আট জেলায় করোনায় মৃত্যু ১৬ শনাক্ত ৪৭৪

ময়মনসিংহে মৃত্যু

৮, শনাক্ত ১২২

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

সারাদেশের মতো ময়মনসিংহ বিভাগেও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। অন্যান্য বিভাগের তুলনায় মৃত্যুর হার কম থাকলে গত এক সপ্তাহে ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ছে দ্বিগুণের চেয়েও বেশি। ময়মনসিহ জেলা প্রশাাসন গত শুক্রবার থেকে নগরীর ১১টি এলাকায় লকডাউন ঘোষণা করে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু জনসাধারণ এসব বিধিনিষেধের উপেক্ষা করেই চলাচল করছে। রোববার ময়মনমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ২ জন ও করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৮৩টি নমুনা পরীক্ষায় ১২২ জন করোনা পজিটিভ হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ দুইজন ও করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সেলিনা বেগম (৬০) ও নান্দাইল উপজেলার সুরুজ আলী (৭৫) । এছাড়া করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে করোনা ইউনিটে ৬ জন মারা গেছেন। তারা হলেন ময়মনসিংহ সদরের সুফিয়া খাতুন (৭০), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আব্দুস সারাম (৫০), শেরপুর জেলার কুসুমাটির মকসুদ আলী (৬০), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোলেমান (৫৫), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সিউলী (৪৫) ও কেন্দুয়া উপজেলার রোমালী মিয়া (৭০)। নগরীতে লকডাউন এলাকায় পুলিশ প্রশাসনের খবরদারি থাকলেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একবারেই নেই।

চুয়াডাঙ্গায় মৃত্যু ৫ শনাক্ত ৮৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গত রোববার করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। আলমডাঙ্গার হাড়োকান্দি গ্রামের সাহেদা বেগম(৬৮) সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান জীবননগর উপজেলার বাঁকা গ্রামের লুৎফর ম-ল(৮০)। তিনি জীবননগরে অবস্থানকালে করোনায় আক্রান্ত হন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে মৃত্যু হওয়া ৩ জন হলেন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের জোয়ান মন্ডল(৬৫), দামুড়হুদা উপজেলার ডলি(৪৫) ও মেহেরপুর জেলার পাটকেলপোতা গ্রামের হুমায়ুন কবির(৫০)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম.ফাতেহ্ আকরাম জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরও জানান গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন শনাক্ত ৮৪ জনের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ১২ জন, দামুড়হুদা উপজেলায় ২১ জন ও জীবননগর উপজেলায় ৩৩ জন। ২২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৪ শতাংশ। এদিকে করোনাভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গা জেলায় আজ সোমবার সকাল থেকে ১ জুলাই সকাল পর্যন্ত শর্ত সাপেক্ষে ৭২ ঘণ্টার বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

গোপালগঞ্জে মৃত্যু

২, শনাক্ত ১৯

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৫৩ জন মৃত্যুবরণ করেছেন। গোপালগঞ্জে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় সদরে ১ জন ও মুকসুদপুরে ১ জনের মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১৮৭টি নমুনা পরীক্ষায় ৮২ জনের শরীরে করোনাভাইরাস কোভিট-১৯ শনাক্ত হয়েছে।

ঝালকাঠিতে মৃত্যু

১, শনাক্ত ৩৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত রবিবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনে মৃত্যু হয়েছে ও নতুন আক্রান্ত হয়েছে ৩৩ জন। মৃত ব্যক্তি শহরের বিআইপি এলাকার নুরুল ইসলাম(৭০) অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। ঝালকাঠিতে হঠাৎ করে সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশ ঃ বাড়ছে। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৬৫৪২ জনের নমুন পরীক্ষা করেছে। এদেরমধ্যে ১৫৮৭ জন আক্রান্ত হয়েছে এবং ৪৯৪৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৫ জনের মৃত ও ১৩২৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ২২২ জন হোম ও ৪ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠিরে সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

