আতঙ্ক নয়, চাই সতর্কতা

ভারতের ৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। করোনাভাইরাস মহামারীর মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় দেশটিতে সাধারণ মানুষের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ভারতে বার্ড ফ্লু সংক্রমণের খবরে দেশেও উদ্বেগ দেখা দিয়েছে। খামারিরা আশঙ্কা করছেন, হাঁস-মুরগি বা ডিমের দাম কমে গেলে পোলট্রি শিল্প সংকটে পড়বে। মহামারী করোনাভাইরাসের সময় খামারিরা নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছেন। এখন পোলট্রি শিল্প ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ সময় খামারিদের যেন নতুন কোন বিপদে পড়তে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বার্ড ফ্লু হলে হাঁস-মুরগির খামারগুলোতে মহামারী দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বছর দেশে এখন পর্যন্ত বার্ড ফ্লু সংক্রমণের খবর জানা যায়নি। তবে অতীতে সংক্রমণ ঘটেছে। সে সময় কম হলেও মানুষের মধ্যে এ রোগ সংক্রমিত হয়েছে।

দেশে যেন বার্ড ফ্লুর প্রাদুর্ভাব না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। শীত মৌসুমে মূলত পরিযায়ী পাখির মাধ্যমে অ্যাভিয়ন ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ঘটে। হাঁস-মুরগি আমদানির মাধ্যমেও এটি এক দেশ থেকে অন্য দেশে বিস্তৃত হতে পারে। সরকার এরই মধ্যে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ভারত থেকে হাঁস, মুরগি, মুরগির বাচ্চা বা ডিম আমদানি বন্ধ রাখা হয়েছে।

বার্ড ফ্লু প্রতিরোধ করার জন্য এর টিকার পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করা জরুরি। খামারে নিরাপত্তা নিশ্চিত করতে খামারিদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষ যেন আতঙ্কিত হয়ে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ , ২ মাঘ ১৪২৭, ২ জমাদিউস সানি ১৪৪২

ভারতে বার্ড ফ্লু

আতঙ্ক নয়, চাই সতর্কতা

ভারতের ৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। করোনাভাইরাস মহামারীর মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় দেশটিতে সাধারণ মানুষের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ভারতে বার্ড ফ্লু সংক্রমণের খবরে দেশেও উদ্বেগ দেখা দিয়েছে। খামারিরা আশঙ্কা করছেন, হাঁস-মুরগি বা ডিমের দাম কমে গেলে পোলট্রি শিল্প সংকটে পড়বে। মহামারী করোনাভাইরাসের সময় খামারিরা নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছেন। এখন পোলট্রি শিল্প ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এ সময় খামারিদের যেন নতুন কোন বিপদে পড়তে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বার্ড ফ্লু হলে হাঁস-মুরগির খামারগুলোতে মহামারী দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বছর দেশে এখন পর্যন্ত বার্ড ফ্লু সংক্রমণের খবর জানা যায়নি। তবে অতীতে সংক্রমণ ঘটেছে। সে সময় কম হলেও মানুষের মধ্যে এ রোগ সংক্রমিত হয়েছে।

দেশে যেন বার্ড ফ্লুর প্রাদুর্ভাব না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। শীত মৌসুমে মূলত পরিযায়ী পাখির মাধ্যমে অ্যাভিয়ন ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ঘটে। হাঁস-মুরগি আমদানির মাধ্যমেও এটি এক দেশ থেকে অন্য দেশে বিস্তৃত হতে পারে। সরকার এরই মধ্যে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ভারত থেকে হাঁস, মুরগি, মুরগির বাচ্চা বা ডিম আমদানি বন্ধ রাখা হয়েছে।

বার্ড ফ্লু প্রতিরোধ করার জন্য এর টিকার পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করা জরুরি। খামারে নিরাপত্তা নিশ্চিত করতে খামারিদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষ যেন আতঙ্কিত হয়ে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।