‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের’ অন্তর্ভুক্ত হলো অভিনয় শিল্পী সংঘ

অভিনয় শিল্পী সংঘের দীর্গদিনের দাবির প্রেক্ষিতে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের কল্যাণ ট্রাস্টের অন্তভুক্ত করেছে সরকার। এখন থেকে টেলিভিশন শিল্পী কলাকুশলীরাও ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের’ সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। গত ৩ জুলাই জাতীয় সংসদে এই বিল পাস হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের ফেসবুকের পেজে সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম এর বরাত দিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে লেখা আছেÑ আমাদের মহান জাতীয় সংসদে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল পাস হয়েছে। এই বিলে শিল্পীদের দীর্ঘদিনের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। এজন্য আমরা আমাদের সংসদ নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুসহ সকল মাননীয় সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিলটিতে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের অন্তর্ভুক্ত করা হয়েছে জেনে আমরা আনন্দিত। টেলিভিশনের কয়েক হাজার শিল্পী কলাকুশলীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিদিন এই শিল্পে নিয়োজিত হাজার হাজার শিল্পী, নাট্যকার, পরিচালক, চিত্রগ্রাহক, সম্পাদক, রূপসজ্জাকর, লাইট ম্যান, ব্যবস্থাপক ও সহকারীবৃন্দের জীবন যে কোনো মুহূর্তে সংকটাপন্ন হতে পারে। যেমন এই মুহূর্তে বৈশ্বিক মহামারি করোনার থাবায় হাজারো শিল্পী ও কলাকুশলীর জীবন বিপন্ন। সেক্ষেত্রে শিল্পী কল্যাণ ট্রাস্ট আমাদের সুরক্ষা দেবে বলে বিশ্বাস করি। আমরা আশাকরি সংস্কৃতিবান্ধব সরকার এভাবেই সংস্কৃতি কর্মী, শিল্পী ও কলাকুশলীদের পৃষ্ঠপোষকতায় অবিরত থাকবেন।

সোমবার, ০৫ জুলাই ২০২১ , ২১ আষাঢ় ১৪২৮ ২৩ জিলক্বদ ১৪৪২

‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের’ অন্তর্ভুক্ত হলো অভিনয় শিল্পী সংঘ

image

অভিনয় শিল্পী সংঘের দীর্গদিনের দাবির প্রেক্ষিতে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের কল্যাণ ট্রাস্টের অন্তভুক্ত করেছে সরকার। এখন থেকে টেলিভিশন শিল্পী কলাকুশলীরাও ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের’ সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। গত ৩ জুলাই জাতীয় সংসদে এই বিল পাস হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের ফেসবুকের পেজে সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম এর বরাত দিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে লেখা আছেÑ আমাদের মহান জাতীয় সংসদে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল পাস হয়েছে। এই বিলে শিল্পীদের দীর্ঘদিনের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। এজন্য আমরা আমাদের সংসদ নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুসহ সকল মাননীয় সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিলটিতে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের অন্তর্ভুক্ত করা হয়েছে জেনে আমরা আনন্দিত। টেলিভিশনের কয়েক হাজার শিল্পী কলাকুশলীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিদিন এই শিল্পে নিয়োজিত হাজার হাজার শিল্পী, নাট্যকার, পরিচালক, চিত্রগ্রাহক, সম্পাদক, রূপসজ্জাকর, লাইট ম্যান, ব্যবস্থাপক ও সহকারীবৃন্দের জীবন যে কোনো মুহূর্তে সংকটাপন্ন হতে পারে। যেমন এই মুহূর্তে বৈশ্বিক মহামারি করোনার থাবায় হাজারো শিল্পী ও কলাকুশলীর জীবন বিপন্ন। সেক্ষেত্রে শিল্পী কল্যাণ ট্রাস্ট আমাদের সুরক্ষা দেবে বলে বিশ্বাস করি। আমরা আশাকরি সংস্কৃতিবান্ধব সরকার এভাবেই সংস্কৃতি কর্মী, শিল্পী ও কলাকুশলীদের পৃষ্ঠপোষকতায় অবিরত থাকবেন।