ভালোবাসা দিবসে নাজমুল রনির ৬টি নাটক

হৃদি হকের হাত ধরে মিডিয়াতে এ প্রজন্মের নাট্যনির্মাতা নাজমুল রনির পথচলা শুরু। অপূর্ব ও বাঁধন সেলিব্রেটি জুটিকে নিয়ে নাজমুল রনি প্রথম নির্মাণ করেন ‘নীলিমায় নীল’ নামের একটি নাটক। প্রথম নাটকেই বেশ সাড়া পান তিনি। আগামী ভালোবাসা দিবসে আসছে অপূর্বকে নিয়ে তার নাটক ‘মেডেল’, ‘প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘লেটস চেঞ্জ’। এই তিনটি নাটকেই অপূর্ব’র বিপরীতে আছেন সাবিলা নূর। এই নাটকগুলো ছাড়াও ভালোবাসা দিবসে আরো আসবে নাজমুল রনি পরিচালিত ‘তোমার টানে’, ‘বিয়ে হবে কী’, ‘আজ আমাদের বিয়ে’। এই তিনটি নাটকেই আছেন এই সময়ের আরেক সেলিব্রেটি তানজিন তিশা। নাটকগুলোতে তানজিন তিশার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ ও জোভান। নাটকগুলো প্রসঙ্গে নাজমুল রনি বলেন, ‘বিশেষ বিশেষ দিবসে নির্মাতাদের ওপর একটু চাপ বেশিই থাকে। যে কারণে ভালোবাসা দিবস আসার আগে স্বাভাবিকভাবেই আমার ওপরও চাপ ছিল। আমি কৃতজ্ঞ বিশেষত অপূর্ব ভাইয়ার কাছে। কারণ তিনি শুরু থেকে এখন পর্যন্ত আমাকে খুব সহযোগিতা করে যাচ্ছেন। আমি তার কাছে ঋণী। অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ইরফান সাজ্জাদ ভাই, মেহজাবিন, তৌসিফ, জোভান, তানজিন তিশা, সাবিলা নূরসহ আরো যারা সেলিব্রেটিরা আমার নাটকে কাজ করেছেন তাদের প্রতি। কারণ প্রত্যেকের সহযোগিতার কারণেই আমি আজকের নাজমুল রনি। স্বপ্ন আছে চলচ্চিত্র নির্মাণের কিন্তু। চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি আসলে ভালো নয়। যে কারণে মনে ভয় কাজ করে, যদি প্রযোজককে অর্থ ফেরত না দিতে পারি। তবে ইনশাআল্লাহ একদিন না একদিন চলচ্চিত্র নির্মাণ করবো।’ বরিশালের গৌর নদীর সন্তান নাজমুল রনি এখন পর্যন্ত ৬০টিরও বেশি নাটক নির্মাণ করেছেন। এফ এ সুমনের দুটি গানে মিউজিক ভিডিও এবং তিনটি বিজ্ঞাপনও নির্মাণ করেছেন তিনি।

সোমবার, ০১ ফেব্রুয়ারী ২০২১ , ১৮ মাঘ ১৪২৭, ১৮ জমাদিউস সানি ১৪৪২

ভালোবাসা দিবসে নাজমুল রনির ৬টি নাটক

বিনোদন প্রতিবেদক |

image

হৃদি হকের হাত ধরে মিডিয়াতে এ প্রজন্মের নাট্যনির্মাতা নাজমুল রনির পথচলা শুরু। অপূর্ব ও বাঁধন সেলিব্রেটি জুটিকে নিয়ে নাজমুল রনি প্রথম নির্মাণ করেন ‘নীলিমায় নীল’ নামের একটি নাটক। প্রথম নাটকেই বেশ সাড়া পান তিনি। আগামী ভালোবাসা দিবসে আসছে অপূর্বকে নিয়ে তার নাটক ‘মেডেল’, ‘প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘লেটস চেঞ্জ’। এই তিনটি নাটকেই অপূর্ব’র বিপরীতে আছেন সাবিলা নূর। এই নাটকগুলো ছাড়াও ভালোবাসা দিবসে আরো আসবে নাজমুল রনি পরিচালিত ‘তোমার টানে’, ‘বিয়ে হবে কী’, ‘আজ আমাদের বিয়ে’। এই তিনটি নাটকেই আছেন এই সময়ের আরেক সেলিব্রেটি তানজিন তিশা। নাটকগুলোতে তানজিন তিশার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ ও জোভান। নাটকগুলো প্রসঙ্গে নাজমুল রনি বলেন, ‘বিশেষ বিশেষ দিবসে নির্মাতাদের ওপর একটু চাপ বেশিই থাকে। যে কারণে ভালোবাসা দিবস আসার আগে স্বাভাবিকভাবেই আমার ওপরও চাপ ছিল। আমি কৃতজ্ঞ বিশেষত অপূর্ব ভাইয়ার কাছে। কারণ তিনি শুরু থেকে এখন পর্যন্ত আমাকে খুব সহযোগিতা করে যাচ্ছেন। আমি তার কাছে ঋণী। অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ইরফান সাজ্জাদ ভাই, মেহজাবিন, তৌসিফ, জোভান, তানজিন তিশা, সাবিলা নূরসহ আরো যারা সেলিব্রেটিরা আমার নাটকে কাজ করেছেন তাদের প্রতি। কারণ প্রত্যেকের সহযোগিতার কারণেই আমি আজকের নাজমুল রনি। স্বপ্ন আছে চলচ্চিত্র নির্মাণের কিন্তু। চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি আসলে ভালো নয়। যে কারণে মনে ভয় কাজ করে, যদি প্রযোজককে অর্থ ফেরত না দিতে পারি। তবে ইনশাআল্লাহ একদিন না একদিন চলচ্চিত্র নির্মাণ করবো।’ বরিশালের গৌর নদীর সন্তান নাজমুল রনি এখন পর্যন্ত ৬০টিরও বেশি নাটক নির্মাণ করেছেন। এফ এ সুমনের দুটি গানে মিউজিক ভিডিও এবং তিনটি বিজ্ঞাপনও নির্মাণ করেছেন তিনি।