ঈদে শাওন ও চঞ্চলের কণ্ঠে ‘নিশা লাগিলো রে’

শাওন-চঞ্চলের কণ্ঠে আসছে ‘নিশা লাগিলোরে’। চঞ্চল ও শাওন। দু’জনেই অভিনয়ের মানুষ আবার গানেরও। গত বছর একসঙ্গে ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি গেয়েছিলেন এই দুই তারকা। সেই ধারাবাহিকতায় ফের আরও একটি গানে কণ্ঠ দিলেন চঞ্চল-শাওন। এবার মরমী কবি হাছন রাজার বিখ্যাত গান ‘নিশা লাগিল রে’ শোনা যাবে তাদের দু’জনের কণ্ঠে।

আইপিডিসি আয়োজিত সংগীতের আসর ‘আমাদের গান’র দ্বিতীয় সিজনের জন্য গানটি করা হয়েছে। আগের গানটির মতোই এবারও এর সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গানটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘হাসন রাজার গান সবার মতো আমারও প্রিয়। আমি পেশাদার অভিনেতা হলেও গান ভালোবাসি। বড় আয়োজন করে গানটির শুটিং হয়েছে। আমার বিশ্বাস সবার গানটি ভালো লাগবে।’

‘আমাদের গান’ আয়োজক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গানটি ‘আইপিডিসি আমাদের গান’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ , ৫ শ্রাবন ১৪২৮ ৯ জিলহজ ১৪৪২

ঈদে শাওন ও চঞ্চলের কণ্ঠে ‘নিশা লাগিলো রে’

image

শাওন-চঞ্চলের কণ্ঠে আসছে ‘নিশা লাগিলোরে’। চঞ্চল ও শাওন। দু’জনেই অভিনয়ের মানুষ আবার গানেরও। গত বছর একসঙ্গে ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি গেয়েছিলেন এই দুই তারকা। সেই ধারাবাহিকতায় ফের আরও একটি গানে কণ্ঠ দিলেন চঞ্চল-শাওন। এবার মরমী কবি হাছন রাজার বিখ্যাত গান ‘নিশা লাগিল রে’ শোনা যাবে তাদের দু’জনের কণ্ঠে।

আইপিডিসি আয়োজিত সংগীতের আসর ‘আমাদের গান’র দ্বিতীয় সিজনের জন্য গানটি করা হয়েছে। আগের গানটির মতোই এবারও এর সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গানটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘হাসন রাজার গান সবার মতো আমারও প্রিয়। আমি পেশাদার অভিনেতা হলেও গান ভালোবাসি। বড় আয়োজন করে গানটির শুটিং হয়েছে। আমার বিশ্বাস সবার গানটি ভালো লাগবে।’

‘আমাদের গান’ আয়োজক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গানটি ‘আইপিডিসি আমাদের গান’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।