ডিএসইতে সামান্য উত্থান হলেও সিএসইতে পতন

গতকাল নামমাত্র উত্থান হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৩.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৭.৫৯ পয়েন্টে এবং ১১৫৪.৩৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসই ৬৩১ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬২ কোটি ১১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৬.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৮টির বা ৪০ শতাংশের এবং ১১৪টির বা ৩৩.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭১.৬০ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ২৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৩০ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৭৭ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বেক্সিমকো ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, আর্গন ডেনিমস, বিবিএস কেবলস, বিকন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, জেমিনি সি, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, আইডিএলসি, আইএফআইসি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সি পার্ল বিচ, সোনালী পেপার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

গতকাল ডিএসইতে ৩৪৫টি কোম্পানির ৬৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর। গতকাল বেক্সিমকোর ৬১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানি ডিএসইর লেনদেনের শীর্ষে উঠে আসে। গতকাল বেক্সিমকোর ৭৮ লাখ ৯০ হাজার ২৯৫টি শেয়ার ৫ হাজার ৯৬৭ বার হাত বদল হয়েছে।

ডিএসইতে টপটেন গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ৫৪ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকার, রবি আজিয়াটার ৩০ কোটি ৫৫ লাখ ১৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১৫ কোটি ৭৭ লাখ ৩২ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৫ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৪ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার, সামিট পাওয়ারের ১২ কোটি ৯৩ লাখ ৫১ হজার টাকার এবং জিবিবি পাওয়ারের ১১ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আজিজ পাইপসের। গত সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৯.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৬.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৬.৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.০৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৭৬ শতাংশ, ফাইন ফুডসের ৪.৯০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪.৬৮ শতাংশ, সোনালী আঁশের ৪.৬৬ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৪.৩৪ শতংশ, জিবিবি পাওয়ারের ৪.১৬ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪.০৪ শতাংশ কমেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৩টির বা ২৬.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের। গত সোমবার কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৪৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৪৬ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯.৪২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.২৫ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭১ শতাংশ বেড়েছে।

বুধবার, ২৪ মার্চ ২০২১ , ১০ চৈত্র ১৪২৭ ৯ শাবান ১৪৪২

ডিএসইতে সামান্য উত্থান হলেও সিএসইতে পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গতকাল নামমাত্র উত্থান হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৩.৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৭.৫৯ পয়েন্টে এবং ১১৫৪.৩৯ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসই ৬৩১ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬২ কোটি ১১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৬.৯৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৮টির বা ৪০ শতাংশের এবং ১১৪টির বা ৩৩.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭১.৬০ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ২৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৩০ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৭৭ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বেক্সিমকো ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, আর্গন ডেনিমস, বিবিএস কেবলস, বিকন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, জেমিনি সি, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, আইডিএলসি, আইএফআইসি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সি পার্ল বিচ, সোনালী পেপার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

গতকাল ডিএসইতে ৩৪৫টি কোম্পানির ৬৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর। গতকাল বেক্সিমকোর ৬১ কোটি ১১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানি ডিএসইর লেনদেনের শীর্ষে উঠে আসে। গতকাল বেক্সিমকোর ৭৮ লাখ ৯০ হাজার ২৯৫টি শেয়ার ৫ হাজার ৯৬৭ বার হাত বদল হয়েছে।

ডিএসইতে টপটেন গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ৫৪ কোটি ৫৫ লাখ ২১ হাজার টাকার, রবি আজিয়াটার ৩০ কোটি ৫৫ লাখ ১৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ১৫ কোটি ৭৭ লাখ ৩২ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৫ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৪ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার, সামিট পাওয়ারের ১২ কোটি ৯৩ লাখ ৫১ হজার টাকার এবং জিবিবি পাওয়ারের ১১ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আজিজ পাইপসের। গত সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৯.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৬.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৬.৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.০৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৭৬ শতাংশ, ফাইন ফুডসের ৪.৯০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪.৬৮ শতাংশ, সোনালী আঁশের ৪.৬৬ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৪.৩৪ শতংশ, জিবিবি পাওয়ারের ৪.১৬ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪.০৪ শতাংশ কমেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৩টির বা ২৬.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের। গত সোমবার কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৪৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৪৬ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯.৪২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.২৫ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭১ শতাংশ বেড়েছে।