পোশাককর্মী গণধর্ষণের শিকার

আটক ৪

সাভারের আশুলিয়ায় এক পোশাককর্মী গণধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

গতকাল দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার রাতে ভুক্তভোগী তরুণী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আটককৃতরা হলেন- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।

পুলিশ জানায়, গত বুধবার রাতে আশুলিয়া গাজিরচট এলাকায় ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক বান্ধবীর বাসা থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। এ সময় অভিযুক্ত ওই চার ব্যক্তি গতিরোধ করে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। এরপর পলাক্রমে ধর্ষণ করে ও পুলিশকে জানালে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ওই পোশাক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী পোশাক শ্রমিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ , ২ ফাল্গুন ১৪২৭ ২ রজব ১৪৪২

আশুলিয়ায়

পোশাককর্মী গণধর্ষণের শিকার

আটক ৪

প্রতিনিধি, সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় এক পোশাককর্মী গণধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে ৪ ব্যক্তিকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

গতকাল দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার রাতে ভুক্তভোগী তরুণী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আটককৃতরা হলেন- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।

পুলিশ জানায়, গত বুধবার রাতে আশুলিয়া গাজিরচট এলাকায় ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক বান্ধবীর বাসা থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। এ সময় অভিযুক্ত ওই চার ব্যক্তি গতিরোধ করে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। এরপর পলাক্রমে ধর্ষণ করে ও পুলিশকে জানালে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ওই পোশাক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী পোশাক শ্রমিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।