টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৫ ‘রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। গত বুধবার ভোররাতে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা হলেন, টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পের ‘ডি’ ব্লকের মো. ইসমাইল (২২), এ/৫’ ব্লকের মো. খায়রুল ইসমাইল (৩৩), ডি/২’ ব্লকের ১১৫ নম্বর বাসার মো. ছালাম (২২), এ/৭’ ব্লকের মো. হারুন (৩১) ও ডি/৬’ব্লকের মো. জামাল আহাম্মদ।

এই বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-১৬’র সিও মো. তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পে ৮ থেকে ১০ জন রোহিঙ্গার একটি সন্ত্রাসী গ্রুপ অস্ত্রশস্ত্রসহ ক্যাম্পে অবস্থান করার খবরে এপিবিএন সদস্যরা ক্যাম্পে সন্ত্রাসীদের অবস্থানের ঘর ঘিরে ফেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।

আরও খবর
পবিস কর্তাদের যোগসাজশে বাড়ির সংযোগে সেচযন্ত্রে বিদ্যুৎ : মৃত্যু ৩
সিলেটে বিচারককে ঘুষ দেয়ার চেষ্টা এসআই ক্লোজড
ভাণ্ডারিয়ায় বধ্যভূমি দখলে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামালা
চাটমোহরে মেয়র কাউন্সিলর শপথ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে টেন্ডার অনিয়মের অভিযোগ
ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট থাকায় অপসারণ হচ্ছেন খুবির তিন শিক্ষক
নড়াইলে শ্রমিককে হত্যার অভিযোগ
গ্রামে বসে পাইপে সুপেয় পানি পাচ্ছেন সাড়ে ৩ হাজার পরিবার
মির্জাপুরে জমি বিবাদে বোন খুন ভাই আটক
৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
বিষমুক্ত সবজি ফেরি ৪৫ বছর ধরে ক্রেতার ভরসা আরশেদ-গফুর
রাস্তায় ফেলে রাখা বৃদ্ধার পাশে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি-ইউএনও
ফসলি জমিতে পুকুর খননের হিড়িক : উৎপাদন হুমকিতে
৪ জেলায় সুখের নীড় পাচ্ছে ১২৭০ গৃহহীন পরিবার

শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ , ৮ মাঘ ১৪২৭, ৮ জমাদিউস সানি ১৪৪২

টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৫ ‘রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। গত বুধবার ভোররাতে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা হলেন, টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পের ‘ডি’ ব্লকের মো. ইসমাইল (২২), এ/৫’ ব্লকের মো. খায়রুল ইসমাইল (৩৩), ডি/২’ ব্লকের ১১৫ নম্বর বাসার মো. ছালাম (২২), এ/৭’ ব্লকের মো. হারুন (৩১) ও ডি/৬’ব্লকের মো. জামাল আহাম্মদ।

এই বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)-১৬’র সিও মো. তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পে ৮ থেকে ১০ জন রোহিঙ্গার একটি সন্ত্রাসী গ্রুপ অস্ত্রশস্ত্রসহ ক্যাম্পে অবস্থান করার খবরে এপিবিএন সদস্যরা ক্যাম্পে সন্ত্রাসীদের অবস্থানের ঘর ঘিরে ফেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।