বাগেরহাটে শনাক্ত ১২২

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ জন করোনা সংক্রমিত হয়েছেন। ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে সংক্রমণের হার ৪৬ দশমিক ৩ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টার তুলনায় ৪ শতাংশ বেশি। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মংলা উপজেলায় ১৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ এসেছে। ফলে ওই উপজেলায় ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫৫ দশমিক ৫৫ শতাংশ। যা গতদিনের তুলনায় ৮ শতাংশ বেশি। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত হওয়ার সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৮০ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১০০ জন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় স্থানীয় প্রশাসনের আরোপ করা ৭ দিনের কঠোর বিধিনিষেধ পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে। পাঁচদিন ধরে দোকানপাট, শপিংমল ও অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের বাড়িতে রাখতে এবং বাইরে করোনা মানুষদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে আসলে তাদের জরিমানা করা হচ্ছে। গত তিনদিনে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ২১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

নবাবগঞ্জে শনাক্ত ১২

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১ শত ৩৬ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। গত সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ২৭ জুন ঢাকায় পাঠানো ৪৬ জনের নমুনা থেকে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১২ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনারগাঁয়ে শনাক্ত ১৫

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হঠাৎ বেড়ে যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২১ জনের পরীক্ষায় ১৫ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার দুপুরে পাওয়া তথ্যের বরাত দিয়ে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত রোববার উপজেলার বিভিন্ন এলাকার ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হয়। পরীক্ষায় তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ মিলিয়ে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তরা পিরোজপুর, সাদীপুর, সনমান্দী, বারদী, মোগরাপাড়া ইউপি ও পৌরসভাধীন আমিনপুরের প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮৫ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১১৯০ জন।

সিরাজগঞ্জে শনাক্ত ৬৭

জেলা বার্তা পরিবেশেক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের নমুনা সংগ্রহ করে ৬৭ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩৬ ভাগ। ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সোমবার আরও ৬ জন করোনা রোগীকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছে। তুন করে আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ১৬ জন, কামারখন্দ ১০ জন, রায়গঞ্জ ১২ জন, চৌহালীতে ১ জন, উল্লাপাড়ায় ৬ জন, তাড়াশে ১ জন, বেলকুচিতে ২ জন, শাহজাদপুরে ৭ জন এবং কাজিপুরে ১ জন রয়েছে।

মঙ্গলবার, ২৯ জুন ২০২১ , ১৫ আষাঢ় ১৪২৮ ১৭ জিলক্বদ ১৪৪২

আট জেলায় করোনায় মৃত্যু ১৬ শনাক্ত ৪৭৪

ময়মনসিংহে মৃত্যু

৮, শনাক্ত ১২২

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

সারাদেশের মতো ময়মনসিংহ বিভাগেও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। অন্যান্য বিভাগের তুলনায় মৃত্যুর হার কম থাকলে গত এক সপ্তাহে ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ছে দ্বিগুণের চেয়েও বেশি। ময়মনসিহ জেলা প্রশাাসন গত শুক্রবার থেকে নগরীর ১১টি এলাকায় লকডাউন ঘোষণা করে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু জনসাধারণ এসব বিধিনিষেধের উপেক্ষা করেই চলাচল করছে। রোববার ময়মনমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ২ জন ও করোনা উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৮৩টি নমুনা পরীক্ষায় ১২২ জন করোনা পজিটিভ হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ দুইজন ও করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সেলিনা বেগম (৬০) ও নান্দাইল উপজেলার সুরুজ আলী (৭৫) । এছাড়া করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে করোনা ইউনিটে ৬ জন মারা গেছেন। তারা হলেন ময়মনসিংহ সদরের সুফিয়া খাতুন (৭০), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আব্দুস সারাম (৫০), শেরপুর জেলার কুসুমাটির মকসুদ আলী (৬০), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোলেমান (৫৫), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সিউলী (৪৫) ও কেন্দুয়া উপজেলার রোমালী মিয়া (৭০)। নগরীতে লকডাউন এলাকায় পুলিশ প্রশাসনের খবরদারি থাকলেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একবারেই নেই।

