গাজায় ত্রাণ সহায়তায় ইসরায়েলি বাধা

ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজা উপত্যকায় যুদ্ধ ও সংঘাতকবলিত মানুষের সহায়তায় পাঠানো ত্রাণবাহী ট্রাকের বেশ কয়েকটিকে সীমান্তে আটকে দিচ্ছে ইসরায়েল।

জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশনের (টিআরটি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অস্ত্রবিরতি কার্যকর সত্ত্বেও কঠোর বিধিনিষেধ দিয়ে গাজা সীমান্ত নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।

জাতিসংঘের অভিযোগ, ত্রাণ বলতে কোন ধরনের পণ্য বোঝানো হচ্ছে, তা স্পষ্ট করছে না ইসরায়েল। সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট হয়ে গাজায় প্রবেশের অপেক্ষায় আছে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার পাঠানো ত্রাণবাহী কয়েকশ’ ট্রাক। এ অবস্থায় যুদ্ধে আহত প্যালেস্টাইনিদের চিকিৎসার জন্য রাফাহ সীমান্ত পারাপারের সুযোগ উন্মুক্ত করে দিয়েছে মিসর। ইসরায়েল-প্যালেস্টাইন অস্থিরতা নিরসনে গতকাল মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লায় জাতিসংঘ সমর্থিত প্যালেস্টাইনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ জর্ডান ও মিসরের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন দখলদার প্রতিষ্ঠানের করা মামলায় শেখ জারাহ এলাকায় বসবাসরত প্যালেস্টাইনিদের জোরপূর্বক উচ্ছেদ শুরু হয়। এর জেরে চলতি মাসের শুরুতে সেখানে ব্যাপক বিক্ষোভ করেন প্যালেস্টাইনিরা। উত্তেজনা গড়ায় পবিত্র আল-আকসা মসজিদ পর্যন্ত। পবিত্র রমজান মাসজুড়ে সেখানে দফায় দফায় অভিযান চালায় ইসরায়েলের সেনারা। সংঘর্ষে আহত হন কয়েকশ মুসল্লি। এমন পরিস্থিতিতে উপত্যকায় ক্ষমতাসীন, স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আল-আকসা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি হিসেবে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে। এর ধারাবাহিকতায় ২০১৪ সালের পর গত প্রায় দুই সপ্তাহে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী আক্রমণের শিকার হয় অবরুদ্ধ গাজার বাসিন্দারা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচিত হামাসের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরে বিমান হামলা শুরু করে ইসরায়েল।

সহিংসতার ইতি টানতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে অস্ত্রবিরতি কার্যকর হলেও আল-আকসায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের গুলিতে গতকালও আহত হয়েছে প্যালেস্টাইনের এক কিশোর।

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ১১ দিনের হামলা শেষে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। চার দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রথমে ইসরায়েলে পা রেখেছেন তিনি।

এই সফরে ব্লিনকেন ইসরায়েলের তেল আবিব শহরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি যাবেন পশ্চিম তীরের রামাল্লায়। সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠন করবেন ব্লিনকেন। হঠাৎ করেই কেন এমন সফরের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট? ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের পেছনে মার্কিন সমর্থন রয়েছে। রয়েছে অস্ত্র ও মিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতা। এ ধরনের নানা অভিযোগ রয়েছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। ঠিক এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।

অনেক বিশ্লেষক মনে করেন, ব্লিনকেনের এই সফর আপাতত কিছুদিনের জন্য মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান করতে পারে।

বুধবার, ২৬ মে ২০২১ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৮ ১৩ শাওয়াল ১৪৪২

গাজায় ত্রাণ সহায়তায় ইসরায়েলি বাধা

ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

image

গাজা উপত্যকায় যুদ্ধ ও সংঘাতকবলিত মানুষের সহায়তায় পাঠানো ত্রাণবাহী ট্রাকের বেশ কয়েকটিকে সীমান্তে আটকে দিচ্ছে ইসরায়েল।

জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশনের (টিআরটি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অস্ত্রবিরতি কার্যকর সত্ত্বেও কঠোর বিধিনিষেধ দিয়ে গাজা সীমান্ত নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।

জাতিসংঘের অভিযোগ, ত্রাণ বলতে কোন ধরনের পণ্য বোঝানো হচ্ছে, তা স্পষ্ট করছে না ইসরায়েল। সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট হয়ে গাজায় প্রবেশের অপেক্ষায় আছে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার পাঠানো ত্রাণবাহী কয়েকশ’ ট্রাক। এ অবস্থায় যুদ্ধে আহত প্যালেস্টাইনিদের চিকিৎসার জন্য রাফাহ সীমান্ত পারাপারের সুযোগ উন্মুক্ত করে দিয়েছে মিসর। ইসরায়েল-প্যালেস্টাইন অস্থিরতা নিরসনে গতকাল মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লায় জাতিসংঘ সমর্থিত প্যালেস্টাইনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ জর্ডান ও মিসরের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন দখলদার প্রতিষ্ঠানের করা মামলায় শেখ জারাহ এলাকায় বসবাসরত প্যালেস্টাইনিদের জোরপূর্বক উচ্ছেদ শুরু হয়। এর জেরে চলতি মাসের শুরুতে সেখানে ব্যাপক বিক্ষোভ করেন প্যালেস্টাইনিরা। উত্তেজনা গড়ায় পবিত্র আল-আকসা মসজিদ পর্যন্ত। পবিত্র রমজান মাসজুড়ে সেখানে দফায় দফায় অভিযান চালায় ইসরায়েলের সেনারা। সংঘর্ষে আহত হন কয়েকশ মুসল্লি। এমন পরিস্থিতিতে উপত্যকায় ক্ষমতাসীন, স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আল-আকসা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি হিসেবে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে। এর ধারাবাহিকতায় ২০১৪ সালের পর গত প্রায় দুই সপ্তাহে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী আক্রমণের শিকার হয় অবরুদ্ধ গাজার বাসিন্দারা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচিত হামাসের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরে বিমান হামলা শুরু করে ইসরায়েল।

সহিংসতার ইতি টানতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে অস্ত্রবিরতি কার্যকর হলেও আল-আকসায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের গুলিতে গতকালও আহত হয়েছে প্যালেস্টাইনের এক কিশোর।

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ১১ দিনের হামলা শেষে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। চার দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রথমে ইসরায়েলে পা রেখেছেন তিনি।

এই সফরে ব্লিনকেন ইসরায়েলের তেল আবিব শহরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি যাবেন পশ্চিম তীরের রামাল্লায়। সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠন করবেন ব্লিনকেন। হঠাৎ করেই কেন এমন সফরের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট? ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের পেছনে মার্কিন সমর্থন রয়েছে। রয়েছে অস্ত্র ও মিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতা। এ ধরনের নানা অভিযোগ রয়েছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। ঠিক এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।

অনেক বিশ্লেষক মনে করেন, ব্লিনকেনের এই সফর আপাতত কিছুদিনের জন্য মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান করতে পারে।