ঈদের নাটকে নিরব

বড় পর্দার কাজ নিয়েই বছরের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন চিত্রনায়ক নিরব হোসেন। করোনাকালেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন। কিন্তু সিনেমার কাজের পাশাপাশি মাঝেমধ্যে নাটকেও কাজ করে থাকেন নিরব। তবে সেটি হয় কোনো উৎসবকে কেন্দ্র করে। বিশেষ গল্পের কোনো নাটকে। সেই ধারাবাহিকতায় আসন্ন কোরবানি ঈদের জন্য একটি নাটকে অভিনয় করেছেন এই নায়ক। নাটকের নাম ‘লা পেরুজের সূর্যাস্ত’। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প থেকে এটি তৈরি হয়েছে। মাসুম শাহরিয়ারের রচনায় যা পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নিরবকে। সঙ্গে আছেন আরজে ও উপস্থাপক মারিয়া নূর ও নিশাত প্রিয়ম। এই নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে। এদিকে সর্বশেষ রোজার ঈদে ওটিটি প্ল্যাটফরম আই থিয়েটারে মুক্তি পেয়েছে নিরব অীভনিত ‘কসাই’। আর নিরবের হাতে আছে ‘ক্যাসিনো’, ‘অমানুষ’, ‘চোখ’, ‘ক্যাশ’, ‘ফিরে দেখা’, ‘ছায়াবৃক্ষ’, ‘তিতুমীর’ ছবিগুলো।

সোমবার, ১৯ জুলাই ২০২১ , ৪ শ্রাবন ১৪২৮ ৮ জিলহজ ১৪৪২

ঈদের নাটকে নিরব

বিনোদন প্রতিবেদক |

image

বড় পর্দার কাজ নিয়েই বছরের বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন চিত্রনায়ক নিরব হোসেন। করোনাকালেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন। কিন্তু সিনেমার কাজের পাশাপাশি মাঝেমধ্যে নাটকেও কাজ করে থাকেন নিরব। তবে সেটি হয় কোনো উৎসবকে কেন্দ্র করে। বিশেষ গল্পের কোনো নাটকে। সেই ধারাবাহিকতায় আসন্ন কোরবানি ঈদের জন্য একটি নাটকে অভিনয় করেছেন এই নায়ক। নাটকের নাম ‘লা পেরুজের সূর্যাস্ত’। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প থেকে এটি তৈরি হয়েছে। মাসুম শাহরিয়ারের রচনায় যা পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নিরবকে। সঙ্গে আছেন আরজে ও উপস্থাপক মারিয়া নূর ও নিশাত প্রিয়ম। এই নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে। এদিকে সর্বশেষ রোজার ঈদে ওটিটি প্ল্যাটফরম আই থিয়েটারে মুক্তি পেয়েছে নিরব অীভনিত ‘কসাই’। আর নিরবের হাতে আছে ‘ক্যাসিনো’, ‘অমানুষ’, ‘চোখ’, ‘ক্যাশ’, ‘ফিরে দেখা’, ‘ছায়াবৃক্ষ’, ‘তিতুমীর’ ছবিগুলো।