ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০২১ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল। গতকাল অনলাইন প্লাটফর্ম জুমে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রায় ৯০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। সেইসঙ্গে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান, এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউলহক মামুন। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের একুশের চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের মঙ্গলের জন্য নিজেদের তৈরি করার আহ্বান জানান। একইসঙ্গে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ , ৮ ফাল্গুন ১৪২৭ ৮ রজব ১৪৪২

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

image

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০২১ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল। গতকাল অনলাইন প্লাটফর্ম জুমে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রায় ৯০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। সেইসঙ্গে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান, এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউলহক মামুন। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের একুশের চেতনাকে ধারণ করে দেশ ও মানুষের মঙ্গলের জন্য নিজেদের তৈরি করার আহ্বান জানান। একইসঙ্গে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক এবং ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।