ওটিটিতে আসছে কামারের ‘নীল মুকুট’

ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ডকুফিকশন ফিল্ম ‘নীল মুকুট’। কিছুদিন আগেই ছবিটির মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নির্মাতা। অবশেষে জানা আসছে আগস্টে ‘নীল মুকুট’ মুক্তি পাবে চরকিতে। কামার আহমাদ সাইমন পরিচালিত নীল মুকুট ছবি মুক্তির কথা ছিল গত বছর। সে সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসব নয়, এই চলচ্চিত্রটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শকেরা। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় স্থগিত হয়ে যায় ছবির মুক্তি। এই নির্মাতা বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন তার চলচ্চিত্র মুক্তির নতুন মাধ্যম নিয়ে। অবশেষে সেই যন্ত্রণার লাঘব হলো। চরকি সিনেমাটির ডিজিটাল প্রচার সত্ত্ব নিয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে যাত্রা শুরু করবে চরকি।

সোমবার, ০৫ জুলাই ২০২১ , ২১ আষাঢ় ১৪২৮ ২৩ জিলক্বদ ১৪৪২

ওটিটিতে আসছে কামারের ‘নীল মুকুট’

বিনোদন প্রতিবেদক |

image

ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ডকুফিকশন ফিল্ম ‘নীল মুকুট’। কিছুদিন আগেই ছবিটির মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নির্মাতা। অবশেষে জানা আসছে আগস্টে ‘নীল মুকুট’ মুক্তি পাবে চরকিতে। কামার আহমাদ সাইমন পরিচালিত নীল মুকুট ছবি মুক্তির কথা ছিল গত বছর। সে সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসব নয়, এই চলচ্চিত্রটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শকেরা। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় স্থগিত হয়ে যায় ছবির মুক্তি। এই নির্মাতা বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন তার চলচ্চিত্র মুক্তির নতুন মাধ্যম নিয়ে। অবশেষে সেই যন্ত্রণার লাঘব হলো। চরকি সিনেমাটির ডিজিটাল প্রচার সত্ত্ব নিয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে যাত্রা শুরু করবে চরকি।