শুটিংয়ে ফিরলেন হিমু

অভিনেত্রী হোমায়রা হিমু কিছুদিন আগেই তার মাকে হারিয়েছেন। মাকে হারিয়ে হোমায়রা হিমু ভীষণ একাকী হয়ে গেছেন। রাজধানীর উত্তরাতে নিজ বাসাতেই এখন বলা যায় নিজের মতো একাকী সময় পার করছেন। মাকে হারানোর শোককে মনের মধ্যে নিয়ে তিনি এরই মধ্যে শুটিংয়ে ফিরেছেন। এরই মধ্যে তিনি মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বাকের খনি’র শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকটি রচনা করেছেন মীর সাব্বির এবং পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। পর্ব পরিচালনায় আছেন তাসদিক শাহরিয়ার খান। জানুয়ারি মাসের শেষ কয়েকটা দিন তিনি ‘বাকের খনি’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেন। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘বাকের খনি’ ধারাবাহিকে কাজ করা প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘শুটিংয়ে এসে আম্মুকে খুব মিস করেছি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে আগে মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম, আম্মু ফোন করলো কী না। ঠিকমতো লোকেশনে পৌঁছেছি কী না, দুপুরের খাবার খেয়েছি কী না, আরো কতো কী। কিন্তু এখন আর আম্মুর ফোন আসেনা। মাকে হারানোর বেদনা যে কতোটা কঠিন, কতোটা কষ্টের সেটা যে তার মাকে হারায় সেই বুঝে। মনকে শক্ত করে কাজে ফিরেছি। বাকের খনিতে আমার চরিত্রটি খুব চমৎকার। ধন্যবাদ মীর সাব্বির ভাইকে আমাকে নিয়ে এমন চমৎকার একটি চরিত্র লেখার জন্য। ধন্যবাদ নজরুল ইসলাম রাজু ভাই ও তাসদিককে। এখন থেকে অভিনয়ে নিয়মিতই থাকার চেষ্টা করবো।’ হোমায়রা হিমু জানান, নতুন ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’র কাজ করার মধ্য দিয়ে তিনি কাজে ফিরেন। এদিকে হিমু অপেক্ষায় আছেন দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির।

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১ , ১৯ মাঘ ১৪২৭, ১৯ জমাদিউস সানি ১৪৪২

শুটিংয়ে ফিরলেন হিমু

বিনোদন প্রতিবেদক |

image

অভিনেত্রী হোমায়রা হিমু কিছুদিন আগেই তার মাকে হারিয়েছেন। মাকে হারিয়ে হোমায়রা হিমু ভীষণ একাকী হয়ে গেছেন। রাজধানীর উত্তরাতে নিজ বাসাতেই এখন বলা যায় নিজের মতো একাকী সময় পার করছেন। মাকে হারানোর শোককে মনের মধ্যে নিয়ে তিনি এরই মধ্যে শুটিংয়ে ফিরেছেন। এরই মধ্যে তিনি মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বাকের খনি’র শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকটি রচনা করেছেন মীর সাব্বির এবং পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। পর্ব পরিচালনায় আছেন তাসদিক শাহরিয়ার খান। জানুয়ারি মাসের শেষ কয়েকটা দিন তিনি ‘বাকের খনি’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেন। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘বাকের খনি’ ধারাবাহিকে কাজ করা প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘শুটিংয়ে এসে আম্মুকে খুব মিস করেছি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে আগে মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম, আম্মু ফোন করলো কী না। ঠিকমতো লোকেশনে পৌঁছেছি কী না, দুপুরের খাবার খেয়েছি কী না, আরো কতো কী। কিন্তু এখন আর আম্মুর ফোন আসেনা। মাকে হারানোর বেদনা যে কতোটা কঠিন, কতোটা কষ্টের সেটা যে তার মাকে হারায় সেই বুঝে। মনকে শক্ত করে কাজে ফিরেছি। বাকের খনিতে আমার চরিত্রটি খুব চমৎকার। ধন্যবাদ মীর সাব্বির ভাইকে আমাকে নিয়ে এমন চমৎকার একটি চরিত্র লেখার জন্য। ধন্যবাদ নজরুল ইসলাম রাজু ভাই ও তাসদিককে। এখন থেকে অভিনয়ে নিয়মিতই থাকার চেষ্টা করবো।’ হোমায়রা হিমু জানান, নতুন ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’র কাজ করার মধ্য দিয়ে তিনি কাজে ফিরেন। এদিকে হিমু অপেক্ষায় আছেন দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তির।