চুয়াডাঙ্গায় মৃত্যু ৫ শনাক্ত ৮৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গত রোববার করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। আলমডাঙ্গার হাড়োকান্দি গ্রামের সাহেদা বেগম(৬৮) সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান জীবননগর উপজেলার বাঁকা গ্রামের লুৎফর ম-ল(৮০)। তিনি জীবননগরে অবস্থানকালে করোনায় আক্রান্ত হন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে মৃত্যু হওয়া ৩ জন হলেন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের জোয়ান মন্ডল(৬৫), দামুড়হুদা উপজেলার ডলি(৪৫) ও মেহেরপুর জেলার পাটকেলপোতা গ্রামের হুমায়ুন কবির(৫০)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম.ফাতেহ্ আকরাম জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরও জানান গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন শনাক্ত ৮৪ জনের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ১২ জন, দামুড়হুদা উপজেলায় ২১ জন ও জীবননগর উপজেলায় ৩৩ জন। ২২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৪ শতাংশ। এদিকে করোনাভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গা জেলায় আজ সোমবার সকাল থেকে ১ জুলাই সকাল পর্যন্ত শর্ত সাপেক্ষে ৭২ ঘণ্টার বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

গোপালগঞ্জে মৃত্যু

২, শনাক্ত ১৯

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৫৩ জন মৃত্যুবরণ করেছেন। গোপালগঞ্জে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় সদরে ১ জন ও মুকসুদপুরে ১ জনের মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১৮৭টি নমুনা পরীক্ষায় ৮২ জনের শরীরে করোনাভাইরাস কোভিট-১৯ শনাক্ত হয়েছে।

ঝালকাঠিতে মৃত্যু

১, শনাক্ত ৩৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত রবিবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনে মৃত্যু হয়েছে ও নতুন আক্রান্ত হয়েছে ৩৩ জন। মৃত ব্যক্তি শহরের বিআইপি এলাকার নুরুল ইসলাম(৭০) অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। ঝালকাঠিতে হঠাৎ করে সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশ ঃ বাড়ছে। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগ ৬৫৪২ জনের নমুন পরীক্ষা করেছে। এদেরমধ্যে ১৫৮৭ জন আক্রান্ত হয়েছে এবং ৪৯৪৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৫ জনের মৃত ও ১৩২৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ২২২ জন হোম ও ৪ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠিরে সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

বাগেরহাটে শনাক্ত ১২২

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ জন করোনা সংক্রমিত হয়েছেন। ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে সংক্রমণের হার ৪৬ দশমিক ৩ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টার তুলনায় ৪ শতাংশ বেশি। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মংলা উপজেলায় ১৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ এসেছে। ফলে ওই উপজেলায় ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫৫ দশমিক ৫৫ শতাংশ। যা গতদিনের তুলনায় ৮ শতাংশ বেশি। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত হওয়ার সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৮০ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১০০ জন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় স্থানীয় প্রশাসনের আরোপ করা ৭ দিনের কঠোর বিধিনিষেধ পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে। পাঁচদিন ধরে দোকানপাট, শপিংমল ও অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের বাড়িতে রাখতে এবং বাইরে করোনা মানুষদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে আসলে তাদের জরিমানা করা হচ্ছে। গত তিনদিনে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ২১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

নবাবগঞ্জে শনাক্ত ১২

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১ শত ৩৬ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। গত সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ২৭ জুন ঢাকায় পাঠানো ৪৬ জনের নমুনা থেকে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১২ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনারগাঁয়ে শনাক্ত ১৫

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হঠাৎ বেড়ে যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২১ জনের পরীক্ষায় ১৫ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার দুপুরে পাওয়া তথ্যের বরাত দিয়ে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত রোববার উপজেলার বিভিন্ন এলাকার ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হয়। পরীক্ষায় তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ মিলিয়ে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তরা পিরোজপুর, সাদীপুর, সনমান্দী, বারদী, মোগরাপাড়া ইউপি ও পৌরসভাধীন আমিনপুরের প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮৫ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১১৯০ জন।

সিরাজগঞ্জে শনাক্ত ৬৭

জেলা বার্তা পরিবেশেক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬২ জনের নমুনা সংগ্রহ করে ৬৭ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩৬ ভাগ। ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সোমবার আরও ৬ জন করোনা রোগীকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছে। তুন করে আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ১৬ জন, কামারখন্দ ১০ জন, রায়গঞ্জ ১২ জন, চৌহালীতে ১ জন, উল্লাপাড়ায় ৬ জন, তাড়াশে ১ জন, বেলকুচিতে ২ জন, শাহজাদপুরে ৭ জন এবং কাজিপুরে ১ জন রয়েছে।