কিশোরগঞ্জে করোনায় মৃত আরও একজন

কিশোরগঞ্জের ভৈরবে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৬ জনের করোনায় মৃত্যু হলো। শামীম আহমেদ (৬৭) নামে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালে ভর্তি হলে তাকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে তিনি মারা গেছেন বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত সোমবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে দুটি এবং জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। তবে এদিন সদরে দুজন সুস্থ হয়েছেন। আর সোমবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ১৫ জন। সোমবার পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৪২ হাজার ৫৬৬ জন, আর টিকা গ্রহণ করেছেন ২৮ হাজার ৪৩৯ জন।

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

কিশোরগঞ্জে করোনায় মৃত আরও একজন

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরবে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৬ জনের করোনায় মৃত্যু হলো। শামীম আহমেদ (৬৭) নামে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালে ভর্তি হলে তাকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে তিনি মারা গেছেন বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত সোমবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে দুটি এবং জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। তবে এদিন সদরে দুজন সুস্থ হয়েছেন। আর সোমবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ১৫ জন। সোমবার পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ৪২ হাজার ৫৬৬ জন, আর টিকা গ্রহণ করেছেন ২৮ হাজার ৪৩৯ জন।