গণতন্ত্রে বিশ্বাস নেই বলে বিএনপি নির্বাচন বয়কট করেছে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস নেই বলেই বিএনপি নির্বাচন বয়কট করেছে। গতকাল ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের জেষ্ঠ্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে, দেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থারও অভাব রয়েছে। ঐতিহাসিক ছয় দফা দিবসের প্রেক্ষাপট তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ৭ জুন হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মাইলফলক। ছয় দফার লক্ষ্য ছিল দুইটি। প্রথমটি হচ্ছে বাঙালির স্বাধীনতা আর দ্বিতীয়টি হচ্ছে বাঙালির মুক্তি। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নবতর পথযাত্রার মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছে।

image

ছয় দফা দিবস উপলক্ষে গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন -সংবাদ

আরও খবর
ভারতে নাগরিকত্ব প্রশ্নে দীর্ঘমেয়াদি ভিসা, দ্বন্দ্বে আসাম সরকার
৬ দফার মাধ্যমেই বাঙালির স্বাধীনতা অর্জন হয়েছিল প্রধানমন্ত্রী
ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি
প্রায় ১৪ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
সংসদে বিরোধী দলের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
করোনা টিকার মজুদ আছে এক লাখ ৫৬ হাজার
যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, আহত ৩
কাউন্টারে রেলের টিকিট বিক্রি শুরু
১০০ কিশোর গ্যাং শনাক্ত করেছে র‌্যাব
চার্জশিট থেকে বাদপড়া দুই হত্যাকারীকে ধরল পিবিআই
বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা, লক্ষাধিক মানুষকে সরে যেতে মাইকিং
সহযোগীসহ টিকটক-লাইকি দুই তরুণী আটক

মঙ্গলবার, ০৮ জুন ২০২১ , ২৫ জ্যৈষ্ঠ ১৪২৮ ২৬ শাওয়াল ১৪৪২

গণতন্ত্রে বিশ্বাস নেই বলে বিএনপি নির্বাচন বয়কট করেছে ওবায়দুল কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

image

ছয় দফা দিবস উপলক্ষে গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন -সংবাদ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস নেই বলেই বিএনপি নির্বাচন বয়কট করেছে। গতকাল ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের জেষ্ঠ্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে, দেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থারও অভাব রয়েছে। ঐতিহাসিক ছয় দফা দিবসের প্রেক্ষাপট তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ৭ জুন হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মাইলফলক। ছয় দফার লক্ষ্য ছিল দুইটি। প্রথমটি হচ্ছে বাঙালির স্বাধীনতা আর দ্বিতীয়টি হচ্ছে বাঙালির মুক্তি। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নবতর পথযাত্রার মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছে।