সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সূচক সামান্য বাড়লেও এদিন টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০২ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৬.১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৪.৬৪ পয়েন্টে এবং ২২০৮.৪৪ পয়েন্টে। তবে সিডিএসইটি সূচক ৬.৮৭ পয়েন্ট কমেছে।

ডিএসইতে গতকাল ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির বা ৩৬.৬৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯.৭২ শতাংশের এবং ৮৫টির বা ২৩.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫.৮৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬৭ লাখ ৬২ হাজার ৮৫৮টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ টাকার রবি আজিয়াটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।

এছাড়া একটিভ ফাইনের ৫ লাখ ২৮ হাজার টাকার, বিবিএসের ৪৮ লাখ ৭৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৪ লাখ ১৮ হাজার টাকার, বেক্সিমকোর ৯৭ লাখ ৪৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৬৪ লাখ ৪৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯৮ লাখ টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৫০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩৩ লাখ ৪০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৫ লাখ ১ হাজার টাকার, ডিবিএইচের ৮৩ লাখ ৮১ হাজার টাকার, এনার্জিপ্যাকের ১৯ লাখ ১৩ হাজার টাকার, জেনেক্সের ৫ লাখ ১ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ৬ লাখ ৫০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১৫ লাখ ৯৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৭ লাখ ৩২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৪ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২৮ লাখ ৩০ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১৭ লাখ ১০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৩৭ হাজার টাকার, সায়হাম কটনের ৩২ লাখ টাকার, এসকে ট্রিমসের ১০ লাখ ৩৬ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সূচক সামান্য বাড়লেও এদিন টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০২ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৬.১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৪.৬৪ পয়েন্টে এবং ২২০৮.৪৪ পয়েন্টে। তবে সিডিএসইটি সূচক ৬.৮৭ পয়েন্ট কমেছে।

ডিএসইতে গতকাল ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির বা ৩৬.৬৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯.৭২ শতাংশের এবং ৮৫টির বা ২৩.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫.৮৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৫৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬৭ লাখ ৬২ হাজার ৮৫৮টি শেয়ার ৪৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ টাকার রবি আজিয়াটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।

এছাড়া একটিভ ফাইনের ৫ লাখ ২৮ হাজার টাকার, বিবিএসের ৪৮ লাখ ৭৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৪ লাখ ১৮ হাজার টাকার, বেক্সিমকোর ৯৭ লাখ ৪৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৬৪ লাখ ৪৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯৮ লাখ টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৫০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩৩ লাখ ৪০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১৫ লাখ ১ হাজার টাকার, ডিবিএইচের ৮৩ লাখ ৮১ হাজার টাকার, এনার্জিপ্যাকের ১৯ লাখ ১৩ হাজার টাকার, জেনেক্সের ৫ লাখ ১ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ৬ লাখ ৫০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ১৫ লাখ ৯৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৭ লাখ ৩২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৪ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২৮ লাখ ৩০ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১৭ লাখ ১০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৩৭ হাজার টাকার, সায়হাম কটনের ৩২ লাখ টাকার, এসকে ট্রিমসের ১০ লাখ ৩৬ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।