সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পাশে ইউনিভার্সেল হাসপাতাল

আজ থেকে ছয় মাস আগেই বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা’কে আহ্বায়ক করে ‘সিঙ্গারস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যার যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন বরেণ্য সংগীতশিল্পী, সুরকার কুমার বিশ^জিৎ ও গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল। ‘সিঙ্গারস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ’র সঙ্গে গেলো ১৪ জুনু দুপুরে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) একটি দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক রেজওয়ানা চৌধুরী বন্যা ও যুগ্ম আহ্বায়ক কুমার বিশ্বজিৎ। চুক্তির আওতায় সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অন্তর্ভুক্ত সব সংগীত দলের সদস্য ও তাদের পরিবারবর্গ এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। কুমার বিশ^জিৎ এ বিষয়ে বলেন, ‘একজন শিল্পী আজীবনই সম্মান চায়, চায় ভালোবাসা। অবশ্যই সব শিল্পীদের পক্ষ থেকে ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তিনি শিল্পীদের সম্মান দেখিয়েছেন।’ ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘এটা সত্যি আমরাও ভীষণ সম্মানবোধ করি যখন সহযোগিতার আশায় শিল্পীরা আমাদের কাছে আসনে। শিল্পীরা দেশের সম্পদ, শিল্পীরাই দেশকে আলোকিত করেন। তাদের জন্য কিছু করতে পারাটা ভীষণ গৌরবের মনে করি।’ রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর যুগ্ম আহ্বায়ক হাসান আবিদুর রেজা জুয়েল, কার্যকরী সদস্য সমরজিৎ রায়, জয় শাহরিয়ার, সাব্বির আহমেদ, ইউসুফ আহমেদ খান ও কিশোর দাস। এদিকে কুমার বিশ^জিৎ জানান, ‘সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র পূর্ণাঙ্গ কমিটি গতকালই গঠিত হয়েছে। দ্রুতই প্রকাশ্যে কমিটির নাম।

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পাশে ইউনিভার্সেল হাসপাতাল

বিনোদন প্রতিবেদক |

image

আজ থেকে ছয় মাস আগেই বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা’কে আহ্বায়ক করে ‘সিঙ্গারস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যার যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন বরেণ্য সংগীতশিল্পী, সুরকার কুমার বিশ^জিৎ ও গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল। ‘সিঙ্গারস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ’র সঙ্গে গেলো ১৪ জুনু দুপুরে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) একটি দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক রেজওয়ানা চৌধুরী বন্যা ও যুগ্ম আহ্বায়ক কুমার বিশ্বজিৎ। চুক্তির আওতায় সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অন্তর্ভুক্ত সব সংগীত দলের সদস্য ও তাদের পরিবারবর্গ এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। কুমার বিশ^জিৎ এ বিষয়ে বলেন, ‘একজন শিল্পী আজীবনই সম্মান চায়, চায় ভালোবাসা। অবশ্যই সব শিল্পীদের পক্ষ থেকে ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তিনি শিল্পীদের সম্মান দেখিয়েছেন।’ ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘এটা সত্যি আমরাও ভীষণ সম্মানবোধ করি যখন সহযোগিতার আশায় শিল্পীরা আমাদের কাছে আসনে। শিল্পীরা দেশের সম্পদ, শিল্পীরাই দেশকে আলোকিত করেন। তাদের জন্য কিছু করতে পারাটা ভীষণ গৌরবের মনে করি।’ রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর যুগ্ম আহ্বায়ক হাসান আবিদুর রেজা জুয়েল, কার্যকরী সদস্য সমরজিৎ রায়, জয় শাহরিয়ার, সাব্বির আহমেদ, ইউসুফ আহমেদ খান ও কিশোর দাস। এদিকে কুমার বিশ^জিৎ জানান, ‘সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র পূর্ণাঙ্গ কমিটি গতকালই গঠিত হয়েছে। দ্রুতই প্রকাশ্যে কমিটির নাম।