ক্যাপিটল হিলে হামলার পরিকল্পনা করা হয় ৬৫ দিন ধরে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে তা-ব চালায়। এ ঘটনায় প্রাণ হারিয়েছে পুলিশসহ ৫ জন। এ অবস্থায় প্রকাশ্যে উঠে এলো একটি চাঞ্চল্যকর তথ্য। ক্যাপিটল ভবনে হামলার পরিকল্পনা তৈরি হয়েছিল ৬৫ দিন ধরে। বিবিসি

প্রতিবেদনে বলা হয়েছেÑ ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছিল মার্কিন নির্বাচনের আগে থেকেই। এর যাত্রা শুরু হয় ৩ নভেম্বর মার্কিন নির্বাচনের রাতেই। ওই দিন ভোট গণনা শুরুর পর রাত আড়াইটার দিকে হোয়াইট হাউসের ইস্ট রুমে গিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর এক ঘণ্টা পরই এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, নির্বাচনে চুরি করার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা। ট্রাম্পের এমন অভিযোগে উদ্বুদ্ধ হয়েই নির্বাচনের ৬৫ দিন পর ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ‘স্টপ দ্য স্টিল’সহ বিভিন্ন অনলাইন পেজে সহিংসতার নানা বার্তা ছড়ানো হচ্ছিল।

এদিকে ২০০ বছর পর এমন ভয়াবহ তা-ব দেখল ক্যাপিটলবাসী। এর আগে ১৮১৪ সালে হামলার কবলে পড়েছিল ক্যাপিটল ভবন। ওই ঘটনার ২০৪ বছর পর বুধবার এমন ঘটনা ঘটল। তবে দুটি ঘটনার মধ্যে বড় পার্থক্য রয়েছে।

১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে হামলা করে এবং এতে আগুন জ্বালিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের হিস্টোরিকাল সোসাইটির বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়Ñ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর ওই যুদ্ধ ‘ওয়ার অব ১৮১২’ নামে পরিচিতি। ১৮১২ সালের জুন মাসে শুরু হওয়া সেই যুদ্ধ শেষ হয় ১৮১৫ সালে। যুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনীর হামলার শিকার হয় ক্যাপিটল ভবন। যুক্তরাষ্ট্রের হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের সেই যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এ ধরনের আগ্রাসন হলো।

মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ , ২৮ পৌষ ১৪২৭, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২

ক্যাপিটল হিলে হামলার পরিকল্পনা করা হয় ৬৫ দিন ধরে

image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে তা-ব চালায়। এ ঘটনায় প্রাণ হারিয়েছে পুলিশসহ ৫ জন। এ অবস্থায় প্রকাশ্যে উঠে এলো একটি চাঞ্চল্যকর তথ্য। ক্যাপিটল ভবনে হামলার পরিকল্পনা তৈরি হয়েছিল ৬৫ দিন ধরে। বিবিসি

প্রতিবেদনে বলা হয়েছেÑ ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছিল মার্কিন নির্বাচনের আগে থেকেই। এর যাত্রা শুরু হয় ৩ নভেম্বর মার্কিন নির্বাচনের রাতেই। ওই দিন ভোট গণনা শুরুর পর রাত আড়াইটার দিকে হোয়াইট হাউসের ইস্ট রুমে গিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর এক ঘণ্টা পরই এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, নির্বাচনে চুরি করার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা। ট্রাম্পের এমন অভিযোগে উদ্বুদ্ধ হয়েই নির্বাচনের ৬৫ দিন পর ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ‘স্টপ দ্য স্টিল’সহ বিভিন্ন অনলাইন পেজে সহিংসতার নানা বার্তা ছড়ানো হচ্ছিল।

এদিকে ২০০ বছর পর এমন ভয়াবহ তা-ব দেখল ক্যাপিটলবাসী। এর আগে ১৮১৪ সালে হামলার কবলে পড়েছিল ক্যাপিটল ভবন। ওই ঘটনার ২০৪ বছর পর বুধবার এমন ঘটনা ঘটল। তবে দুটি ঘটনার মধ্যে বড় পার্থক্য রয়েছে।

১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে হামলা করে এবং এতে আগুন জ্বালিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের হিস্টোরিকাল সোসাইটির বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়Ñ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর ওই যুদ্ধ ‘ওয়ার অব ১৮১২’ নামে পরিচিতি। ১৮১২ সালের জুন মাসে শুরু হওয়া সেই যুদ্ধ শেষ হয় ১৮১৫ সালে। যুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনীর হামলার শিকার হয় ক্যাপিটল ভবন। যুক্তরাষ্ট্রের হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের সেই যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এ ধরনের আগ্রাসন হলো।