করোনা টিকা গ্রহণে উপচেপড়া ভিড়

করোনার টিকা নিতে গত রোববার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ উপচে পড়ে। ভিড়ের চাপে ও গরমে অন্ততপক্ষে ৫০ ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সকাল ৯টার মধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়, দাঁড়িয়ে থাকাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত মাঠের বাইরেও আশ্রয় নেয় লোকজন। সাঘাটার কচুয়ার খামার গ্রামের আনিছুর রহমান বলেন, গত দুদিন টিকাদান বন্ধ ছিল। আজ একদিনে সব ইউনিয়নের টিকা নিতে আগ্রহী লোকদের ডাকা হয়েছে। এজন্যই হাজার হাজার মানুষের ভিড়। তিনি বলেন, ভিড় আর ভ্যাপসা গরমের কারণে বহু লোক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ২৭ আশ্বিন ১৪২৮ ০৪ রবিউল আউয়াল ১৪৪৩

করোনা টিকা গ্রহণে উপচেপড়া ভিড়

প্রতিনিধি, গাইবান্ধা

করোনার টিকা নিতে গত রোববার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ উপচে পড়ে। ভিড়ের চাপে ও গরমে অন্ততপক্ষে ৫০ ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সকাল ৯টার মধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়, দাঁড়িয়ে থাকাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত মাঠের বাইরেও আশ্রয় নেয় লোকজন। সাঘাটার কচুয়ার খামার গ্রামের আনিছুর রহমান বলেন, গত দুদিন টিকাদান বন্ধ ছিল। আজ একদিনে সব ইউনিয়নের টিকা নিতে আগ্রহী লোকদের ডাকা হয়েছে। এজন্যই হাজার হাজার মানুষের ভিড়। তিনি বলেন, ভিড় আর ভ্যাপসা গরমের কারণে বহু লোক অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।