাচন নিয়ে পৌরবাসীকে সতর্ক থাকতে হবে আবদুল কাদের মির্জা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, আসন্ন বসুরহাট পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বারুদের গন্ধ ও অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। ওরা আমাকে হত্যার হুমকি দেয় তাই পৌরবাসীকে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে কোন অঘটন ঘটার আগেই অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে হবে। নতুবা যেকোন পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী থাকতে হবে বলে তিনি সতর্ক করে দেন।

আবদুল কাদের বলেন, কোম্পানীগঞ্জের শাহজাদাপুরে গ্যাসফিল্ড তার নাম কবিরহাটের এক নেতার গ্রামের নামে, তিনি বলেন এসব চামচামি ছাড়ুন। অবিলম্বে এর নাম পরিবর্তন করুন এবং ২ মাসের মধ্যে এলাকায় গ্যাস লাইন সংযোগের ব্যাবস্থা করুন নতুবা ২ মাস পর থেকে এ এলাকার গ্যাস জাতীয় গ্রেডে নিতে দেয়া হবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নেতা ওবায়দুল কাদের বলেছেন এখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নৌকার জয় আনতে হবে। আমিও ঘোষণা করছি যদি ১ ভোটও পাই তার পরও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এবং বসুরহাট থেকেই ভোটারের ভোট ভোটার দেবে যাকে খুশি তাকে দেবে সে অধিকার নিশ্চিত করা হবে। আমি হেরে গেলেও জনতার রায় মাথা পেতে নিয়ে বিজয়ীর গলায় মালা পরিয়ে দেব।

পৌর সভার উন্নয়নের ফিরিস্তি দিয়ে কাদের মির্জা বলেন, এ পৌরসভায় মাত্র ৬০/৭০ লাখ টাকা আয় হয়।

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

বসুরহাট পৌরসভা নির্বাচন নিয়ে পৌরবাসীকে সতর্ক থাকতে হবে আবদুল কাদের মির্জা

প্রতিনিধি, নোয়াখালী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, আসন্ন বসুরহাট পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বারুদের গন্ধ ও অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। ওরা আমাকে হত্যার হুমকি দেয় তাই পৌরবাসীকে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে কোন অঘটন ঘটার আগেই অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে হবে। নতুবা যেকোন পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী থাকতে হবে বলে তিনি সতর্ক করে দেন।

আবদুল কাদের বলেন, কোম্পানীগঞ্জের শাহজাদাপুরে গ্যাসফিল্ড তার নাম কবিরহাটের এক নেতার গ্রামের নামে, তিনি বলেন এসব চামচামি ছাড়ুন। অবিলম্বে এর নাম পরিবর্তন করুন এবং ২ মাসের মধ্যে এলাকায় গ্যাস লাইন সংযোগের ব্যাবস্থা করুন নতুবা ২ মাস পর থেকে এ এলাকার গ্যাস জাতীয় গ্রেডে নিতে দেয়া হবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নেতা ওবায়দুল কাদের বলেছেন এখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নৌকার জয় আনতে হবে। আমিও ঘোষণা করছি যদি ১ ভোটও পাই তার পরও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এবং বসুরহাট থেকেই ভোটারের ভোট ভোটার দেবে যাকে খুশি তাকে দেবে সে অধিকার নিশ্চিত করা হবে। আমি হেরে গেলেও জনতার রায় মাথা পেতে নিয়ে বিজয়ীর গলায় মালা পরিয়ে দেব।

পৌর সভার উন্নয়নের ফিরিস্তি দিয়ে কাদের মির্জা বলেন, এ পৌরসভায় মাত্র ৬০/৭০ লাখ টাকা আয় হয়।